প্রোতে আপগ্রেড করো

"ভাই, কখনো এমন মনে হয়েছে—তোর পাশে কেউ নেই?
যখন দরকার ছিল, তখন বন্ধুরাও সরে গেছে?

তুই ডিপ্রেশনে যাচ্ছিস, মন ভেঙে যাচ্ছে… আর কাউকে বলতেও পারিস না?

মনে রাখিস—এই দুনিয়াতে সবার মুখের হাসি থাকে, কিন্তু অন্তরের কষ্ট কেউ বোঝে না।

কিন্তু একজন আছে, যিনি সব জানেন। সব শুনেন। সব বোঝেন।

তিনি হলেন — আল্লাহ্।

তুই কারো না হলেও, তুই আল্লাহ্‌র।
তুই যদি এক ফোঁটা চোখের পানিও ফেলিস, তিনি সেটা দেখেন।

তাই হাল ছেড়ো না। মানুষ না বুঝলেও, আল্লাহ্ ঠিকই বুঝবেন।
তোর জন্য সঠিক সময়ে, সঠিক জায়গায় দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ্।"
#jonoosathi
"ভাই, কখনো এমন মনে হয়েছে—তোর পাশে কেউ নেই? যখন দরকার ছিল, তখন বন্ধুরাও সরে গেছে? তুই ডিপ্রেশনে যাচ্ছিস, মন ভেঙে যাচ্ছে… আর কাউকে বলতেও পারিস না? মনে রাখিস—এই দুনিয়াতে সবার মুখের হাসি থাকে, কিন্তু অন্তরের কষ্ট কেউ বোঝে না। কিন্তু একজন আছে, যিনি সব জানেন। সব শুনেন। সব বোঝেন। তিনি হলেন — আল্লাহ্। তুই কারো না হলেও, তুই আল্লাহ্‌র। তুই যদি এক ফোঁটা চোখের পানিও ফেলিস, তিনি সেটা দেখেন। তাই হাল ছেড়ো না। মানুষ না বুঝলেও, আল্লাহ্ ঠিকই বুঝবেন। তোর জন্য সঠিক সময়ে, সঠিক জায়গায় দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ্।" #jonoosathi
Love
3
·156 দেখেছে ·0 রিভিউ
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com