প্রোতে আপগ্রেড করো

"ভাই, কষ্ট যখন বেশি হয়, তখন না বলার মতো শব্দও থাকে না।
তখন আমরা চুপ হয়ে যাই। কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না।

তোর চারপাশে হয়তো অনেক লোক আছে, কিন্তু তবু নিজেকে একা মনে হয়।

এই চুপচাপ থাকা, এই নিঃশব্দ কান্না — এগুলো মানুষ বোঝে না।
কিন্তু আল্লাহ্ বোঝেন।

তুই একটাও কথা না বললেও, তোর ভেতরের সব কথা তিনি শুনতে পান।

তাই ভাই, দোয়া কর। চুপ থেকেও বল, মনের ভেতর থেকে বল — 'ইয়া আল্লাহ্, আমি টিকে থাকতে চাই...'

দেখবি, একদিন আল্লাহ্ এমনভাবে দরজা খুলে দিবেন — তুই কল্পনাও করতে পারবি না।

তোর নীরবতা, তোর চোখের পানি — সব কিছুই হিসেব রাখছেন তিনি। হাল ছাড়িস না।"

"ভাই, কষ্ট যখন বেশি হয়, তখন না বলার মতো শব্দও থাকে না। তখন আমরা চুপ হয়ে যাই। কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। তোর চারপাশে হয়তো অনেক লোক আছে, কিন্তু তবু নিজেকে একা মনে হয়। এই চুপচাপ থাকা, এই নিঃশব্দ কান্না — এগুলো মানুষ বোঝে না। কিন্তু আল্লাহ্ বোঝেন। তুই একটাও কথা না বললেও, তোর ভেতরের সব কথা তিনি শুনতে পান। তাই ভাই, দোয়া কর। চুপ থেকেও বল, মনের ভেতর থেকে বল — 'ইয়া আল্লাহ্, আমি টিকে থাকতে চাই...' দেখবি, একদিন আল্লাহ্ এমনভাবে দরজা খুলে দিবেন — তুই কল্পনাও করতে পারবি না। তোর নীরবতা, তোর চোখের পানি — সব কিছুই হিসেব রাখছেন তিনি। হাল ছাড়িস না।"
·77 দেখেছে ·0 রিভিউ
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com