Site içinde arama yapın | Jono Sathi - Bangladeshi Social Media...

Upgrade to Pro



  • আজকের জোকস: হাফ ছবি তোলার উপায়

    আজকের জোকস: হাফ ছবি তোলার উপায়
    হাফ ছবি তোলার উপায়


    এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করলো— ১ম ব্যক্তি: কী রে, গর্ত খুঁড়ছিস কেন?২য় ব্যক্তি: ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।১ম ব্যক্তি: ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?২য় ব্যক্তি: হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।১ম ব্যক্তি: তা কয় কপি ছবি তুলবি?’২য় ব্যক্তি: তিন কপি।১ম ব্যক্তি: আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুইটা খোঁড়।

    বাবা সরকারি চাকরিজীবী


    প্রথম বন্ধু: আমার বাবা দৌড়ে বিরাট চ্যাম্পিয়ন। একাই টেনিস খেলে। একবার এদিক থেকে বল মারে। বল ওদিক পৌঁছোনোর আগে নিজেই উলটো দিকে পৌঁছে যায়।দ্বিতীয় বন্ধু: আমার বাবা আরও বড় দৌড়বীর। বন্দুক থেকে গুলি ছোড়ার পরে, গুলি লক্ষ্যে পৌঁছোনোর আগেই পৌঁছে যায়।তৃতীয় বন্ধু: আর আমার বাবা সরকারি চাকরি করতেন। তিনি সবচেয়ে বড় দৌড়বিদ। অফিস ছুটি হত ৫টায়, তিনি তিনটার সময়ই বাড়ি চলে আসতেন

    চৌদ্দ টাকার জাল নোট

    এক লোক টাকা জাল করতে-করতে ভুল করে একবার একটা জাল চৌদ্দ টাকার নোট তৈরি করে ফেলল। নোটটা চালানোর জন্য একদিন সন্ধ্যায় সে একটা পান-দোকানির কাছে গেল।



    ব্যক্তি: ভাই, এই নোটটার ভাঙানি হবে?দোকানদার: হবে।ব্যক্তি: হবে? উত্তর শুনে সে অবাক। পান-দোকানির কাছ থেকে টাকা নিয়ে দ্রুত চলে এলো সে। এসে দেখে পান-দোকানি তাকে দুটো সাত টাকার নোট দিয়েছে।
    আজকের জোকস: হাফ ছবি তোলার উপায় আজকের জোকস: হাফ ছবি তোলার উপায় হাফ ছবি তোলার উপায় এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করলো— ১ম ব্যক্তি: কী রে, গর্ত খুঁড়ছিস কেন?২য় ব্যক্তি: ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।১ম ব্যক্তি: ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?২য় ব্যক্তি: হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।১ম ব্যক্তি: তা কয় কপি ছবি তুলবি?’২য় ব্যক্তি: তিন কপি।১ম ব্যক্তি: আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুইটা খোঁড়। বাবা সরকারি চাকরিজীবী প্রথম বন্ধু: আমার বাবা দৌড়ে বিরাট চ্যাম্পিয়ন। একাই টেনিস খেলে। একবার এদিক থেকে বল মারে। বল ওদিক পৌঁছোনোর আগে নিজেই উলটো দিকে পৌঁছে যায়।দ্বিতীয় বন্ধু: আমার বাবা আরও বড় দৌড়বীর। বন্দুক থেকে গুলি ছোড়ার পরে, গুলি লক্ষ্যে পৌঁছোনোর আগেই পৌঁছে যায়।তৃতীয় বন্ধু: আর আমার বাবা সরকারি চাকরি করতেন। তিনি সবচেয়ে বড় দৌড়বিদ। অফিস ছুটি হত ৫টায়, তিনি তিনটার সময়ই বাড়ি চলে আসতেন চৌদ্দ টাকার জাল নোট এক লোক টাকা জাল করতে-করতে ভুল করে একবার একটা জাল চৌদ্দ টাকার নোট তৈরি করে ফেলল। নোটটা চালানোর জন্য একদিন সন্ধ্যায় সে একটা পান-দোকানির কাছে গেল। ব্যক্তি: ভাই, এই নোটটার ভাঙানি হবে?দোকানদার: হবে।ব্যক্তি: হবে? উত্তর শুনে সে অবাক। পান-দোকানির কাছ থেকে টাকা নিয়ে দ্রুত চলে এলো সে। এসে দেখে পান-দোকানি তাকে দুটো সাত টাকার নোট দিয়েছে।
    Like
    Love
    5
    ·58 Views ·0 önizleme
  • বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও তরুণ প্রজন্মের করণীয়
    বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বৈশ্বিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অস্থিরতা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তবে এর মাঝেও তরুণদের সম্ভাবনা অপরিসীম। তথ্যপ্রযুক্তি, উদ্যোক্তা কার্যক্রম এবং শিক্ষা খাতে তরুণরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে হলে তরুণদের দক্ষতা অর্জন, সততা, সহনশীলতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়াও আজকের প্রজন্মের জরুরি দায়িত্ব। কারণ, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে।
    বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও তরুণ প্রজন্মের করণীয় বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বৈশ্বিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অস্থিরতা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তবে এর মাঝেও তরুণদের সম্ভাবনা অপরিসীম। তথ্যপ্রযুক্তি, উদ্যোক্তা কার্যক্রম এবং শিক্ষা খাতে তরুণরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে হলে তরুণদের দক্ষতা অর্জন, সততা, সহনশীলতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়াও আজকের প্রজন্মের জরুরি দায়িত্ব। কারণ, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে।
    Like
    Love
    7
    ·116 Views ·0 önizleme
  • ফরাসি ইন্টেলিজেন্সের একজন শীর্ষ কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছে, ভারতের হাতে থাকা অন্তত একটি রাফায়েল ফাইটার জেট ভূপাতিত হয়েছে।

    এই সংখ্যা আরও বেশি হতে পারে কিনা সেটি নিয়ে তদন্ত করছে ফরাসি কর্তৃপক্ষ।

    সিএনএন ছাড়াও বেশ কয়েকটি ফরাসি মিড়িয়াও এ তথ্য নিশ্চিত করেছে।

    ভারতীয় বিমান বাহিনীর অদক্ষতার ফলে প্রথমবারের মতো ফরাসি অত্যাধুনিক এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল।

    পাকিস্তানে এটাক করে ইন্ডিয়া উল্টো এমন বাজে ব্র‍্যান্ডিং-এর শিকার হবে সেটি তারা কল্পনাও করেনি।
    ফরাসি ইন্টেলিজেন্সের একজন শীর্ষ কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছে, ভারতের হাতে থাকা অন্তত একটি রাফায়েল ফাইটার জেট ভূপাতিত হয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে কিনা সেটি নিয়ে তদন্ত করছে ফরাসি কর্তৃপক্ষ। সিএনএন ছাড়াও বেশ কয়েকটি ফরাসি মিড়িয়াও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় বিমান বাহিনীর অদক্ষতার ফলে প্রথমবারের মতো ফরাসি অত্যাধুনিক এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। পাকিস্তানে এটাক করে ইন্ডিয়া উল্টো এমন বাজে ব্র‍্যান্ডিং-এর শিকার হবে সেটি তারা কল্পনাও করেনি।
    Love
    4
    ·80 Views ·0 önizleme
  • ফরাসি ইন্টেলিজেন্সের একজন শীর্ষ কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছে, ভারতের হাতে থাকা অন্তত একটি রাফায়েল ফাইটার জেট ভূপাতিত হয়েছে।

    এই সংখ্যা আরও বেশি হতে পারে কিনা সেটি নিয়ে তদন্ত করছে ফরাসি কর্তৃপক্ষ।

    সিএনএন ছাড়াও বেশ কয়েকটি ফরাসি মিড়িয়াও এ তথ্য নিশ্চিত করেছে।

    ভারতীয় বিমান বাহিনীর অদক্ষতার ফলে প্রথমবারের মতো ফরাসি অত্যাধুনিক এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল।

    পাকিস্তানে এটাক করে ইন্ডিয়া উল্টো এমন বাজে ব্র‍্যান্ডিং-এর শিকার হবে সেটি তারা কল্পনাও করেনি।
    #pinaki Dada
    ফরাসি ইন্টেলিজেন্সের একজন শীর্ষ কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছে, ভারতের হাতে থাকা অন্তত একটি রাফায়েল ফাইটার জেট ভূপাতিত হয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে কিনা সেটি নিয়ে তদন্ত করছে ফরাসি কর্তৃপক্ষ। সিএনএন ছাড়াও বেশ কয়েকটি ফরাসি মিড়িয়াও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় বিমান বাহিনীর অদক্ষতার ফলে প্রথমবারের মতো ফরাসি অত্যাধুনিক এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। পাকিস্তানে এটাক করে ইন্ডিয়া উল্টো এমন বাজে ব্র‍্যান্ডিং-এর শিকার হবে সেটি তারা কল্পনাও করেনি। #pinaki Dada
    Love
    Like
    22
    2 Yorumlar ·217 Views ·0 önizleme
  • পাকি-স্তানের বিরু'দ্ধে ভার*তীয় আগ্রা'সন" শিরোনামে এক বিবৃতিতে আ'ল কা*য়ে'দা উপ'ম'হা'দেশ নতুন করে তাদের জি'হা'দ চালিয়ে যাবার ঘো'ষণা দিয়েছেন।

    বিবৃতিতে পা'কি-স্তানে ভা'রতের স*ন্ত্রা'সী হা'ম'লায় নিহ'ত মুসলিমদের জন্য শা'হা'দাতের দোআ করা হয়। ভার'তের বিরু'দ্ধে এই যু'দ্ধকে জি'হা'দ ফি সাবিলিল্লাহ উল্লেখ করা হয়। ভা'রতের জুলুম, নির্যাতন, আগ্রা'সনের ধারাবাহিকতা উল্লেখ করা হয়।

    বিশেষ করে উপমহাদেশের মুসলিমদের ভা'র'তীয় আগ্রা'সনের বিরু'দ্ধে জেগে উঠা অন্য সময়ের চেয়ে অধিক জরুরী হিসাবে উল্লেখ করা হয়।

    সূত্র: আস সা'হা'ব মিডিয়া, অফিসিয়াল, এ'কি'ও'আ'ই'এস, ০৭ মে ২০২৫
    পাকি-স্তানের বিরু'দ্ধে ভার*তীয় আগ্রা'সন" শিরোনামে এক বিবৃতিতে আ'ল কা*য়ে'দা উপ'ম'হা'দেশ নতুন করে তাদের জি'হা'দ চালিয়ে যাবার ঘো'ষণা দিয়েছেন। বিবৃতিতে পা'কি-স্তানে ভা'রতের স*ন্ত্রা'সী হা'ম'লায় নিহ'ত মুসলিমদের জন্য শা'হা'দাতের দোআ করা হয়। ভার'তের বিরু'দ্ধে এই যু'দ্ধকে জি'হা'দ ফি সাবিলিল্লাহ উল্লেখ করা হয়। ভা'রতের জুলুম, নির্যাতন, আগ্রা'সনের ধারাবাহিকতা উল্লেখ করা হয়। বিশেষ করে উপমহাদেশের মুসলিমদের ভা'র'তীয় আগ্রা'সনের বিরু'দ্ধে জেগে উঠা অন্য সময়ের চেয়ে অধিক জরুরী হিসাবে উল্লেখ করা হয়। সূত্র: আস সা'হা'ব মিডিয়া, অফিসিয়াল, এ'কি'ও'আ'ই'এস, ০৭ মে ২০২৫
    Love
    Like
    46
    ·551 Views ·0 önizleme
  • নিউজ লিংক https://shorturl.at/krhn2

    র‍্যাবের এএসপি পলাশ সাহার 'রহস্যময়' আ'ত্ম'হ'ত্যায় নিরাপত্তা মহলে চলছে তোলপাড়।

    নির্ভরযোগ্য সূত্রমতে, 'র' এর কাছে চিন্ময় সাহা ও সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পাচারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল।

    সূত্র বলছে, বিগত কয়েক মাস ধরে ASP পলাশ সাহাকে গোপনে নজরদারিতে রাখা হয়েছিল। তার ব্যবহৃত ইমেইল, ক্লাউড অ্যাকসেস এবং এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে সংরক্ষিত কিছু নথি পার্শ্ববর্তী দেশের সার্ভার থেকে এক্সেস হওয়ার প্রমাণ মেলে। বিশেষ করে চট্টগ্রাম হিল ট্র্যাকস ও সীমান্ত পরিস্থিতি নিয়েও কিছু স্পর্শকাতর নথি ভারতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    ২০২৩ সালে ভারতে আনুষ্ঠানিক একটি সফর শেষে সহকর্মীরা ফিরে এলেও পলাশ সাহা অবকাশ যাপনের দোহাই দিয়ে শিলং চলে যান। সেখানে একাধিক উচ্চপদস্থ গো'য়েন্দা কর্মকর্তাদের সাথে তার দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, শিলং বেছে নেওয়া হয়েছিল স্থানিক নিরাপত্তা ও শিলংয়ের একটা নির্দিষ্ট স্থানে স্যাটেলাইট ব্লাইন্ড স্পটের সুবিধার জন্য। উক্ত স্পটে এর আগেও একাধিক বাংলাদেশী উচ্চপদস্থ আমলা ও অফিসারদের আনাগোনা দেখা গিয়েছিলো।

    উল্লেখ্য, চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী খু'নের মাস্টারমাইন্ড ডিআইজি বনজ কুমারের ঘনিষ্ঠজন ছিলেন পলাশ সাহা।

    সচেতন মহলের মতে, এটি কোনো নিছক আ'ত্ম'হ'ত্যা নয়, বরং জাতীয় নিরাপত্তার গভীর সংকেত। ইতিপূর্বেও বাংলাদেশে সম্ভাব্য ভারতীয় এজেন্টদের নজরদারির আওতায় রাখাকালীন তাদের রহস্যময় মৃ'ত্যু ঘটেছে তদন্তের পূর্বেই।
    নিউজ লিংক https://shorturl.at/krhn2 র‍্যাবের এএসপি পলাশ সাহার 'রহস্যময়' আ'ত্ম'হ'ত্যায় নিরাপত্তা মহলে চলছে তোলপাড়। নির্ভরযোগ্য সূত্রমতে, 'র' এর কাছে চিন্ময় সাহা ও সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পাচারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল। সূত্র বলছে, বিগত কয়েক মাস ধরে ASP পলাশ সাহাকে গোপনে নজরদারিতে রাখা হয়েছিল। তার ব্যবহৃত ইমেইল, ক্লাউড অ্যাকসেস এবং এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে সংরক্ষিত কিছু নথি পার্শ্ববর্তী দেশের সার্ভার থেকে এক্সেস হওয়ার প্রমাণ মেলে। বিশেষ করে চট্টগ্রাম হিল ট্র্যাকস ও সীমান্ত পরিস্থিতি নিয়েও কিছু স্পর্শকাতর নথি ভারতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালে ভারতে আনুষ্ঠানিক একটি সফর শেষে সহকর্মীরা ফিরে এলেও পলাশ সাহা অবকাশ যাপনের দোহাই দিয়ে শিলং চলে যান। সেখানে একাধিক উচ্চপদস্থ গো'য়েন্দা কর্মকর্তাদের সাথে তার দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে বলেও সূত্র জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, শিলং বেছে নেওয়া হয়েছিল স্থানিক নিরাপত্তা ও শিলংয়ের একটা নির্দিষ্ট স্থানে স্যাটেলাইট ব্লাইন্ড স্পটের সুবিধার জন্য। উক্ত স্পটে এর আগেও একাধিক বাংলাদেশী উচ্চপদস্থ আমলা ও অফিসারদের আনাগোনা দেখা গিয়েছিলো। উল্লেখ্য, চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী খু'নের মাস্টারমাইন্ড ডিআইজি বনজ কুমারের ঘনিষ্ঠজন ছিলেন পলাশ সাহা। সচেতন মহলের মতে, এটি কোনো নিছক আ'ত্ম'হ'ত্যা নয়, বরং জাতীয় নিরাপত্তার গভীর সংকেত। ইতিপূর্বেও বাংলাদেশে সম্ভাব্য ভারতীয় এজেন্টদের নজরদারির আওতায় রাখাকালীন তাদের রহস্যময় মৃ'ত্যু ঘটেছে তদন্তের পূর্বেই।
    Love
    Haha
    7
    1 Yorumlar ·63 Views ·0 önizleme
  • টাকা দেওয়ার কথা বলাটাই ভুল হয়েছে Jono Sathi র admin এর।
    টাকা না পেয়ে কিছু লোক পাগল হয়েছে। এদের শুধু টাকা লাগবে। আমি চাই টাকার সিস্টেম বন্ধ করে দেওয়া হোক। যখন add দিয়ে ইনকাম করা যাবে তখন যেনো আবার সেটা চালু হয়। আর ভুয়া একাউন্ট সব আউট করতে হবে। অরিজিনাল হলে কেউ উলটা পালটা কিছু পোস্ট করবে না।
    টাকা দেওয়ার কথা বলাটাই ভুল হয়েছে [Jonosathi] র admin এর। টাকা না পেয়ে কিছু লোক পাগল হয়েছে। এদের শুধু টাকা লাগবে। আমি চাই টাকার সিস্টেম বন্ধ করে দেওয়া হোক। যখন add দিয়ে ইনকাম করা যাবে তখন যেনো আবার সেটা চালু হয়। আর ভুয়া একাউন্ট সব আউট করতে হবে। অরিজিনাল হলে কেউ উলটা পালটা কিছু পোস্ট করবে না।
    Love
    Haha
    6
    ·53 Views ·0 önizleme
  • বার্সাকে৷ হারিয়ে খুশিতে উল্লাস লাওতারো🫶
    বার্সাকে৷ হারিয়ে খুশিতে উল্লাস লাওতারো❤️🇦🇷🏆🔥❤️🫶
    Like
    Love
    Angry
    13
    ·207 Views ·0 önizleme
  • (শিউলি ফুলের প্রতিশ্রুতি)
    বিকেলের রোদটা ঠিক যেন ওদের ভালোবাসার মতো—নরম, শান্ত, আর ছায়াময়। রাজীব প্রতিদিনের মতো আজও বসেছিল কলেজের পেছনের বটগাছটার নিচে। আর ঠিক সময়মতোই এসে হাজির হলো মিতু—হালকা নীল সালোয়ার-কামিজ, চুলে বেঁধে রেখেছে কিছু শিউলি ফুল। সেই সুগন্ধ রাজীবের হৃদয়ে ঝড় তোলে।

    "তুমি জানো, এই ফুলটা তোমার জন্যই ফুটে," রাজীব হেসে বলল।

    মিতু হাসলো, একটু লজ্জা পেলেও সে কিছু বললো না।

    চার বছর একসাথে পড়াশোনা, হাসি-কান্না, গল্প আর স্বপ্ন ভাগাভাগি—সবকিছুর মাঝে গড়ে উঠেছিল এক গভীর ভালোবাসা। কিন্তু ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। রাজীবকে যেতে হবে ঢাকা, চাকরির জন্য। মিতু থাকবে গ্রামে, পরিবারের দায়িত্বে।

    চলবে তো এই দূরত্বে?

    সেদিন বিদায়ের সময়, মিতু রাজীবকে একটা ছোট্ট প্যাকেট দিল। খুলে দেখে রাজীবের চোখ ভিজে উঠল—ভেতরে কিছু শুকনো শিউলি ফুল আর একটা চিরকুট:

    "যদি ভালোবাসা সত্যি হয়, তবে দূরত্ব কিছুই না। ফিরে এসো, আমি অপেক্ষা করবো।"

    দুই বছর পর, ঠিক শরতের এক সকালে, রাজীব ফিরে এলো। সেই একই বটগাছ, একই সুবাস। আর দূরে দাঁড়িয়ে মিতু, চুলে শিউলি ফুল।

    ভালোবাসা হারায় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে।
    (শিউলি ফুলের প্রতিশ্রুতি) বিকেলের রোদটা ঠিক যেন ওদের ভালোবাসার মতো—নরম, শান্ত, আর ছায়াময়। রাজীব প্রতিদিনের মতো আজও বসেছিল কলেজের পেছনের বটগাছটার নিচে। আর ঠিক সময়মতোই এসে হাজির হলো মিতু—হালকা নীল সালোয়ার-কামিজ, চুলে বেঁধে রেখেছে কিছু শিউলি ফুল। সেই সুগন্ধ রাজীবের হৃদয়ে ঝড় তোলে। "তুমি জানো, এই ফুলটা তোমার জন্যই ফুটে," রাজীব হেসে বলল। মিতু হাসলো, একটু লজ্জা পেলেও সে কিছু বললো না। চার বছর একসাথে পড়াশোনা, হাসি-কান্না, গল্প আর স্বপ্ন ভাগাভাগি—সবকিছুর মাঝে গড়ে উঠেছিল এক গভীর ভালোবাসা। কিন্তু ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। রাজীবকে যেতে হবে ঢাকা, চাকরির জন্য। মিতু থাকবে গ্রামে, পরিবারের দায়িত্বে। চলবে তো এই দূরত্বে? সেদিন বিদায়ের সময়, মিতু রাজীবকে একটা ছোট্ট প্যাকেট দিল। খুলে দেখে রাজীবের চোখ ভিজে উঠল—ভেতরে কিছু শুকনো শিউলি ফুল আর একটা চিরকুট: "যদি ভালোবাসা সত্যি হয়, তবে দূরত্ব কিছুই না। ফিরে এসো, আমি অপেক্ষা করবো।" দুই বছর পর, ঠিক শরতের এক সকালে, রাজীব ফিরে এলো। সেই একই বটগাছ, একই সুবাস। আর দূরে দাঁড়িয়ে মিতু, চুলে শিউলি ফুল। ভালোবাসা হারায় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে।
    Love
    Like
    3
    2 Yorumlar ·52 Views ·0 önizleme

  • রাফি একদিন বিকেলে ঘুমিয়ে পড়ল ক্লান্ত হয়ে। ঘুম ভাঙতেই সে বুঝতে পারল কিছু একটা অদ্ভুত লাগছে।
    সে বাইরে গেল... আর চোখ কপালে!

    মানুষগুলো হাঁটছে উল্টা পায়ে! কুকুররা ঘোড়া হয়ে গেছে, আর বেড়ালরা উড়ছে পাখির মতো!
    আর সবচেয়ে মজার ব্যাপার হলো—বাচ্চারা স্কুলে গিয়ে শিক্ষক পড়াচ্ছে, আর শিক্ষকেরা বসে বসে হোমওয়ার্ক করছে!

    রাফি দোকানে গেল এক গ্লাস পানি কিনতে—দোকানদার বলল, “পানি ফ্রি, টাকা দিলেই সমস্যা!”
    রাফি অবাক! স্কুলে গেল, সবাই তাকে "স্যার" বলে ডাকছে। স্যার এসে বলল, “আপনি আমার গণিত খাতা দেখেছেন?”
    ও বুঝতে পারল, সে একটা উল্টো পৃথিবীতে এসে পড়েছে!

    সে খুশি, মজা লাগছে... কিন্তু একটু পর এক ছেলে বলল,
    — “আজকে তুই পরীক্ষার খাতা দেখবি, আমি লিখছি!”
    রাফি দুশ্চিন্তায় পড়ে গেল। হাসি মুখে সে ভাবল, উল্টো হলেও লেখাপড়া থেকে বাঁচা যায় না ভাই!

    পরদিন সকালে ঘুম ভাঙতেই সে আবার তার স্বাভাবিক দুনিয়ায় ফিরে এল।
    এবার স্কুলে গিয়ে স্যার বললেন, “তোর হোমওয়ার্ক কই?”

    রাফি উত্তর দিল,
    — “স্যার, ওইটা তো উল্টো দুনিয়ায় রয়ে গেছে!”


    ---

    শিক্ষা: জীবন যেমনই হোক, পড়াশোনা থেকে কেউ বাঁচে না! আর স্বপ্নে ঘুরতে ভালো লাগলেও, বাস্তবেই তৈরি হও সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের জন্য।

    (আর রাফির মত যদি হোমওয়ার্ক না করো, তাহলে বলো "স্যার, উল্টা দুনিয়ায় রেখে আসছি!"—কিন্তু আমি দায় নেব না!)
    রাফি একদিন বিকেলে ঘুমিয়ে পড়ল ক্লান্ত হয়ে। ঘুম ভাঙতেই সে বুঝতে পারল কিছু একটা অদ্ভুত লাগছে। সে বাইরে গেল... আর চোখ কপালে! মানুষগুলো হাঁটছে উল্টা পায়ে! কুকুররা ঘোড়া হয়ে গেছে, আর বেড়ালরা উড়ছে পাখির মতো! আর সবচেয়ে মজার ব্যাপার হলো—বাচ্চারা স্কুলে গিয়ে শিক্ষক পড়াচ্ছে, আর শিক্ষকেরা বসে বসে হোমওয়ার্ক করছে! রাফি দোকানে গেল এক গ্লাস পানি কিনতে—দোকানদার বলল, “পানি ফ্রি, টাকা দিলেই সমস্যা!” রাফি অবাক! স্কুলে গেল, সবাই তাকে "স্যার" বলে ডাকছে। স্যার এসে বলল, “আপনি আমার গণিত খাতা দেখেছেন?” ও বুঝতে পারল, সে একটা উল্টো পৃথিবীতে এসে পড়েছে! সে খুশি, মজা লাগছে... কিন্তু একটু পর এক ছেলে বলল, — “আজকে তুই পরীক্ষার খাতা দেখবি, আমি লিখছি!” রাফি দুশ্চিন্তায় পড়ে গেল। হাসি মুখে সে ভাবল, উল্টো হলেও লেখাপড়া থেকে বাঁচা যায় না ভাই! পরদিন সকালে ঘুম ভাঙতেই সে আবার তার স্বাভাবিক দুনিয়ায় ফিরে এল। এবার স্কুলে গিয়ে স্যার বললেন, “তোর হোমওয়ার্ক কই?” রাফি উত্তর দিল, — “স্যার, ওইটা তো উল্টো দুনিয়ায় রয়ে গেছে!” --- শিক্ষা: জীবন যেমনই হোক, পড়াশোনা থেকে কেউ বাঁচে না! আর স্বপ্নে ঘুরতে ভালো লাগলেও, বাস্তবেই তৈরি হও সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের জন্য। (আর রাফির মত যদি হোমওয়ার্ক না করো, তাহলে বলো "স্যার, উল্টা দুনিয়ায় রেখে আসছি!"—কিন্তু আমি দায় নেব না!)
    Like
    Love
    Haha
    5
    ·49 Views ·0 önizleme
  • কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে.. উল্টাে গালি দিয়ে পাপ করবে না...🫡 Just..Same to you বলে দৌড় দিবেন...
    কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে..🤣 উল্টাে গালি দিয়ে পাপ করবে না...🫡 Just..Same to you বলে দৌড় দিবেন...😎👀
    Love
    Like
    10
    2 Yorumlar ·87 Views ·0 önizleme
  • ভারতের হামলার পর সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক আহ্বান করেছেন।

    পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভিকে জানান, বৈঠকটি বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
    ভারতের হামলার পর সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক আহ্বান করেছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভিকে জানান, বৈঠকটি বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
    Love
    Haha
    Like
    Sad
    8
    ·95 Views ·0 önizleme
Arama Sonuçları