Mahbub Hasan

Upgrade to Pro

বিজ্ঞাপন ব্যানার
এখানে আপনার বিজ্ঞাপন দিন

  • Good morning
    Good morning
    Love
    Like
    5
    ·71 Views ·0 Reviews
  • Good Morning Everybody
    Good Morning Everybody ❤️❤️🌹🌹
    Love
    Like
    9
    ·81 Views ·0 Reviews
  • নিয়তির লিখন

    স্বভাবভীরু এক ভদ্রলোকের একটি মাত্র ছেলে। ছেলেটি দুরন্ত, সাহসী এবং শিকারে অত্যন্ত আগ্রহী। ভদ্রলোক একদিন স্বপ্ন দেখলেন, একটি সিংহ তার ছেলেটিকে মেরে ফেলেছে। স্বপ্ন দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন তিনি, ভাবলেন ছেলের শিকারে যেমন ঝোঁক সিংহের হাতে মরনই বুঝি তার ভাগ্যে লেখা আছে। ছেলের ভবিষ্যৎকে যেন তিনি স্বপ্নে দেখতে পেলেন।
    নিয়তির লিখন এড়ানোর জন্য সভয়ে তিনি ছেলের জন্য একটি উঁচু দেওয়াল-ঘেরা ঘর তৈরি করে চারদিকে প্রহরী নিযুক্ত করলেন এবং ছেলেকে সেই ঘরে বন্ধ করে রাখলেন। তিনি তার মনোরঞ্জনের জন্য ও ব্যবস্থা করলেন,প্রচুর খরচ করে তিনি তার প্রিয় ছেলের প্রিয় সব জন্তু-জানোয়ারের ছবি দেওয়ালে -দেওয়ালে সাজিয়ে দিলেন। সেখানে সিংহের ছবিও ছিল।
    কিন্তু শিকারপাগল ছেলের শুধু জন্তু-জানোয়ারের ছবি দেখে মন ভরবে কেন? সে ছবিগুলো দেখে দেখে যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন সিংহের ছবির সামনে দাঁড়িয়ে সে ভীষণ ক্ষেপে উঠল। চিৎকার করে সিংহের ছবিটিকে উদ্দেশ্য করে বলল: ধিক তোমাকে ; শুধু তোমার জন্য, আর আমার বাবার মিথ্যে স্বপ্নের কারণে আজ আমাকে মেয়েদের মতো বন্দিজীবন যাপন করতে হচ্ছে। কী করে যে তোমায় উচিত শিক্ষা দিই।'
    এই বলে সে রাগে অন্ধ হয়ে প্রচন্ড রাগে এক ঘুসি বসিয়ে দিল ছবির সিংহের চোখে। ঘুসি গিয়ে লাগল দেওয়ালে, আঘাতে দেওয়ালের গায়ের পাথরকুচি ভেঙে গিয়ে ঢুকল তার নখের নিচে।
    প্রচন্ড ব্যথা পেল সে, নখের ব্যথায় আঙুল ফুলে একাকার, সেইসঙ্গে গায়ে এল জ্বর। জখম আর জ্বর কিছুতেই কাটিয়ে উঠতে পারল না ছেলেটি। মৃত্যু হল তার। সিংহ, সে যদিও ছবির সিংহ মাত্র, তবু সে-ই হল তার মৃত্যুর কারণ। তার বাবার শত চেষ্টাও তার ভাগ্যের লেখা খন্ডন করতে পারল না।

    শিক্ষা ঃ ধৈর্য ও সাহসের সঙ্গে নিজেকে নিজের ভাগ্যের হাতে সমর্পণ করা উচিত । কারণ নিয়তির দেখা খন্ডানোর চেষ্টা বৃথা।

    বন্ধুরা গল্প কেমন লাগলো জানাবেন কিন্তুু, লাইক, কমেন্ট শেয়ারের মাধ্যমে??????
    🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🕌 নিয়তির লিখন 🕌🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 স্বভাবভীরু এক ভদ্রলোকের একটি মাত্র ছেলে। ছেলেটি দুরন্ত, সাহসী এবং শিকারে অত্যন্ত আগ্রহী। ভদ্রলোক একদিন স্বপ্ন দেখলেন, একটি সিংহ তার ছেলেটিকে মেরে ফেলেছে। স্বপ্ন দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন তিনি, ভাবলেন ছেলের শিকারে যেমন ঝোঁক সিংহের হাতে মরনই বুঝি তার ভাগ্যে লেখা আছে। ছেলের ভবিষ্যৎকে যেন তিনি স্বপ্নে দেখতে পেলেন। নিয়তির লিখন এড়ানোর জন্য সভয়ে তিনি ছেলের জন্য একটি উঁচু দেওয়াল-ঘেরা ঘর তৈরি করে চারদিকে প্রহরী নিযুক্ত করলেন এবং ছেলেকে সেই ঘরে বন্ধ করে রাখলেন। তিনি তার মনোরঞ্জনের জন্য ও ব্যবস্থা করলেন,প্রচুর খরচ করে তিনি তার প্রিয় ছেলের প্রিয় সব জন্তু-জানোয়ারের ছবি দেওয়ালে -দেওয়ালে সাজিয়ে দিলেন। সেখানে সিংহের ছবিও ছিল। কিন্তু শিকারপাগল ছেলের শুধু জন্তু-জানোয়ারের ছবি দেখে মন ভরবে কেন? সে ছবিগুলো দেখে দেখে যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন সিংহের ছবির সামনে দাঁড়িয়ে সে ভীষণ ক্ষেপে উঠল। চিৎকার করে সিংহের ছবিটিকে উদ্দেশ্য করে বলল: ধিক তোমাকে ; শুধু তোমার জন্য, আর আমার বাবার মিথ্যে স্বপ্নের কারণে আজ আমাকে মেয়েদের মতো বন্দিজীবন যাপন করতে হচ্ছে। কী করে যে তোমায় উচিত শিক্ষা দিই।' এই বলে সে রাগে অন্ধ হয়ে প্রচন্ড রাগে এক ঘুসি বসিয়ে দিল ছবির সিংহের চোখে। ঘুসি গিয়ে লাগল দেওয়ালে, আঘাতে দেওয়ালের গায়ের পাথরকুচি ভেঙে গিয়ে ঢুকল তার নখের নিচে। প্রচন্ড ব্যথা পেল সে, নখের ব্যথায় আঙুল ফুলে একাকার, সেইসঙ্গে গায়ে এল জ্বর। জখম আর জ্বর কিছুতেই কাটিয়ে উঠতে পারল না ছেলেটি। মৃত্যু হল তার। সিংহ, সে যদিও ছবির সিংহ মাত্র, তবু সে-ই হল তার মৃত্যুর কারণ। তার বাবার শত চেষ্টাও তার ভাগ্যের লেখা খন্ডন করতে পারল না। শিক্ষা ঃ ধৈর্য ও সাহসের সঙ্গে নিজেকে নিজের ভাগ্যের হাতে সমর্পণ করা উচিত । কারণ নিয়তির দেখা খন্ডানোর চেষ্টা বৃথা। বন্ধুরা গল্প কেমন লাগলো জানাবেন কিন্তুু, লাইক, কমেন্ট শেয়ারের মাধ্যমে??????
    Love
    Like
    9
    ·74 Views ·0 Reviews
  • Like
    Love
    8
    ·93 Views ·0 Reviews
More Stories