Jonosathi - টাকা উত্তোলন বাতিল হওয়ার নিয়মাবলী | Jono Sathi -...

Upgrade to Pro

বিজ্ঞাপন ব্যানার
এখানে আপনার বিজ্ঞাপন দিন

Jonosathi - টাকা উত্তোলন বাতিল হওয়ার নিয়মাবলী

Jonosathi: টাকা উত্তোলন নিষিদ্ধ হওয়ার বিস্তারিত নিয়মাবলী

Jonosathi.com একটি স্বচ্ছ, সৎ ও পুরস্কারনির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে আয় করার সুযোগ যেমন আছে, তেমনি কিছু নিয়ম না মানলে সেই ইনকাম স্থায়ীভাবে বাতিল হওয়ার ঝুঁকিও রয়েছে। নিচে বিস্তারিতভাবে জানানো হলো:

১. একাধিক বা ভুয়া একাউন্ট ব্যবহার

  • একজন ব্যবহারকারী একাধিক একাউন্ট খুললে সমস্ত ইনকাম বাতিল হবে।
  • ভুয়া নাম, মেইল, বা ফোন ব্যবহার করলে একাউন্ট স্থায়ীভাবে ব্লক হবে।

২. নিজের পোস্টে নিজেই লাইক, কমেন্ট, শেয়ার

  • নিজের পোস্টে নিজেই বারবার ইন্টার‍্যাকশন করলে ইনকাম বাতিল হবে।
  • এই কাজ বারবার করলে স্থায়ীভাবে উইথড্র বন্ধ হবে।

৩. ফেক রেফার / নিজের ডিভাইসে একাধিক একাউন্ট খোলা

  • নিজের মোবাইল/ইমুলেটরে রেফার ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট তৈরি করলেই ইনকাম বন্ধ হবে।

৪. স্ক্রিপ্ট বা অটো-বট ব্যবহার

  • যেকোনো অটোমেটেড পদ্ধতিতে পয়েন্ট বাড়ালে সমস্ত আয় মুছে যাবে।

৫. নিষিদ্ধ বা ক্ষতিকর কনটেন্ট পোস্ট

  • অশ্লীল, সহিংস, বিদ্বেষপূর্ণ কনটেন্ট পোস্ট করলেই ইনকাম বাতিল ও একাউন্ট ব্যান হবে।

৬. নাম বা পরিচয় পরিবর্তন (ভেরিফাইড অ্যাকাউন্টে)

  • ভেরিফাইড প্রোফাইলের তথ্য পরিবর্তন করলে ভেরিফিকেশন বাতিল এবং ইনকাম স্থগিত হবে।

৭. ভুল বিকাশ/নগদ/রকেট নম্বর

  • ভুল নম্বরে টাকা গেলে Jonosathi দায়ী নয়।
  • বারবার ভুল দিলে উইথড্র বন্ধ করা হবে।

৮. নিজেই নিজের ভিউ বাড়ানো (Self-view fraud)

  • নিজের কনটেন্টে বারবার নিজে ভিউ দিলে সিস্টেম সেটি ব্লক করে দেবে।

৯. ফেক লাইক/ফলো চেয়ে প্রতারণা করা

  • “আমাকে লাইক দিন, আমিও দিবো” টাইপ পোস্ট নিষিদ্ধ।
  • এ ধরনের আচরণে ইনকাম বাতিল হবে।

১০. বারবার রিপোর্ট পাওয়া কনটেন্ট

  • যে পোস্টগুলি বারবার রিপোর্ট হয়ে মুছে যায়, তার জন্য ইনকাম বন্ধ হতে পারে।

১১. ম্যানুয়ালি ইনকাম চাওয়া

  • এডমিন বা সাপোর্টকে ইনকাম চেক করতে চাপ দেয়া নিষিদ্ধ।

১২. KYC বা পরিচয় যাচাই না করা

  • পরিচয় যাচাই (নাম, ফোন, NID) ছাড়া কোনো টাকা তোলা যাবে না।
বিশেষ নোট: Jonosathi-তে সততার সাথে কনটেন্ট তৈরি ও ইন্টার‍্যাকশন করলেই আপনি উপার্জন করতে পারবেন। যেকোনো ধরনের প্রতারণা, অসৎ আচরণ বা নিয়ম ভঙ্গ করলে পয়েন্ট এবং উইথড্র উভয়ই স্থায়ীভাবে বন্ধ করা হবে।