**“তুমি বলেছিলে—ভালোবাসা মিথ্যে,
তোমার চোখে আমি নাকি অভিনয় করি।
কিন্তু তুমি জানো না,
প্রতিদিন কাঁপা হাতে তোমার নাম লিখেছি আমি,
ভালোবাসার কবিতায় তুমি ছিলে ছায়ার মতো।
তুমি দূরে গেলে আমি থেমে যাইনি,
চোখের জলে বুক ভিজিয়ে বলেছি—ভালোবাসা মানে পাওয়া নয়।
তবুও… একটুখানি বিশ্বাস যদি রাখতে,
তাহলে বুঝতে—আমার মিথ্যেটাও তোমার জন্য কাঁদে।”**
---
**“তুমি বলেছিলে—ভালোবাসা মিথ্যে,
তোমার চোখে আমি নাকি অভিনয় করি।
কিন্তু তুমি জানো না,
প্রতিদিন কাঁপা হাতে তোমার নাম লিখেছি আমি,
ভালোবাসার কবিতায় তুমি ছিলে ছায়ার মতো।
তুমি দূরে গেলে আমি থেমে যাইনি,
চোখের জলে বুক ভিজিয়ে বলেছি—ভালোবাসা মানে পাওয়া নয়।
তবুও… একটুখানি বিশ্বাস যদি রাখতে,
তাহলে বুঝতে—আমার মিথ্যেটাও তোমার জন্য কাঁদে।”**
---
·29 Просмотры
·0 предпросмотр