বাস্তবতা মানে সব সময় সহজ নয়।
জীবনে অনেক সময় এমন কিছু ঘটে, যেটা আমরা চাই না।
কিন্তু সেখান থেকেই আমরা শিখি — কিভাবে শক্ত হতে হয়,
কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় সব ঝড়ের মধ্যেও।
সবাই পাশে থাকবে না, সব স্বপ্ন পূরণও হবে না।
তবে হাল ছেড়ে দিলে কিছুই সম্ভব না।
তাই চুপচাপ থেকো না — চেষ্টা চালিয়ে যাও।
কারণ, বাস্তবতা যতই কঠিন হোক না কেন,
তুমি পারলে সেই বাস্তবতাকেও বদলানো যায়।