Md Jabedul Islam Sujon - আল্লাহ তাআলা যার ভালো চান, তাকে নিজের...

Upgrade to Pro

বিজ্ঞাপন ব্যানার
এখানে আপনার বিজ্ঞাপন দিন
আল্লাহ তাআলা যার ভালো চান, তাকে নিজের খুঁতগুলো দেখার বাসিরাহ দান করেন।
.
বাসিরাহ হচ্ছে অন্তর্দৃষ্টি। যার বাসিরাহ রয়েছে, সে কখনো নিজের দোষত্রুটির ব্যাপারে বেখেয়ালি বনে না। জানামাত্রই নিজেকে শুধরে নেয়।
.
কিন্তু প্রশ্ন হলো, যে নিজের খুঁত দেখে না, সে কীভাবে নিজেকে শুধরাবে?
.
নিজের খুঁত জানার সহজ পদ্ধতি আছে। মাত্র চারটি উপায়ে জেনে নিতে পারবেন, আপনার মধ্যে কী কী সমস্যা বিদ্যমান:
.
প্রথমত, আপনাকে এমন একজন শায়খ খুঁজে বের করতে হবে, যার বাসিরাহ আছে, মনের খুঁত সম্পর্কে যিনি ওয়াকিবহাল। আপনি তার সামনে বসবেন। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে আপনার মনের অসুখগুলো বের করবেন এবং শেখাবেন, কীভাবে আপনি এগুলো থেকে উপশম পেতে পারেন। হাল জামানায় এমন শায়খ যদিও দুষ্প্রাপ্য।
.
দ্বিতীয়ত, আপনাকে একজন নিখাদ মনের ধার্মিক বন্ধুর খোঁজ করতে হবে। তাকে আপনি বন্ধুত্বের বাঁধনে বেঁধে নেবেন। কারণ, সে আপনার আচরণগত, আমলগত ত্রুটিগুলো ধরে ধরে দেখিয়ে দেবে।
.
তৃতীয়ত, আপনি শত্রুর কথার দিকে মনোযোগ দিতে পারেন। নিজের দোষগুলো শত্রুর কথায় খুব ভালোভাবে ফুটে ওঠে। এই সুযোগ কাজে লাগান। হতে পারে একজন ব্যক্তি তার শত্রুর কাছ থেকে নিজের দোষত্রুটি এত বেশি জানতে পারবে, যা তার ঘনিষ্ঠ বন্ধুও বলবে না। বরং সে তার খুঁত ঢাকতে অহেতুক বাহ-বাহ দেবে, তারীফ গাইবে।
.
পরিশেষে নিজের দোষ জানার চতুর্থ পদ্ধতি হচ্ছে, সমাজের আট-দশ জনের সঙ্গে ওঠাবসা করা। তাদের মাঝে যত খুঁত দেখবেন, চেষ্টা করবেন সেগুলো থেকে নিজেও বেঁচে থাকতে।
.
ব‌ই : মনের ওপর লাগাম ২
আল্লাহ তাআলা যার ভালো চান, তাকে নিজের খুঁতগুলো দেখার বাসিরাহ দান করেন। . বাসিরাহ হচ্ছে অন্তর্দৃষ্টি। যার বাসিরাহ রয়েছে, সে কখনো নিজের দোষত্রুটির ব্যাপারে বেখেয়ালি বনে না। জানামাত্রই নিজেকে শুধরে নেয়। . কিন্তু প্রশ্ন হলো, যে নিজের খুঁত দেখে না, সে কীভাবে নিজেকে শুধরাবে? . নিজের খুঁত জানার সহজ পদ্ধতি আছে। মাত্র চারটি উপায়ে জেনে নিতে পারবেন, আপনার মধ্যে কী কী সমস্যা বিদ্যমান: . প্রথমত, আপনাকে এমন একজন শায়খ খুঁজে বের করতে হবে, যার বাসিরাহ আছে, মনের খুঁত সম্পর্কে যিনি ওয়াকিবহাল। আপনি তার সামনে বসবেন। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে আপনার মনের অসুখগুলো বের করবেন এবং শেখাবেন, কীভাবে আপনি এগুলো থেকে উপশম পেতে পারেন। হাল জামানায় এমন শায়খ যদিও দুষ্প্রাপ্য। . দ্বিতীয়ত, আপনাকে একজন নিখাদ মনের ধার্মিক বন্ধুর খোঁজ করতে হবে। তাকে আপনি বন্ধুত্বের বাঁধনে বেঁধে নেবেন। কারণ, সে আপনার আচরণগত, আমলগত ত্রুটিগুলো ধরে ধরে দেখিয়ে দেবে। . তৃতীয়ত, আপনি শত্রুর কথার দিকে মনোযোগ দিতে পারেন। নিজের দোষগুলো শত্রুর কথায় খুব ভালোভাবে ফুটে ওঠে। এই সুযোগ কাজে লাগান। হতে পারে একজন ব্যক্তি তার শত্রুর কাছ থেকে নিজের দোষত্রুটি এত বেশি জানতে পারবে, যা তার ঘনিষ্ঠ বন্ধুও বলবে না। বরং সে তার খুঁত ঢাকতে অহেতুক বাহ-বাহ দেবে, তারীফ গাইবে। . পরিশেষে নিজের দোষ জানার চতুর্থ পদ্ধতি হচ্ছে, সমাজের আট-দশ জনের সঙ্গে ওঠাবসা করা। তাদের মাঝে যত খুঁত দেখবেন, চেষ্টা করবেন সেগুলো থেকে নিজেও বেঁচে থাকতে। . ব‌ই : মনের ওপর লাগাম ২
Love
Like
7
·93 Views ·0 Reviews