Atualize para o Pro

যারা বলছেন ইসতিয়াক ভাই ট্রেন এর ভিডিও করতে গেছে এটা পুরাটাই ভুল উনি কৃষ্ণচূড়া ফুলের ছবি বা ভিডিও করতে সেখানে গেছে আর ২ দিক থেকে ট্রেন আসার কারণে তিনি বিষয় টা বুজতেই পারে নাই কোন দিক থেকে হর্ন বাজতাছে।

ইসতিয়াক আহমেদ ভাই যেখানে ছিলো ওখানে আরো কয়েকটা ছেলে ছবি তুলছিলো নিজেদের। সামনে থেকে যে ট্রেনটা আসে সেই ট্রেন দেখে কালো পাঞ্জাবি পড়া ছেলে ২টা তারাহুরা করে সরে যায় একদম রেল লাইনের বাইরে।

সামনের ট্রেন আসার সাথে সাথে পিছনে থেকে আরাকটা ট্রেন চলে আসে ইসতিয়াক ভাই যে লাইনে দাঁড়িয়ে ছিলো সেই লাইন দিয়ে।ভাই যেহেতু সামনে দিকে মুখ ঘুরিয়ে ছিলো তাই সামনের ট্রেনটাকে লক্ষ করেছে এবং সেই ট্রেনের আওয়াজের জন্য পিছনের ট্রেনের আওয়াজ বুঝতে পারেনি।ভাইকে আসেপাশ থেকে অনেকজন চিল্লিয়ে সরতে বলেছে কিন্তু ভাই শুনতে পাইনি। #vairal #vairalpost
যারা বলছেন ইসতিয়াক ভাই ট্রেন এর ভিডিও করতে গেছে এটা পুরাটাই ভুল উনি কৃষ্ণচূড়া ফুলের ছবি বা ভিডিও করতে সেখানে গেছে আর ২ দিক থেকে ট্রেন আসার কারণে তিনি বিষয় টা বুজতেই পারে নাই কোন দিক থেকে হর্ন বাজতাছে। ইসতিয়াক আহমেদ ভাই যেখানে ছিলো ওখানে আরো কয়েকটা ছেলে ছবি তুলছিলো নিজেদের। সামনে থেকে যে ট্রেনটা আসে সেই ট্রেন দেখে কালো পাঞ্জাবি পড়া ছেলে ২টা তারাহুরা করে সরে যায় একদম রেল লাইনের বাইরে। সামনের ট্রেন আসার সাথে সাথে পিছনে থেকে আরাকটা ট্রেন চলে আসে ইসতিয়াক ভাই যে লাইনে দাঁড়িয়ে ছিলো সেই লাইন দিয়ে।ভাই যেহেতু সামনে দিকে মুখ ঘুরিয়ে ছিলো তাই সামনের ট্রেনটাকে লক্ষ করেছে এবং সেই ট্রেনের আওয়াজের জন্য পিছনের ট্রেনের আওয়াজ বুঝতে পারেনি।ভাইকে আসেপাশ থেকে অনেকজন চিল্লিয়ে সরতে বলেছে কিন্তু ভাই শুনতে পাইনি। #vairal #vairalpost
Love
Like
Sad
Haha
28
4 Comentários ·186 Visualizações ·0 Anterior