Passa a Pro

'শেষ ফ্রেমে থেমে'

ক্যামেরা হাতে স্বপ্নে বিভোর,
রেলের ধারে দাঁড়িয়ে সখের চিত্রকর—
লাল কৃষ্ণচূড়ার ছায়ায় সে যেন
ধরছিল সময়ের শেষ সংবাদ।

ছবির মাঝে হারিয়ে ছিল মন,
শব্দ ম্রিয়মাণ, ট্রেন যন্ত্রণার ধ্বনি
ক্লিকের পরে ক্লিক, অত:পর নিস্তব্ধতা—
চারপাশে কেবল স্মৃতির কুয়াশা।

কে জানত এটাই তার শেষ ফ্রেম,
থেমে যাবে জীবন ক্ষণিকে
পড়ে রইল সখের ক্যামেরা, একটি তাজা দেহ
আর কিছু না বলা গল্প—আধভাঙা রূপকথা।

কালের স্মৃতি ধরতে শূণ্য খাতায়
হারিয়ে গেল সে সময়ের পাতায়।
মনে পড়ে তার রঙিন ফ্রেমের স্মৃতি
তবু হৃদয়ে বাজে তার নিঃশব্দ আত্মহুতি।
'শেষ ফ্রেমে থেমে' ক্যামেরা হাতে স্বপ্নে বিভোর, রেলের ধারে দাঁড়িয়ে সখের চিত্রকর— লাল কৃষ্ণচূড়ার ছায়ায় সে যেন ধরছিল সময়ের শেষ সংবাদ। ছবির মাঝে হারিয়ে ছিল মন, শব্দ ম্রিয়মাণ, ট্রেন যন্ত্রণার ধ্বনি ক্লিকের পরে ক্লিক, অত:পর নিস্তব্ধতা— চারপাশে কেবল স্মৃতির কুয়াশা। কে জানত এটাই তার শেষ ফ্রেম, থেমে যাবে জীবন ক্ষণিকে পড়ে রইল সখের ক্যামেরা, একটি তাজা দেহ আর কিছু না বলা গল্প—আধভাঙা রূপকথা। কালের স্মৃতি ধরতে শূণ্য খাতায় হারিয়ে গেল সে সময়ের পাতায়। মনে পড়ে তার রঙিন ফ্রেমের স্মৃতি তবু হৃদয়ে বাজে তার নিঃশব্দ আত্মহুতি।
Love
Like
Haha
Wow
Sad
Angry
18
1 Commenti ·152 Views ·0 Anteprima