গল্প: "এক টুকরো রুটি"
একবার এক গরীব লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখল, এক কুকুর খুব কষ্টে পানি খুঁজছে। লোকটি তার কাছে থাকা একমাত্র রুটি দিয়ে কুকুরটিকে খাওয়ালো। নিজে না খেয়ে, কুকুরের ক্ষুধা মেটাল।
এই কাজ দেখে আল্লাহ তা'আলা এত খুশি হলেন যে, লোকটির সব গুনাহ মাফ করে দিলেন।
রাসূল (সা.) বলেছেন: “এক নারীর গুনাহ মাফ হয়ে যায়, কারণ সে এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল।” (বুখারি)
শিক্ষা: ছোট একটি দয়ার কাজও আল্লাহর কাছে অনেক বড়। মানুষ হোক বা পশু, দয়া করলেই আল্লাহ তা'আলা পুরস্কৃত করেন।
গল্প: "এক টুকরো রুটি"
একবার এক গরীব লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখল, এক কুকুর খুব কষ্টে পানি খুঁজছে। লোকটি তার কাছে থাকা একমাত্র রুটি দিয়ে কুকুরটিকে খাওয়ালো। নিজে না খেয়ে, কুকুরের ক্ষুধা মেটাল।
এই কাজ দেখে আল্লাহ তা'আলা এত খুশি হলেন যে, লোকটির সব গুনাহ মাফ করে দিলেন।
রাসূল (সা.) বলেছেন: “এক নারীর গুনাহ মাফ হয়ে যায়, কারণ সে এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল।” (বুখারি)
শিক্ষা: ছোট একটি দয়ার কাজও আল্লাহর কাছে অনেক বড়। মানুষ হোক বা পশু, দয়া করলেই আল্লাহ তা'আলা পুরস্কৃত করেন।


·84 Просмотры
·0 предпросмотр