Upgrade to Pro

পানি তুমি জীবনধারা,
স্নিগ্ধ স্পর্শে জাগাও তারা।
নদীর বুকে বয়ে চলো,
সবুজ মাঠে স্বপ্ন ফলো।

বৃষ্টি হয়ে নামো তুমি,
চাষার মুখে হাসি জমি।
ঝর্ণা ঝরে গানে ভরা,
প্রকৃতিরই রূপ ধরা।

পিপাসার তৃষ্ণা ঘোচাও,
ধরণীর প্রাণ বাঁচাও।
তব নরম ছোঁয়ায় জাগে,
শান্তি আর আশার ফাগে।

তবে শুনো, হে মানব জাতি,
সংরক্ষণে আছে প্রভাতি।
নষ্ট কোরো না এই ধন,
পানিতেই প্রাণের মন।
পানি তুমি জীবনধারা, স্নিগ্ধ স্পর্শে জাগাও তারা। নদীর বুকে বয়ে চলো, সবুজ মাঠে স্বপ্ন ফলো। বৃষ্টি হয়ে নামো তুমি, চাষার মুখে হাসি জমি। ঝর্ণা ঝরে গানে ভরা, প্রকৃতিরই রূপ ধরা। পিপাসার তৃষ্ণা ঘোচাও, ধরণীর প্রাণ বাঁচাও। তব নরম ছোঁয়ায় জাগে, শান্তি আর আশার ফাগে। তবে শুনো, হে মানব জাতি, সংরক্ষণে আছে প্রভাতি। নষ্ট কোরো না এই ধন, পানিতেই প্রাণের মন। 🤗
Love
Like
12
3 Yorumlar ·123 Views ·0 önizleme