রাত্রির আঁধার ভেঙে সূর্যের প্রথম আলো যখন গ্রামের ছোট্ট ঘরটিকে আলতো করে ছুঁয়ে গেল, তখন মালতী চোখ মেলল। পাখির কূজন, দূরের মাঠে বাতাসে দোল খাওয়া ধানের শীষ, আর রান্নাঘর থেকে ভেসে আসা মায়ের চায়ের গন্ধ—সব মিলিয়ে এক অপার্থিব সকাল।
রাত্রির আঁধার ভেঙে সূর্যের প্রথম আলো যখন গ্রামের ছোট্ট ঘরটিকে আলতো করে ছুঁয়ে গেল, তখন মালতী চোখ মেলল। পাখির কূজন, দূরের মাঠে বাতাসে দোল খাওয়া ধানের শীষ, আর রান্নাঘর থেকে ভেসে আসা মায়ের চায়ের গন্ধ—সব মিলিয়ে এক অপার্থিব সকাল।
🇧🇩



2 Comentários
·121 Visualizações
·0 Anterior