Md.Al-amin Khan - 🌟 গল্প: আলোপথের আরিফ গ্রামের এক কোণে মাটির ছোট...

Обновить до Про

গল্প: আলোপথের আরিফ
গ্রামের এক কোণে মাটির ছোট ঘরে থাকত আরিফ। তার বাবা একজন চাষি, আর মা গৃহিণী। সংসার চলে কোনোমতে। কিন্তু আরিফের ছিল এক অদম্য স্বপ্ন—একদিন সে হবে একজন বিজ্ঞানী।

প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে সে বাবাকে ক্ষেতে সাহায্য করত। আবার স্কুল থেকে ফিরে রাত পর্যন্ত মোমবাতির আলোয় পড়াশোনা করত। বন্ধুদের যখন খেলাধুলায় ব্যস্ত দেখত, তার মন চাইলেও সে সময় নষ্ট করত না। সবাই তাকে বলত, "তোর মতো গরিব ছেলে বিজ্ঞানী হবে? স্বপ্ন দেখিস না।"

কিন্তু আরিফ কখনো থেমে থাকেনি। মাধ্যমিক পরীক্ষায় সে পুরো জেলার মধ্যে প্রথম হয়। তার নাম পত্রিকায় ছাপা হয়। তবুও বাধা ছিল—কলেজে ভর্তি হওয়ার খরচ। তখন গ্রামের মানুষ মিলে তার জন্য চাঁদা তোলে।

সময় গড়ায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে দেশের সেরা বিজ্ঞানীদের একজন হয়। একদিন তার তৈরি করা একটি মেডিকেল যন্ত্র হাজারো গরিব মানুষের প্রাণ বাঁচায়।

এক সাক্ষাৎকারে যখন আরিফকে জিজ্ঞেস করা হয়, “তোমার এই সাফল্যের রহস্য কী?”
সে হেসে বলেছিল, “আমি শুধু নিজের ওপর বিশ্বাস রেখেছি। আলোর পথ সবসময় থাকে—আমরা শুধু খুঁজে পাই না, বা খুঁজতে ভয় পাই।”

গল্প থেকে শিক্ষা:
পরিস্থিতি যত কঠিনই হোক, যদি ইচ্ছাশক্তি অটল থাকে, পরিশ্রম ও বিশ্বাস থাকলে মানুষ সব কিছু অর্জন করতে পারে।
🌟 গল্প: আলোপথের আরিফ গ্রামের এক কোণে মাটির ছোট ঘরে থাকত আরিফ। তার বাবা একজন চাষি, আর মা গৃহিণী। সংসার চলে কোনোমতে। কিন্তু আরিফের ছিল এক অদম্য স্বপ্ন—একদিন সে হবে একজন বিজ্ঞানী। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে সে বাবাকে ক্ষেতে সাহায্য করত। আবার স্কুল থেকে ফিরে রাত পর্যন্ত মোমবাতির আলোয় পড়াশোনা করত। বন্ধুদের যখন খেলাধুলায় ব্যস্ত দেখত, তার মন চাইলেও সে সময় নষ্ট করত না। সবাই তাকে বলত, "তোর মতো গরিব ছেলে বিজ্ঞানী হবে? স্বপ্ন দেখিস না।" কিন্তু আরিফ কখনো থেমে থাকেনি। মাধ্যমিক পরীক্ষায় সে পুরো জেলার মধ্যে প্রথম হয়। তার নাম পত্রিকায় ছাপা হয়। তবুও বাধা ছিল—কলেজে ভর্তি হওয়ার খরচ। তখন গ্রামের মানুষ মিলে তার জন্য চাঁদা তোলে। সময় গড়ায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে দেশের সেরা বিজ্ঞানীদের একজন হয়। একদিন তার তৈরি করা একটি মেডিকেল যন্ত্র হাজারো গরিব মানুষের প্রাণ বাঁচায়। এক সাক্ষাৎকারে যখন আরিফকে জিজ্ঞেস করা হয়, “তোমার এই সাফল্যের রহস্য কী?” সে হেসে বলেছিল, “আমি শুধু নিজের ওপর বিশ্বাস রেখেছি। আলোর পথ সবসময় থাকে—আমরা শুধু খুঁজে পাই না, বা খুঁজতে ভয় পাই।” 🌱 গল্প থেকে শিক্ষা: পরিস্থিতি যত কঠিনই হোক, যদি ইচ্ছাশক্তি অটল থাকে, পরিশ্রম ও বিশ্বাস থাকলে মানুষ সব কিছু অর্জন করতে পারে।
Love
Like
13
1 Комментарии ·82 Просмотры ·0 предпросмотр