Security Check
মোবাইল সিমসহ ট্রিপল-প্লে, কোয়াড-প্লে নিয়ে আসছে বিটিসিএল

বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল, মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট এক্সেস নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন আলোড়ন আনার চেষ্টা করবে।

আমরা চাই মানুষের যোগাযোগে এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্টসহ, ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক।

বিটিসিএল এমভিএনও, মোবাইল সিম এবং বিটিসিএল আলাপ আইফোন অ্যাপ বেজড ভয়েস কলিং এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল।

বিটিসিএল জীপন, বিটিসিএল আইএসপি সংযোগের মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা।

এ ছাড়া অপশনাল ওটিটি, বঙ্গ/চর্কি/হইচই এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে এখানে নেটফ্লিক্স কিংবা অ্যানাজন প্রাইম যুক্ত করা যেতে পারে। এর মাধ্যমে ওটিটিগুলোর পাইরেসি সমস্যা সমাধান করা হবে।

মাত্র ৫০০ টাকা কিস্তিতে মাত্র এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট দেওয়া হবে। শুরুতে থাকবে সামান্য কিছু ডেপোজিট। এর মাধ্যমে সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম।

সুত্রঃ বাংলানিউজ ২৪
মোবাইল সিমসহ ট্রিপল-প্লে, কোয়াড-প্লে নিয়ে আসছে বিটিসিএল বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল, মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট এক্সেস নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন আলোড়ন আনার চেষ্টা করবে। আমরা চাই মানুষের যোগাযোগে এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্টসহ, ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক। বিটিসিএল এমভিএনও, মোবাইল সিম এবং বিটিসিএল আলাপ আইফোন অ্যাপ বেজড ভয়েস কলিং এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল। বিটিসিএল জীপন, বিটিসিএল আইএসপি সংযোগের মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা। এ ছাড়া অপশনাল ওটিটি, বঙ্গ/চর্কি/হইচই এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে এখানে নেটফ্লিক্স কিংবা অ্যানাজন প্রাইম যুক্ত করা যেতে পারে। এর মাধ্যমে ওটিটিগুলোর পাইরেসি সমস্যা সমাধান করা হবে। মাত্র ৫০০ টাকা কিস্তিতে মাত্র এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট দেওয়া হবে। শুরুতে থাকবে সামান্য কিছু ডেপোজিট। এর মাধ্যমে সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম। সুত্রঃ বাংলানিউজ ২৪
Love
Like
3
· 0 Comments ·0 Shares ·615 Views ·0 Reviews
Upgrade to Pro
Choose the Plan That's Right for You
Jono Sathi - Learn, Share, Earn Halal https://jonosathi.com
jonosathi
0%