MMX.BAPPY MMX.BAPPY - নিশি রাতে চাঁদের আলো, শুধু তুমিই মনের ভালো।...

Atualizar para Plus

নিশি রাতে চাঁদের আলো,
শুধু তুমিই মনের ভালো।
হাওয়ায় ভেসে আসে গান,
ভালোবাসা অমলান।

তোমার চোখে স্বপ্ন জলে,
হৃদয় রাখি নির্ভয়ে তলে।
একটু হাসি, একটু ব্যথা—
তবুও তুমি প্রাণের কথা।
নিশি রাতে চাঁদের আলো, শুধু তুমিই মনের ভালো। হাওয়ায় ভেসে আসে গান, ভালোবাসা অমলান। তোমার চোখে স্বপ্ন জলে, হৃদয় রাখি নির্ভয়ে তলে। একটু হাসি, একটু ব্যথা— তবুও তুমি প্রাণের কথা।
Love
Like
12
·77 Visualizações ·0 Anterior