Обновить до Про

টেটা যুদ্ধের দুই যোদ্ধা — চিকিৎসার সাহসী গল্প! হবিগঞ্জে সকাল ১১টায় টেটা যুদ্ধের ঘটনায় উভয় পক্ষের একজন করে টেটা বিদ্ধ হন। একজনের গালের বাম পাশ দিয়ে ঢুকে মাথার পেছনে গিয়ে থামে, আরেকজনের গলার মাঝ দিয়ে আড়াআড়ি ভাবে টেটা ঢুকে যায়। সৌভাগ্যক্রমে দুজনেরই Vital Organক্ষতিগ্রস্ত হয়নি। তাদের শেষ ভরসা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সন্ধ্যা ৭টায় তারা পৌঁছান আমাদের কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ENT ডিপার্টমেন্টের ইমারজেন্সি অপারেশন থিয়েটারে আমরা সফলতার সঙ্গে, বিনা ক্ষতিতে, উভয় রোগীর শরীর থেকে টেটা অপসারণ করতে সক্ষম হই। এই কঠিন এবং চ্যালেঞ্জিং অপারেশন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত। অসংখ্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা আমাদের সম্মানিত Head of Department ডাঃ আসাদুর রহমান স্যার এর প্রতি, যার সুযোগ্য নেতৃত্বে আমরা প্রতিনিয়ত এমন জটিল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে কাজ করে চলেছি।
টেটা যুদ্ধের দুই যোদ্ধা — চিকিৎসার সাহসী গল্প! হবিগঞ্জে সকাল ১১টায় টেটা যুদ্ধের ঘটনায় উভয় পক্ষের একজন করে টেটা বিদ্ধ হন। একজনের গালের বাম পাশ দিয়ে ঢুকে মাথার পেছনে গিয়ে থামে, আরেকজনের গলার মাঝ দিয়ে আড়াআড়ি ভাবে টেটা ঢুকে যায়। সৌভাগ্যক্রমে দুজনেরই Vital Organক্ষতিগ্রস্ত হয়নি। তাদের শেষ ভরসা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সন্ধ্যা ৭টায় তারা পৌঁছান আমাদের কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ENT ডিপার্টমেন্টের ইমারজেন্সি অপারেশন থিয়েটারে আমরা সফলতার সঙ্গে, বিনা ক্ষতিতে, উভয় রোগীর শরীর থেকে টেটা অপসারণ করতে সক্ষম হই। এই কঠিন এবং চ্যালেঞ্জিং অপারেশন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত। অসংখ্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা আমাদের সম্মানিত Head of Department ডাঃ আসাদুর রহমান স্যার এর প্রতি, যার সুযোগ্য নেতৃত্বে আমরা প্রতিনিয়ত এমন জটিল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে কাজ করে চলেছি।
Love
Sad
Like
23
4 Комментарии ·178 Просмотры ·0 предпросмотр