Security Check
মহাকাশ থেকেও দেখা যায় পৃথিবীর যে ১০ বিখ্যাত স্থান

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়—এমন ১০ বিখ্যাত স্থানের তালিকা প্রকাশ করেছে।

তালিকার শীর্ষে রয়েছে আমাজন নদী। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এই নদী পেরু থেকে শুরু হয়ে ব্রাজিল পেরিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। ৪ হাজার মাইলেরও বেশি দীর্ঘ বিশাল এই নদী মহাকাশ থেকেও সহজে ধরা পড়ে।

দ্বিতীয় স্থানে রয়েছে জর্ডানের ওয়াদি রাম উপত্যকা। বালু, গিরিখাত ও বেলেপাথরের পাহাড়ে ঘেরা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এই উপত্যকাকে বলা হয় ‘চাঁদের উপত্যকা’। মহাকাশ থেকেও এর সৌন্দর্য দেখা যায়।

তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজ। সান ফ্রান্সিসকোর ৯ হাজার ফুট দীর্ঘ এই বিখ্যাত সেতুটি শীতকালে কুয়াশা না থাকলে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়।

গ্র্যান্ড ক্যানিয়ন, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত ২৭৭ মাইল দীর্ঘ ও ১৮ মাইল প্রশস্ত প্রাকৃতিক এই বিস্ময় মহাকাশ থেকে যেন একটি দীর্ঘ নদীর মতো দেখা যায়।

অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচীর ব্যবস্থা, প্রায় ১ হাজার ৪৩০ মাইলজুড়ে বিস্তৃত। নীলাভ এই বিস্তৃতিও মহাকাশ থেকে সহজেই ধরা পড়ে।

কেনেকট কপার মাইন, যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটির কাছে অবস্থিত আড়াই মাইল প্রশস্ত ও আধা মাইল গভীর এই তামার খনিটি আকারের কারণে মহাকাশ থেকেও চেনা যায়।

বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণি হিমালয় পাকিস্তান থেকে ভুটান পর্যন্ত বিস্তৃত। গড়ে ২০ হাজার ফুট উচ্চতার এই বরফঢাকা পর্বতমালা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়।

দুবাইয়ের পাম জুমেইরা, পারস্য উপসাগরের বুকে খেজুরগাছের আকারে নির্মিত বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ মহাকাশ থেকেও স্পষ্টভাবে ধরা দেয়।

মিসরের গিজার পিরামিড, প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা এই স্থাপনা মহাকাশ থেকেও প্রথম দেখা যায়।

শেষে রয়েছে মিসরের সুয়েজ খাল। ১২০ মাইল দীর্ঘ এই কৃত্রিম জলপথ ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগের পথ খুলে দিয়েছে। মহাকাশ থেকেও খাল এবং আশপাশের মরুভূমি সহজেই শনাক্ত করা যায়।

সুত্রঃ দৈনিক জনকণ্ঠ।
মহাকাশ থেকেও দেখা যায় পৃথিবীর যে ১০ বিখ্যাত স্থান সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়—এমন ১০ বিখ্যাত স্থানের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে আমাজন নদী। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এই নদী পেরু থেকে শুরু হয়ে ব্রাজিল পেরিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। ৪ হাজার মাইলেরও বেশি দীর্ঘ বিশাল এই নদী মহাকাশ থেকেও সহজে ধরা পড়ে। দ্বিতীয় স্থানে রয়েছে জর্ডানের ওয়াদি রাম উপত্যকা। বালু, গিরিখাত ও বেলেপাথরের পাহাড়ে ঘেরা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এই উপত্যকাকে বলা হয় ‘চাঁদের উপত্যকা’। মহাকাশ থেকেও এর সৌন্দর্য দেখা যায়। তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজ। সান ফ্রান্সিসকোর ৯ হাজার ফুট দীর্ঘ এই বিখ্যাত সেতুটি শীতকালে কুয়াশা না থাকলে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। গ্র্যান্ড ক্যানিয়ন, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত ২৭৭ মাইল দীর্ঘ ও ১৮ মাইল প্রশস্ত প্রাকৃতিক এই বিস্ময় মহাকাশ থেকে যেন একটি দীর্ঘ নদীর মতো দেখা যায়। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচীর ব্যবস্থা, প্রায় ১ হাজার ৪৩০ মাইলজুড়ে বিস্তৃত। নীলাভ এই বিস্তৃতিও মহাকাশ থেকে সহজেই ধরা পড়ে। কেনেকট কপার মাইন, যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটির কাছে অবস্থিত আড়াই মাইল প্রশস্ত ও আধা মাইল গভীর এই তামার খনিটি আকারের কারণে মহাকাশ থেকেও চেনা যায়। বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণি হিমালয় পাকিস্তান থেকে ভুটান পর্যন্ত বিস্তৃত। গড়ে ২০ হাজার ফুট উচ্চতার এই বরফঢাকা পর্বতমালা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। দুবাইয়ের পাম জুমেইরা, পারস্য উপসাগরের বুকে খেজুরগাছের আকারে নির্মিত বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ মহাকাশ থেকেও স্পষ্টভাবে ধরা দেয়। মিসরের গিজার পিরামিড, প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা এই স্থাপনা মহাকাশ থেকেও প্রথম দেখা যায়। শেষে রয়েছে মিসরের সুয়েজ খাল। ১২০ মাইল দীর্ঘ এই কৃত্রিম জলপথ ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগের পথ খুলে দিয়েছে। মহাকাশ থেকেও খাল এবং আশপাশের মরুভূমি সহজেই শনাক্ত করা যায়। সুত্রঃ দৈনিক জনকণ্ঠ।
Love
Like
3
· 0 Comments ·0 Shares ·691 Views ·0 Reviews
Upgrade to Pro
Choose the Plan That's Right for You
Jono Sathi - Learn, Share, Earn Halal https://jonosathi.com
jonosathi
0%