Upgrade to Pro


রাফি একদিন বিকেলে ঘুমিয়ে পড়ল ক্লান্ত হয়ে। ঘুম ভাঙতেই সে বুঝতে পারল কিছু একটা অদ্ভুত লাগছে।
সে বাইরে গেল... আর চোখ কপালে!

মানুষগুলো হাঁটছে উল্টা পায়ে! কুকুররা ঘোড়া হয়ে গেছে, আর বেড়ালরা উড়ছে পাখির মতো!
আর সবচেয়ে মজার ব্যাপার হলো—বাচ্চারা স্কুলে গিয়ে শিক্ষক পড়াচ্ছে, আর শিক্ষকেরা বসে বসে হোমওয়ার্ক করছে!

রাফি দোকানে গেল এক গ্লাস পানি কিনতে—দোকানদার বলল, “পানি ফ্রি, টাকা দিলেই সমস্যা!”
রাফি অবাক! স্কুলে গেল, সবাই তাকে "স্যার" বলে ডাকছে। স্যার এসে বলল, “আপনি আমার গণিত খাতা দেখেছেন?”
ও বুঝতে পারল, সে একটা উল্টো পৃথিবীতে এসে পড়েছে!

সে খুশি, মজা লাগছে... কিন্তু একটু পর এক ছেলে বলল,
— “আজকে তুই পরীক্ষার খাতা দেখবি, আমি লিখছি!”
রাফি দুশ্চিন্তায় পড়ে গেল। হাসি মুখে সে ভাবল, উল্টো হলেও লেখাপড়া থেকে বাঁচা যায় না ভাই!

পরদিন সকালে ঘুম ভাঙতেই সে আবার তার স্বাভাবিক দুনিয়ায় ফিরে এল।
এবার স্কুলে গিয়ে স্যার বললেন, “তোর হোমওয়ার্ক কই?”

রাফি উত্তর দিল,
— “স্যার, ওইটা তো উল্টো দুনিয়ায় রয়ে গেছে!”


---

শিক্ষা: জীবন যেমনই হোক, পড়াশোনা থেকে কেউ বাঁচে না! আর স্বপ্নে ঘুরতে ভালো লাগলেও, বাস্তবেই তৈরি হও সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের জন্য।

(আর রাফির মত যদি হোমওয়ার্ক না করো, তাহলে বলো "স্যার, উল্টা দুনিয়ায় রেখে আসছি!"—কিন্তু আমি দায় নেব না!)
রাফি একদিন বিকেলে ঘুমিয়ে পড়ল ক্লান্ত হয়ে। ঘুম ভাঙতেই সে বুঝতে পারল কিছু একটা অদ্ভুত লাগছে। সে বাইরে গেল... আর চোখ কপালে! মানুষগুলো হাঁটছে উল্টা পায়ে! কুকুররা ঘোড়া হয়ে গেছে, আর বেড়ালরা উড়ছে পাখির মতো! আর সবচেয়ে মজার ব্যাপার হলো—বাচ্চারা স্কুলে গিয়ে শিক্ষক পড়াচ্ছে, আর শিক্ষকেরা বসে বসে হোমওয়ার্ক করছে! রাফি দোকানে গেল এক গ্লাস পানি কিনতে—দোকানদার বলল, “পানি ফ্রি, টাকা দিলেই সমস্যা!” রাফি অবাক! স্কুলে গেল, সবাই তাকে "স্যার" বলে ডাকছে। স্যার এসে বলল, “আপনি আমার গণিত খাতা দেখেছেন?” ও বুঝতে পারল, সে একটা উল্টো পৃথিবীতে এসে পড়েছে! সে খুশি, মজা লাগছে... কিন্তু একটু পর এক ছেলে বলল, — “আজকে তুই পরীক্ষার খাতা দেখবি, আমি লিখছি!” রাফি দুশ্চিন্তায় পড়ে গেল। হাসি মুখে সে ভাবল, উল্টো হলেও লেখাপড়া থেকে বাঁচা যায় না ভাই! পরদিন সকালে ঘুম ভাঙতেই সে আবার তার স্বাভাবিক দুনিয়ায় ফিরে এল। এবার স্কুলে গিয়ে স্যার বললেন, “তোর হোমওয়ার্ক কই?” রাফি উত্তর দিল, — “স্যার, ওইটা তো উল্টো দুনিয়ায় রয়ে গেছে!” --- শিক্ষা: জীবন যেমনই হোক, পড়াশোনা থেকে কেউ বাঁচে না! আর স্বপ্নে ঘুরতে ভালো লাগলেও, বাস্তবেই তৈরি হও সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের জন্য। (আর রাফির মত যদি হোমওয়ার্ক না করো, তাহলে বলো "স্যার, উল্টা দুনিয়ায় রেখে আসছি!"—কিন্তু আমি দায় নেব না!)
Like
Love
Haha
5
·59 Views ·0 Reviews
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com