মানুষকে আঘাত করা যতটা সহজ,
ততটাই দুর্লভ হয়—একজন বোঝার মানুষ।
যে হৃদয় ক্ষতবিক্ষত বহুবার,
কেন জানি না, সেইখানেই বারবার লাগে আঘাত।
যেখানে বসে মন খুঁজে পায় শান্তি,
ঠিক সেখান থেকেই তাকে ওঠাতে হয় জোর করে।
যে ঠিকানাকে মনে হয়—এইবার বুঝি চিরস্থায়ী,
সেই ঘরই ভেঙে পড়ে, বিনা নোটিশে।
জীবনের এইসব নিয়ম বোধহয় লিখে গেছে কালের কালো হরফে—
যে জীবনকে তুমি দেখেছিলে সহজ সরল চোখে,
সে জীবনই তোমার খাতায় সাজিয়ে দেয়
সবচেয়ে কঠিন অংকের প্রশ্নপত্র।
ততটাই দুর্লভ হয়—একজন বোঝার মানুষ।
যে হৃদয় ক্ষতবিক্ষত বহুবার,
কেন জানি না, সেইখানেই বারবার লাগে আঘাত।
যেখানে বসে মন খুঁজে পায় শান্তি,
ঠিক সেখান থেকেই তাকে ওঠাতে হয় জোর করে।
যে ঠিকানাকে মনে হয়—এইবার বুঝি চিরস্থায়ী,
সেই ঘরই ভেঙে পড়ে, বিনা নোটিশে।
জীবনের এইসব নিয়ম বোধহয় লিখে গেছে কালের কালো হরফে—
যে জীবনকে তুমি দেখেছিলে সহজ সরল চোখে,
সে জীবনই তোমার খাতায় সাজিয়ে দেয়
সবচেয়ে কঠিন অংকের প্রশ্নপত্র।
মানুষকে আঘাত করা যতটা সহজ,
ততটাই দুর্লভ হয়—একজন বোঝার মানুষ।
যে হৃদয় ক্ষতবিক্ষত বহুবার,
কেন জানি না, সেইখানেই বারবার লাগে আঘাত।
যেখানে বসে মন খুঁজে পায় শান্তি,
ঠিক সেখান থেকেই তাকে ওঠাতে হয় জোর করে।
যে ঠিকানাকে মনে হয়—এইবার বুঝি চিরস্থায়ী,
সেই ঘরই ভেঙে পড়ে, বিনা নোটিশে।
জীবনের এইসব নিয়ম বোধহয় লিখে গেছে কালের কালো হরফে—
যে জীবনকে তুমি দেখেছিলে সহজ সরল চোখে,
সে জীবনই তোমার খাতায় সাজিয়ে দেয়
সবচেয়ে কঠিন অংকের প্রশ্নপত্র।


3 Yorumlar
·71 Views
·0 önizleme