Kabir Hasan - ভালোবাসা মানে চোখে স্বপ্ন দেখা, একটি হৃদয়ে আরেকটি...

Обновить до Про

ভালোবাসা মানে চোখে স্বপ্ন দেখা,
একটি হৃদয়ে আরেকটি হৃদয় লেখা।
ভালোবাসা মানে পাশে থাকা চুপচাপ,
কষ্টের ভেতরেও দেখা মিষ্টি স্বপ্নের চাপ।
অভিমানেও যেন থাকে নরম ছোঁয়া,
ভালোবাসা মানেই দু’টি প্রাণে একটাই মোহনা।
সকালে রোদ, সন্ধ্যায় চাঁদ–
ভালোবাসা জুড়ে থাকে হাজারো সাধ।
সব ভুলে শুধু একে অন্যকে চাওয়া,
ভালোবাসা মানেই জীবনের শ্রেষ্ঠ পাওয়া।


ভালোবাসা মানে চোখে স্বপ্ন দেখা, একটি হৃদয়ে আরেকটি হৃদয় লেখা। ভালোবাসা মানে পাশে থাকা চুপচাপ, কষ্টের ভেতরেও দেখা মিষ্টি স্বপ্নের চাপ। অভিমানেও যেন থাকে নরম ছোঁয়া, ভালোবাসা মানেই দু’টি প্রাণে একটাই মোহনা। সকালে রোদ, সন্ধ্যায় চাঁদ– ভালোবাসা জুড়ে থাকে হাজারো সাধ। সব ভুলে শুধু একে অন্যকে চাওয়া, ভালোবাসা মানেই জীবনের শ্রেষ্ঠ পাওয়া।
Love
Like
3
1 Комментарии ·69 Просмотры ·0 предпросмотр