Upgrade to Pro

রাত প্রায় সাড়ে দশটা। কামরুল স্টেশনে দাঁড়িয়ে আছে, শেষ ট্রেন ধরবে বলে। অফিসের কাজ শেষ হতে দেরি হয়ে গেছে, তাই সবার ভিড় কমে গেছে প্ল্যাটফর্মে।

হঠাৎ একটা মৃদু কণ্ঠ শুনতে পেল—"ভাইয়া, আপনি কি শেষ ট্রেনটা ধরবেন?"
পেছনে ঘুরে দেখল, একটি ছোট মেয়ে—বয়স হবে ৯ কি ১০, হাতে একটি পুরনো ব্যাগ, চোখে কৌতূহল আর একটু ভয়।

কামরুল জিজ্ঞেস করল, "তুমি একা এখানে? কই যাবে?"
মেয়েটা ধীরে বলল, "মা বলে দিয়েছে, নানাবাড়ি যেতে হবে। শেষ ট্রেনেই যাব।"

কামরুল একটু চিন্তায় পড়ে গেল। এত রাতে এমন ছোট মেয়ে একা ট্রেনে যাবে? খুঁজে দেখল আশেপাশে কেউ নেই, রেল পুলিশও নেই। হঠাৎ ট্রেনের হুইসেল শোনা গেল—শেষ ট্রেনটা চলে এলো।

কামরুল সাহস করে মেয়েটাকে নিয়ে উঠল ট্রেনে, বলল, "চলো, আমি তোমাকে পৌঁছে দিই।"
কিন্তু ট্রেনে উঠে কামরুল চমকে গেল—ট্রেন পুরো ফাঁকা। একজন যাত্রীও নেই। আর মেয়েটি? হঠাৎ করেই যেন অদৃশ্য হয়ে গেছে!

বিস্ময়ে তাকিয়ে দেখে, কামরুলের হাতটা খালি। মেয়েটি নেই, ব্যাগ নেই, কেউ যেন ছিলই না। হঠাৎ কনডাক্টর এসে বলল, "ভাই সাহেব, আপনি ওই ছোট মেয়েটার কথা বলছেন? ও তো ২০ বছর আগে এখানেই মারা গিয়েছিল, ঠিক এই শেষ ট্রেন ধরতে গিয়ে। অনেকেই মাঝে মাঝে ওকে দেখতে পায়।"

কামরুল স্তব্ধ হয়ে গেল। সত্যিই কি সে একজন আত্মার দেখা পেল
রাত প্রায় সাড়ে দশটা। কামরুল স্টেশনে দাঁড়িয়ে আছে, শেষ ট্রেন ধরবে বলে। অফিসের কাজ শেষ হতে দেরি হয়ে গেছে, তাই সবার ভিড় কমে গেছে প্ল্যাটফর্মে। হঠাৎ একটা মৃদু কণ্ঠ শুনতে পেল—"ভাইয়া, আপনি কি শেষ ট্রেনটা ধরবেন?" পেছনে ঘুরে দেখল, একটি ছোট মেয়ে—বয়স হবে ৯ কি ১০, হাতে একটি পুরনো ব্যাগ, চোখে কৌতূহল আর একটু ভয়। কামরুল জিজ্ঞেস করল, "তুমি একা এখানে? কই যাবে?" মেয়েটা ধীরে বলল, "মা বলে দিয়েছে, নানাবাড়ি যেতে হবে। শেষ ট্রেনেই যাব।" কামরুল একটু চিন্তায় পড়ে গেল। এত রাতে এমন ছোট মেয়ে একা ট্রেনে যাবে? খুঁজে দেখল আশেপাশে কেউ নেই, রেল পুলিশও নেই। হঠাৎ ট্রেনের হুইসেল শোনা গেল—শেষ ট্রেনটা চলে এলো। কামরুল সাহস করে মেয়েটাকে নিয়ে উঠল ট্রেনে, বলল, "চলো, আমি তোমাকে পৌঁছে দিই।" কিন্তু ট্রেনে উঠে কামরুল চমকে গেল—ট্রেন পুরো ফাঁকা। একজন যাত্রীও নেই। আর মেয়েটি? হঠাৎ করেই যেন অদৃশ্য হয়ে গেছে! বিস্ময়ে তাকিয়ে দেখে, কামরুলের হাতটা খালি। মেয়েটি নেই, ব্যাগ নেই, কেউ যেন ছিলই না। হঠাৎ কনডাক্টর এসে বলল, "ভাই সাহেব, আপনি ওই ছোট মেয়েটার কথা বলছেন? ও তো ২০ বছর আগে এখানেই মারা গিয়েছিল, ঠিক এই শেষ ট্রেন ধরতে গিয়ে। অনেকেই মাঝে মাঝে ওকে দেখতে পায়।" কামরুল স্তব্ধ হয়ে গেল। সত্যিই কি সে একজন আত্মার দেখা পেল
Love
Like
Wow
Angry
12
·162 Views ·0 Reviews
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com