আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে ঘাটতি নেই
আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে ঘাটতি নেই জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বলছে, বর্তমানে বাড়তি আছে ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ। এতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান সরকারি সংস্থা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। দক্ষতা, সুনাম ও ধারাবাহিক মুনাফার ধারায় প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল কানেক্টিভিটি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে বিএসসিপিএলসি দুটি সাবমেরিন ক্যাবলস সফলভাবে পরিচালনা করছে। এই দুটি ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস, যার মধ্যে ৪ হাজার ২০০ জিবিপিএস ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং অতিরিক্ত ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা রয়েছে। চাহিদার ভিত্তিতে প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি করাও সম্ভব।
দেশের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিএসসিপিএলসি তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের শেষ নাগাদ এই ক্যাবল চালু হলে কক্সবাজার–সিঙ্গাপুর ও কক্সবাজার–মুম্বাই–ফ্রান্স সংযোগের মাধ্যমে প্রায় ৩০ হাজার জিবিপিএস (৩০ টেরাবাইট) ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে। সম্প্রতি কিছু গণমাধ্যমে বিএসসিপিএলসি’র মতামত ব্যতীত ব্যান্ডউইডথ ঘাটতি সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ বা আন্তর্জাতিক কানেক্টিভিটির চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
বাস্তবে বর্তমানে দেশে কোনো ব্যান্ডউইডথ সংকট নেই; বরং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র প্রায় ৩ হাজার জিবিপিএস (৩ টেরাবাইট) ব্যান্ডউইডথ অব্যবহৃত অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানটি এখন অত্যন্ত গ্রাহকবান্ধব ও দ্রুত সেবা প্রদানে সক্ষম।
আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে ঘাটতি নেই জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বলছে, বর্তমানে বাড়তি আছে ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ। এতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান সরকারি সংস্থা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। দক্ষতা, সুনাম ও ধারাবাহিক মুনাফার ধারায় প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল কানেক্টিভিটি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে বিএসসিপিএলসি দুটি সাবমেরিন ক্যাবলস সফলভাবে পরিচালনা করছে। এই দুটি ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস, যার মধ্যে ৪ হাজার ২০০ জিবিপিএস ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং অতিরিক্ত ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা রয়েছে। চাহিদার ভিত্তিতে প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি করাও সম্ভব।
দেশের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিএসসিপিএলসি তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের শেষ নাগাদ এই ক্যাবল চালু হলে কক্সবাজার–সিঙ্গাপুর ও কক্সবাজার–মুম্বাই–ফ্রান্স সংযোগের মাধ্যমে প্রায় ৩০ হাজার জিবিপিএস (৩০ টেরাবাইট) ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে। সম্প্রতি কিছু গণমাধ্যমে বিএসসিপিএলসি’র মতামত ব্যতীত ব্যান্ডউইডথ ঘাটতি সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ বা আন্তর্জাতিক কানেক্টিভিটির চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
বাস্তবে বর্তমানে দেশে কোনো ব্যান্ডউইডথ সংকট নেই; বরং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র প্রায় ৩ হাজার জিবিপিএস (৩ টেরাবাইট) ব্যান্ডউইডথ অব্যবহৃত অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানটি এখন অত্যন্ত গ্রাহকবান্ধব ও দ্রুত সেবা প্রদানে সক্ষম।
আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে ঘাটতি নেই
আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে ঘাটতি নেই জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বলছে, বর্তমানে বাড়তি আছে ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ। এতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান সরকারি সংস্থা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। দক্ষতা, সুনাম ও ধারাবাহিক মুনাফার ধারায় প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল কানেক্টিভিটি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে বিএসসিপিএলসি দুটি সাবমেরিন ক্যাবলস সফলভাবে পরিচালনা করছে। এই দুটি ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস, যার মধ্যে ৪ হাজার ২০০ জিবিপিএস ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং অতিরিক্ত ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা রয়েছে। চাহিদার ভিত্তিতে প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি করাও সম্ভব।
দেশের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিএসসিপিএলসি তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের শেষ নাগাদ এই ক্যাবল চালু হলে কক্সবাজার–সিঙ্গাপুর ও কক্সবাজার–মুম্বাই–ফ্রান্স সংযোগের মাধ্যমে প্রায় ৩০ হাজার জিবিপিএস (৩০ টেরাবাইট) ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে। সম্প্রতি কিছু গণমাধ্যমে বিএসসিপিএলসি’র মতামত ব্যতীত ব্যান্ডউইডথ ঘাটতি সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ বা আন্তর্জাতিক কানেক্টিভিটির চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
বাস্তবে বর্তমানে দেশে কোনো ব্যান্ডউইডথ সংকট নেই; বরং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র প্রায় ৩ হাজার জিবিপিএস (৩ টেরাবাইট) ব্যান্ডউইডথ অব্যবহৃত অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানটি এখন অত্যন্ত গ্রাহকবান্ধব ও দ্রুত সেবা প্রদানে সক্ষম।