বিজেপিপন্থী ভারতীয় গোদি মিডিয়া এখন কীভাবে ভারত-পাকিস্তান লড়াইয়ের সাথে কীভাবে বাংলাদেশকে পাকিস্তানের পক্ষে যুক্ত করেছে দেখুন। জাহাজের ডেকে কিছু পাকিস্তানী যুদ্ধবিমান, গ্রাউন্ড টু এয়ার মিসাইল ইত্যাদি রয়েছে কোনো একটি ভারতীয় চ্যানেলের খবরের ভিডিওতে দেখানো হচ্ছে।
এই ভিডিও খবর গত তিন দিন ভারতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অ্যাঙ্কর যা বলছেন হিন্দিতে তা হুবহু এখানে তুলে দিলাম:
"এখনকার সবচেয়ে বড়ো খবর...একটি পাকিস্তানী কার্গো জাহাজ ভারতের একেবারে কাছে দাঁড়িয়ে আছে। এম ভি আল বাখেরা নামের এই জাহাজ বাংলাদেশের চাঁদপুর বন্দরে নোঙ্গর ফেলেছে। সবচেয়ে জরুরী খবর হলো এই জাহাজে ২৫০ কিলো (বিস্ফোরক) RDX ও ১০০ AK ৪৭ রাইফেল (পাকিস্তান থেকে) এসেছে এবং এগুলো বাংলাদেশে নামিয়ে একটি জায়গাতে সুরক্ষিত করে রাখা হয়েছে।"
এম ভি আল বাখেরা নামের একটি বাংলাদেশী কার্গো জাহাজ ডিসেম্বরে চাঁদপুরে ইউরিয়া নিয়ে এসেছিলো চিটাগং বন্দর থেকে। এই জাহাজের কাহিনী খবরে এসেছিলো জাহাজটির সাতজন বাংলাদেশী ক্রু খুন হওয়ার পর। ঘুমের ওষুধ খাইয়ে তাদের সবাইকে খুন করে জাহাজটিরই এক কর্মী আকাশ মন্ডল। প্রাথমিক তদন্তে জানা যায় যে সময়মতো মজুরী না পাওয়া ও তার প্রতি ক্রুদের দুর্ব্যবহারের কারণে আকাশ ওই সাতজনকে খুন করেছিলো।
ভারতের গোদি মিডিয়ার এক টিভি চ্যানেল এই এম ভি আল বাখেরা নিয়ে সেটিকে পাকিস্তানের সাথে লিঙ্ক করে কী ভয়ঙ্কর ভুয়া খবর বানিয়েছে দেখুন। বাংলাদেশী ভেসেলটিকে তারা পাকিস্তানী কার্গো জাহাজ বলছে। ভিডিওটিও নকল বা AI দ্বারা তৈরী হতে পারে। কোনো ভিডিও গেম থেকে নেয়া তাও হতে পারে। কিন্তু এই ভিডিওকে ভারতীয় চ্যানেলটি এক "বড়ো খবর" বলে প্রচার করেছে নিঃসন্দেহে ভারতের গোদি মিডিয়ার দর্শক ও মোদীভক্তদের বাংলাদেশের বিরুদ্ধে তাতানোর এক ষড়যন্ত্রে।
(এই পোস্টের সাথে আমি এম ভি আল বাখেরার ফটো অ্যাটাচ করলাম। আপনারাই বিচার করুন ভিডিওতে দেখানো জাহাজ আর আসল এম ভি আল বাখেরা কি একই জাহাজ।)
Credit : #Pinaki Bhattacharya
এই ভিডিও খবর গত তিন দিন ভারতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অ্যাঙ্কর যা বলছেন হিন্দিতে তা হুবহু এখানে তুলে দিলাম:
"এখনকার সবচেয়ে বড়ো খবর...একটি পাকিস্তানী কার্গো জাহাজ ভারতের একেবারে কাছে দাঁড়িয়ে আছে। এম ভি আল বাখেরা নামের এই জাহাজ বাংলাদেশের চাঁদপুর বন্দরে নোঙ্গর ফেলেছে। সবচেয়ে জরুরী খবর হলো এই জাহাজে ২৫০ কিলো (বিস্ফোরক) RDX ও ১০০ AK ৪৭ রাইফেল (পাকিস্তান থেকে) এসেছে এবং এগুলো বাংলাদেশে নামিয়ে একটি জায়গাতে সুরক্ষিত করে রাখা হয়েছে।"
এম ভি আল বাখেরা নামের একটি বাংলাদেশী কার্গো জাহাজ ডিসেম্বরে চাঁদপুরে ইউরিয়া নিয়ে এসেছিলো চিটাগং বন্দর থেকে। এই জাহাজের কাহিনী খবরে এসেছিলো জাহাজটির সাতজন বাংলাদেশী ক্রু খুন হওয়ার পর। ঘুমের ওষুধ খাইয়ে তাদের সবাইকে খুন করে জাহাজটিরই এক কর্মী আকাশ মন্ডল। প্রাথমিক তদন্তে জানা যায় যে সময়মতো মজুরী না পাওয়া ও তার প্রতি ক্রুদের দুর্ব্যবহারের কারণে আকাশ ওই সাতজনকে খুন করেছিলো।
ভারতের গোদি মিডিয়ার এক টিভি চ্যানেল এই এম ভি আল বাখেরা নিয়ে সেটিকে পাকিস্তানের সাথে লিঙ্ক করে কী ভয়ঙ্কর ভুয়া খবর বানিয়েছে দেখুন। বাংলাদেশী ভেসেলটিকে তারা পাকিস্তানী কার্গো জাহাজ বলছে। ভিডিওটিও নকল বা AI দ্বারা তৈরী হতে পারে। কোনো ভিডিও গেম থেকে নেয়া তাও হতে পারে। কিন্তু এই ভিডিওকে ভারতীয় চ্যানেলটি এক "বড়ো খবর" বলে প্রচার করেছে নিঃসন্দেহে ভারতের গোদি মিডিয়ার দর্শক ও মোদীভক্তদের বাংলাদেশের বিরুদ্ধে তাতানোর এক ষড়যন্ত্রে।
(এই পোস্টের সাথে আমি এম ভি আল বাখেরার ফটো অ্যাটাচ করলাম। আপনারাই বিচার করুন ভিডিওতে দেখানো জাহাজ আর আসল এম ভি আল বাখেরা কি একই জাহাজ।)
Credit : #Pinaki Bhattacharya
বিজেপিপন্থী ভারতীয় গোদি মিডিয়া এখন কীভাবে ভারত-পাকিস্তান লড়াইয়ের সাথে কীভাবে বাংলাদেশকে পাকিস্তানের পক্ষে যুক্ত করেছে দেখুন। জাহাজের ডেকে কিছু পাকিস্তানী যুদ্ধবিমান, গ্রাউন্ড টু এয়ার মিসাইল ইত্যাদি রয়েছে কোনো একটি ভারতীয় চ্যানেলের খবরের ভিডিওতে দেখানো হচ্ছে।
এই ভিডিও খবর গত তিন দিন ভারতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অ্যাঙ্কর যা বলছেন হিন্দিতে তা হুবহু এখানে তুলে দিলাম:
"এখনকার সবচেয়ে বড়ো খবর...একটি পাকিস্তানী কার্গো জাহাজ ভারতের একেবারে কাছে দাঁড়িয়ে আছে। এম ভি আল বাখেরা নামের এই জাহাজ বাংলাদেশের চাঁদপুর বন্দরে নোঙ্গর ফেলেছে। সবচেয়ে জরুরী খবর হলো এই জাহাজে ২৫০ কিলো (বিস্ফোরক) RDX ও ১০০ AK ৪৭ রাইফেল (পাকিস্তান থেকে) এসেছে এবং এগুলো বাংলাদেশে নামিয়ে একটি জায়গাতে সুরক্ষিত করে রাখা হয়েছে।"
এম ভি আল বাখেরা নামের একটি বাংলাদেশী কার্গো জাহাজ ডিসেম্বরে চাঁদপুরে ইউরিয়া নিয়ে এসেছিলো চিটাগং বন্দর থেকে। এই জাহাজের কাহিনী খবরে এসেছিলো জাহাজটির সাতজন বাংলাদেশী ক্রু খুন হওয়ার পর। ঘুমের ওষুধ খাইয়ে তাদের সবাইকে খুন করে জাহাজটিরই এক কর্মী আকাশ মন্ডল। প্রাথমিক তদন্তে জানা যায় যে সময়মতো মজুরী না পাওয়া ও তার প্রতি ক্রুদের দুর্ব্যবহারের কারণে আকাশ ওই সাতজনকে খুন করেছিলো।
ভারতের গোদি মিডিয়ার এক টিভি চ্যানেল এই এম ভি আল বাখেরা নিয়ে সেটিকে পাকিস্তানের সাথে লিঙ্ক করে কী ভয়ঙ্কর ভুয়া খবর বানিয়েছে দেখুন। বাংলাদেশী ভেসেলটিকে তারা পাকিস্তানী কার্গো জাহাজ বলছে। ভিডিওটিও নকল বা AI দ্বারা তৈরী হতে পারে। কোনো ভিডিও গেম থেকে নেয়া তাও হতে পারে। কিন্তু এই ভিডিওকে ভারতীয় চ্যানেলটি এক "বড়ো খবর" বলে প্রচার করেছে নিঃসন্দেহে ভারতের গোদি মিডিয়ার দর্শক ও মোদীভক্তদের বাংলাদেশের বিরুদ্ধে তাতানোর এক ষড়যন্ত্রে।
(এই পোস্টের সাথে আমি এম ভি আল বাখেরার ফটো অ্যাটাচ করলাম। আপনারাই বিচার করুন ভিডিওতে দেখানো জাহাজ আর আসল এম ভি আল বাখেরা কি একই জাহাজ।)
Credit : #Pinaki Bhattacharya


2 Comments
·155 Views
·0 Reviews