Search | Jono Sathi - Bangladeshi Social Media Platform

Upgrade to Pro

বিজ্ঞাপন ব্যানার
এখানে আপনার বিজ্ঞাপন দিন
  • জিলকদ মাসের ফজিলত

    জিলকদ (ذو القعدة) হিজরি বছরের একাদশ মাস। এটি ইসলামি বর্ষপঞ্জির চারটি পবিত্র মাসের একটি, যাকে "আশহুরুল হুরুম" (আদরণীয় ও সম্মানিত মাসসমূহ) বলা হয়। এই মাসটি আল্লাহর নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ ও সম্মানজনক।

    কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন
    "নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা বারটি, যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন; এর মধ্যে চারটি মাস সম্মানিত।" (সূরা আত-তাওবা, আয়াত ৩৬)

    এই চারটি মাসের মধ্যে জিলকদ অন্যতম, বাকি তিনটি হলো— জিলহজ, মহররম ও রজব।

    জিলকদ মাসের ফজিলত ও গুরুত্ব:

    ১. যুদ্ধ নিষিদ্ধ মাস: ইসলামের আগমনের পূর্ব থেকেই এই মাসে যুদ্ধ-বিগ্রহ করা হারাম গণ্য হতো। ইসলাম এ ব্যবস্থাকে স্বীকৃতি দেয় এবং এই মাসে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার গুরুত্ব আরোপ করে।

    ২. ইবাদতের উপযুক্ত সময়: এই মাসে নফল রোজা, দোআ, কুরআন তিলাওয়াত, ইস্তেগফার ও জিকিরে মশগুল থাকা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে দুনিয়াবি ব্যস্ততার মাঝেও আত্মশুদ্ধির উত্তম সময় এটি।

    ৩. হজের প্রস্তুতির মাস: যাঁরা হজ পালন করতে চান, তাঁদের জন্য জিলকদ মাসটি হজের প্রস্তুতি নেওয়ার গুরুত্বপূর্ণ সময়। এই মাসেই হজের সফর শুরু হয় এবং মানুষ মক্কা অভিমুখে যাত্রা করে।

    ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল: হাদীসে এসেছে, রাসূল (সা.) অধিকাংশ ওমরা জিলকদ মাসেই আদায় করেছেন। তাঁর জীবদ্দশায় মোট চারটি ওমরা ছিল, যার সবগুলোই জিলকদ মাসে।

    উপসংহার:

    জিলকদ মাস মুসলিমদের জন্য একটি ফজিলতপূর্ণ ও শান্তির বার্তা বহনকারী সময়। এ মাসে গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলে আত্মনিয়োগ করাই হোক আমাদের সকলের লক্ষ্য।
    জিলকদ মাসের ফজিলত ✅ জিলকদ (ذو القعدة) হিজরি বছরের একাদশ মাস। এটি ইসলামি বর্ষপঞ্জির চারটি পবিত্র মাসের একটি, যাকে "আশহুরুল হুরুম" (আদরণীয় ও সম্মানিত মাসসমূহ) বলা হয়। এই মাসটি আল্লাহর নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ ও সম্মানজনক। কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন "নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা বারটি, যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন; এর মধ্যে চারটি মাস সম্মানিত।" (সূরা আত-তাওবা, আয়াত ৩৬) এই চারটি মাসের মধ্যে জিলকদ অন্যতম, বাকি তিনটি হলো— জিলহজ, মহররম ও রজব। জিলকদ মাসের ফজিলত ও গুরুত্ব: ১. যুদ্ধ নিষিদ্ধ মাস: ইসলামের আগমনের পূর্ব থেকেই এই মাসে যুদ্ধ-বিগ্রহ করা হারাম গণ্য হতো। ইসলাম এ ব্যবস্থাকে স্বীকৃতি দেয় এবং এই মাসে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার গুরুত্ব আরোপ করে। ২. ইবাদতের উপযুক্ত সময়: এই মাসে নফল রোজা, দোআ, কুরআন তিলাওয়াত, ইস্তেগফার ও জিকিরে মশগুল থাকা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে দুনিয়াবি ব্যস্ততার মাঝেও আত্মশুদ্ধির উত্তম সময় এটি। ৩. হজের প্রস্তুতির মাস: যাঁরা হজ পালন করতে চান, তাঁদের জন্য জিলকদ মাসটি হজের প্রস্তুতি নেওয়ার গুরুত্বপূর্ণ সময়। এই মাসেই হজের সফর শুরু হয় এবং মানুষ মক্কা অভিমুখে যাত্রা করে। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল: হাদীসে এসেছে, রাসূল (সা.) অধিকাংশ ওমরা জিলকদ মাসেই আদায় করেছেন। তাঁর জীবদ্দশায় মোট চারটি ওমরা ছিল, যার সবগুলোই জিলকদ মাসে। উপসংহার: জিলকদ মাস মুসলিমদের জন্য একটি ফজিলতপূর্ণ ও শান্তির বার্তা বহনকারী সময়। এ মাসে গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলে আত্মনিয়োগ করাই হোক আমাদের সকলের লক্ষ্য।
    ·33 Views ·0 Reviews
  • কেনো বজো না ও লক্ষি সোনা seaport my korle seaport paben
    কেনো বজো না ও লক্ষি সোনা seaport my korle seaport paben
    Like
    1
    ·30 Views ·0 Reviews
  • ⇣❥
    সততা ও ন্যায়পরায়ণতা ইসলামের মূলনীতি। সব কাজে সততা বজায় রাখুন।
    ⇣❥
    💙💙💙💙⇣❥ সততা ও ন্যায়পরায়ণতা ইসলামের মূলনীতি। সব কাজে সততা বজায় রাখুন। 💙💙💙💙⇣❥
    Love
    4
    ·72 Views ·0 Reviews
  • বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন,

    "আগেকার দিনে নতুন বৌকে পালকি চড়ানো হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত। তা না করে পালকিতে উঠানো হতো — সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

    নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
    কাঁদে।
    কেন কাঁদে?
    শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সেই ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয়।
    এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।

    ০১, মা হওয়ার আনন্দে।
    ০২, তুই মারা গেলে।

    মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

    বৌ সবচেয়ে কষ্ট পায় কিসে জানিস?
    স্বামীর খারাপ ব্যবহারে।

    দেখ আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হয়।

    বৌয়ের মা-বাবাকে কখনো "আমার শ্বশুর", "আমার শাশুড়ি" এগুলো ডাকবি না। মা-বাবা ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না।

    মনে রাখিস, সৃষ্টিকর্তার পাল্লা সমান। এক পাল্লায় তুই যা রাখবি, তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকের ওজন সমান রাখবেন।

    #glamwalimabymonalisa
    বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, "আগেকার দিনে নতুন বৌকে পালকি চড়ানো হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত। তা না করে পালকিতে উঠানো হতো — সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সেই ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে। ০১, মা হওয়ার আনন্দে। ০২, তুই মারা গেলে। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি। বৌ সবচেয়ে কষ্ট পায় কিসে জানিস? স্বামীর খারাপ ব্যবহারে। দেখ আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হয়। বৌয়ের মা-বাবাকে কখনো "আমার শ্বশুর", "আমার শাশুড়ি" এগুলো ডাকবি না। মা-বাবা ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না। মনে রাখিস, সৃষ্টিকর্তার পাল্লা সমান। এক পাল্লায় তুই যা রাখবি, তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকের ওজন সমান রাখবেন। #glamwalimabymonalisa
    Love
    Like
    8
    1 Comments ·105 Views ·0 Reviews
  • বজ্রপাতের দেশ বলা হয় কাকে??
    বজ্রপাতের দেশ বলা হয় কাকে??
    Love
    Like
    8
    ·74 Views ·0 Reviews
  • না আছে আধুনিক যুদ্ধজাহাজ, না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে পরমাণু অস্ত্র! নেই বলতে কিছুই নেই।

    ☞ তবে আমাদের আছে, ৫০টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, যাদের কাজ রাজনৈতিক দলের গোলামী করা!
    ☞ আমাদের আছে, ৭১-এর চেতনা, আর স্বজন হারানোর বেদনা!
    ☞ আমাদের আছে জনমদুঃখিনী মা, আর পিতৃহারা আপা।
    ☞ আমাদের আছে 'নির্বাচন-নির্বাচন', 'উন্নয়ন-উন্নয়ন'!
    ☞ আমাদের আছে চারুকলা, যাদের কাজ হচ্ছে হুতুমপেঁচা তৈরী করা
    #Virul #ForYou

    Film Sarcasm
    না আছে আধুনিক যুদ্ধজাহাজ, না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে পরমাণু অস্ত্র! নেই বলতে কিছুই নেই। ☞ তবে আমাদের আছে, ৫০টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, যাদের কাজ রাজনৈতিক দলের গোলামী করা! ☞ আমাদের আছে, ৭১-এর চেতনা, আর স্বজন হারানোর বেদনা! ☞ আমাদের আছে জনমদুঃখিনী মা, আর পিতৃহারা আপা। ☞ আমাদের আছে 'নির্বাচন-নির্বাচন', 'উন্নয়ন-উন্নয়ন'! ☞ আমাদের আছে চারুকলা, যাদের কাজ হচ্ছে হুতুমপেঁচা তৈরী করা #Virul #ForYou ©️Film Sarcasm
    Love
    Like
    6
    ·70 Views ·0 Reviews
  • জেনে নিন!
    ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
    ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
    ৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
    ৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
    ৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
    ৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
    ৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
    ৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
    ৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
    ১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
    ১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
    ১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
    ১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
    ১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
    ১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
    ১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
    ১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
    ১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
    ১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
    ২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
    ২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
    ২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
    ২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
    ২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
    ২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
    ২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
    ২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
    ২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
    ২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
    ৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
    ৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
    ৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
    ৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
    ৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
    ৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
    ৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
    ৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
    ৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
    ৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
    ৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।

    এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।
    জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে। ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে। ৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে। ৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে। ৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে। ৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে। ৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়। ৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে। ১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে। ১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে। ১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে। ১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়। ১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে। ১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে। ১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে। ১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে। ১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে। ১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী। ২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে। ২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে। ২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়। ২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে। ২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে। ২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়। ২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়। ২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে। ২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে। ২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে। ৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে। ৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে। ৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়। ৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে। ৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়। ৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে। ৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে। ৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে। ৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়। ৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে। ৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে। এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।
    Love
    Like
    8
    ·109 Views ·0 Reviews
  • ভিডিওটি হয়ত আপনিও দেখে ফেলেছেন। এক লোক কড়াইয়ের মাঝখানে আটার প্রলেপ দিয়ে একপাশে রুটি, অন্যপাশে সবজি রান্না করছেন। মজার সেই উদ্ধাবনী আইডিয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওর ভিউ সংখ্যা ৫ দিনেই ছাড়িয়েছে ১২২ মিলিয়ন!

    মি. উমেশ নামের একজন ইউজার ভিডিওটি পোস্ট করেছেন। উমেশ ভারতের নাগরিক। ফলোয়াড়দের জন্য ফানি ভিডিও বানান। তার ইন্সটায় ৫৭ হাজারের মতো ফলোয়ার আছে। যার অনেক অংশ যুক্ত হয়েছে রান্নার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর।

    ভিডিওটির ক্যাপশনে উমেশ লিখেছেন, ‘তাওয়া (কড়াই) নেই তো তাই।’ ১৫ সেকেন্ডের ভিডিওটিতে লাইক পড়েছে ২ মিলিয়নের বেশি। কমেন্টও প্রায় ১৩ হাজার। ইন্সটার মতো ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি হাসির খোরাক জমিয়েছে।

    কমেন্ট বক্সেও তেমন মুন্সিয়ানা দেখিয়েছে দর্শকরা। পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি ভিডিওটিতে লিখেছেন, ‘আমার ইন্সটা ফিড আমাকে কখনও সারপ্রাইজড হতে দেয় না। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ বেস্ট।’ আরেকজন লিখেছেন, ‘আমি কতটা মাল্টিটাস্ক দেখুন।’ অন্যএকজন বলেছেন, ‘এই টেকনলজি ভারতের বাইরে যেতে দেওয়া উচিত নয়।’

    এমন হাস্যরস ভরা কমেন্টের মাঝে সবচেয়ে বেশি কমেন্ট এসেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটু রাইট হ্যান্ড সাইড
    ভিডিওটি হয়ত আপনিও দেখে ফেলেছেন। এক লোক কড়াইয়ের মাঝখানে আটার প্রলেপ দিয়ে একপাশে রুটি, অন্যপাশে সবজি রান্না করছেন। মজার সেই উদ্ধাবনী আইডিয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওর ভিউ সংখ্যা ৫ দিনেই ছাড়িয়েছে ১২২ মিলিয়ন! মি. উমেশ নামের একজন ইউজার ভিডিওটি পোস্ট করেছেন। উমেশ ভারতের নাগরিক। ফলোয়াড়দের জন্য ফানি ভিডিও বানান। তার ইন্সটায় ৫৭ হাজারের মতো ফলোয়ার আছে। যার অনেক অংশ যুক্ত হয়েছে রান্নার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর। ভিডিওটির ক্যাপশনে উমেশ লিখেছেন, ‘তাওয়া (কড়াই) নেই তো তাই।’ ১৫ সেকেন্ডের ভিডিওটিতে লাইক পড়েছে ২ মিলিয়নের বেশি। কমেন্টও প্রায় ১৩ হাজার। ইন্সটার মতো ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি হাসির খোরাক জমিয়েছে। কমেন্ট বক্সেও তেমন মুন্সিয়ানা দেখিয়েছে দর্শকরা। পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি ভিডিওটিতে লিখেছেন, ‘আমার ইন্সটা ফিড আমাকে কখনও সারপ্রাইজড হতে দেয় না। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ বেস্ট।’ আরেকজন লিখেছেন, ‘আমি কতটা মাল্টিটাস্ক দেখুন।’ অন্যএকজন বলেছেন, ‘এই টেকনলজি ভারতের বাইরে যেতে দেওয়া উচিত নয়।’ এমন হাস্যরস ভরা কমেন্টের মাঝে সবচেয়ে বেশি কমেন্ট এসেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটু রাইট হ্যান্ড সাইড
    Like
    Love
    3
    ·62 Views ·0 Reviews
  • আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের

    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের
    হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগ


    এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

    উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু


    খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি

    হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি।

    এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।
    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগ এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে? উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি। এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।
    Like
    Love
    3
    ·70 Views ·0 Reviews
  • ছেলে কিন্তু আগের মতো থাকবে না!

    'ছেলে আর আগের মতো নেই' অনেক মা ছেলেকে বিয়ে দেয়ার পরে এভাবে চিন্তা করেন। আবার অনেকে তো এই ভয়ে সময় হয়ে গেলেও ছেলের বিয়ে দিতে গড়িমসি করেন। মনের মধ্যে এক অজানা আতঙ্ক-ছেলে বুঝি আর আমার থাকল না। একজন মা যখন এভাবে চিন্তা করেন, তার তো বুকটা চিরে যাবার কথা।

    কিন্তু সম্মানিতা মা, আপনি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। ছেলের বিয়ের পরও সে আগের মতোই থাকবে, এটা একটা ভুল প্রত্যাশা হয়ে যায় না? সে কীভাবে আগের মতো থাকবে? এখন তাকে নতুন একটি নারীর সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়, নতুন আরেকটি পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে হয়। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয়। পরিবারে যখন সন্তান আসে, সেই সন্তানের অভিভাবকত্ব করতে হয়। নতুন নতুন অনেকগুলো সম্পর্কের সাথে বোঝাপড়া করতে হয়। বাস্তবিকই, সে তো আর আগের মতো নেই। হাজারো দায়িত্ব তার কাঁধে।

    এটা তো আনন্দের একটা বিষয় যে, আপনার ছেলে একটি মেয়ের দায়িত্ব নিতে শিখেছে। এ তো গর্ব করার মতো বিষয় যে, আমার ছেলে আরও একটি পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারছে।

    ছেলের এই পথচলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন। বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করতে আপনার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার।

    বই : অন্দরমহল
    ছেলে কিন্তু আগের মতো থাকবে না! 'ছেলে আর আগের মতো নেই' অনেক মা ছেলেকে বিয়ে দেয়ার পরে এভাবে চিন্তা করেন। আবার অনেকে তো এই ভয়ে সময় হয়ে গেলেও ছেলের বিয়ে দিতে গড়িমসি করেন। মনের মধ্যে এক অজানা আতঙ্ক-ছেলে বুঝি আর আমার থাকল না। একজন মা যখন এভাবে চিন্তা করেন, তার তো বুকটা চিরে যাবার কথা। কিন্তু সম্মানিতা মা, আপনি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। ছেলের বিয়ের পরও সে আগের মতোই থাকবে, এটা একটা ভুল প্রত্যাশা হয়ে যায় না? সে কীভাবে আগের মতো থাকবে? এখন তাকে নতুন একটি নারীর সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়, নতুন আরেকটি পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে হয়। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয়। পরিবারে যখন সন্তান আসে, সেই সন্তানের অভিভাবকত্ব করতে হয়। নতুন নতুন অনেকগুলো সম্পর্কের সাথে বোঝাপড়া করতে হয়। বাস্তবিকই, সে তো আর আগের মতো নেই। হাজারো দায়িত্ব তার কাঁধে। এটা তো আনন্দের একটা বিষয় যে, আপনার ছেলে একটি মেয়ের দায়িত্ব নিতে শিখেছে। এ তো গর্ব করার মতো বিষয় যে, আমার ছেলে আরও একটি পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারছে। ছেলের এই পথচলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন। বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করতে আপনার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার। বই : অন্দরমহল
    Love
    Like
    10
    ·127 Views ·0 Reviews
  • আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের

    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের
    হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের

    এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

    উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু!’


    খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি

    হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি।

    এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।

    ছাত্রের যখন নারীর দোষ!

    এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ-নারীর দোষ, বড্ড মেয়ে ঘেঁষা আপনার ছেলে। আমি সংশোধনের চেষ্টা করছি।

    ছেলেটির বাবা বাড়ি ছিলেন না।

    মা রিপোর্টের নিচে লিখলেন, আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বার করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।

    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে? উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু!’ খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি। এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন। ছাত্রের যখন নারীর দোষ! এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ-নারীর দোষ, বড্ড মেয়ে ঘেঁষা আপনার ছেলে। আমি সংশোধনের চেষ্টা করছি। ছেলেটির বাবা বাড়ি ছিলেন না। মা রিপোর্টের নিচে লিখলেন, আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বার করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।
    Like
    Love
    11
    1 Comments ·72 Views ·0 Reviews

  • অহংকার নয়, আত্মসম্মান বজায় রাখা শিখেছি—কারণ নিজেকে ছোট করে কাউকে বড় করতে চাই না।





    অহংকার নয়, আত্মসম্মান বজায় রাখা শিখেছি—কারণ নিজেকে ছোট করে কাউকে বড় করতে চাই না। 🌟🧍‍♂️
    Like
    Love
    4
    ·35 Views ·0 Reviews
More Results