Zoeken | Jono Sathi - Bangladeshi Social Media Platform

Upgrade to Pro

  • না আছে আধুনিক যুদ্ধজাহাজ, না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে পরমাণু অস্ত্র! নেই বলতে কিছুই নেই।

    ☞ তবে আমাদের আছে, ৫০টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, যাদের কাজ রাজনৈতিক দলের গোলামী করা!
    ☞ আমাদের আছে, ৭১-এর চেতনা, আর স্বজন হারানোর বেদনা!
    ☞ আমাদের আছে জনমদুঃখিনী মা, আর পিতৃহারা আপা।
    ☞ আমাদের আছে 'নির্বাচন-নির্বাচন', 'উন্নয়ন-উন্নয়ন'!
    ☞ আমাদের আছে চারুকলা, যাদের কাজ হচ্ছে হুতুমপেঁচা তৈরী করা
    #Virul #ForYou

    Film Sarcasm
    না আছে আধুনিক যুদ্ধজাহাজ, না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে পরমাণু অস্ত্র! নেই বলতে কিছুই নেই। ☞ তবে আমাদের আছে, ৫০টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, যাদের কাজ রাজনৈতিক দলের গোলামী করা! ☞ আমাদের আছে, ৭১-এর চেতনা, আর স্বজন হারানোর বেদনা! ☞ আমাদের আছে জনমদুঃখিনী মা, আর পিতৃহারা আপা। ☞ আমাদের আছে 'নির্বাচন-নির্বাচন', 'উন্নয়ন-উন্নয়ন'! ☞ আমাদের আছে চারুকলা, যাদের কাজ হচ্ছে হুতুমপেঁচা তৈরী করা #Virul #ForYou ©️Film Sarcasm
    Love
    Like
    6
    ·65 Views ·0 voorbeeld
  • জেনে নিন!
    ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
    ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
    ৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
    ৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
    ৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
    ৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
    ৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
    ৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
    ৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
    ১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
    ১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
    ১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
    ১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
    ১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
    ১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
    ১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
    ১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
    ১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
    ১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
    ২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
    ২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
    ২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
    ২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
    ২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
    ২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
    ২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
    ২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
    ২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
    ২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
    ৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
    ৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
    ৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
    ৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
    ৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
    ৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
    ৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
    ৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
    ৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
    ৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
    ৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।

    এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।
    জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে। ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে। ৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে। ৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে। ৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে। ৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে। ৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়। ৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে। ১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে। ১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে। ১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে। ১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়। ১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে। ১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে। ১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে। ১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে। ১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে। ১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী। ২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে। ২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে। ২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়। ২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে। ২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে। ২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়। ২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়। ২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে। ২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে। ২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে। ৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে। ৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে। ৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়। ৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে। ৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়। ৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে। ৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে। ৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে। ৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়। ৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে। ৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে। এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।
    Love
    Like
    8
    ·96 Views ·0 voorbeeld
  • ভিডিওটি হয়ত আপনিও দেখে ফেলেছেন। এক লোক কড়াইয়ের মাঝখানে আটার প্রলেপ দিয়ে একপাশে রুটি, অন্যপাশে সবজি রান্না করছেন। মজার সেই উদ্ধাবনী আইডিয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওর ভিউ সংখ্যা ৫ দিনেই ছাড়িয়েছে ১২২ মিলিয়ন!

    মি. উমেশ নামের একজন ইউজার ভিডিওটি পোস্ট করেছেন। উমেশ ভারতের নাগরিক। ফলোয়াড়দের জন্য ফানি ভিডিও বানান। তার ইন্সটায় ৫৭ হাজারের মতো ফলোয়ার আছে। যার অনেক অংশ যুক্ত হয়েছে রান্নার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর।

    ভিডিওটির ক্যাপশনে উমেশ লিখেছেন, ‘তাওয়া (কড়াই) নেই তো তাই।’ ১৫ সেকেন্ডের ভিডিওটিতে লাইক পড়েছে ২ মিলিয়নের বেশি। কমেন্টও প্রায় ১৩ হাজার। ইন্সটার মতো ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি হাসির খোরাক জমিয়েছে।

    কমেন্ট বক্সেও তেমন মুন্সিয়ানা দেখিয়েছে দর্শকরা। পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি ভিডিওটিতে লিখেছেন, ‘আমার ইন্সটা ফিড আমাকে কখনও সারপ্রাইজড হতে দেয় না। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ বেস্ট।’ আরেকজন লিখেছেন, ‘আমি কতটা মাল্টিটাস্ক দেখুন।’ অন্যএকজন বলেছেন, ‘এই টেকনলজি ভারতের বাইরে যেতে দেওয়া উচিত নয়।’

    এমন হাস্যরস ভরা কমেন্টের মাঝে সবচেয়ে বেশি কমেন্ট এসেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটু রাইট হ্যান্ড সাইড
    ভিডিওটি হয়ত আপনিও দেখে ফেলেছেন। এক লোক কড়াইয়ের মাঝখানে আটার প্রলেপ দিয়ে একপাশে রুটি, অন্যপাশে সবজি রান্না করছেন। মজার সেই উদ্ধাবনী আইডিয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওর ভিউ সংখ্যা ৫ দিনেই ছাড়িয়েছে ১২২ মিলিয়ন! মি. উমেশ নামের একজন ইউজার ভিডিওটি পোস্ট করেছেন। উমেশ ভারতের নাগরিক। ফলোয়াড়দের জন্য ফানি ভিডিও বানান। তার ইন্সটায় ৫৭ হাজারের মতো ফলোয়ার আছে। যার অনেক অংশ যুক্ত হয়েছে রান্নার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর। ভিডিওটির ক্যাপশনে উমেশ লিখেছেন, ‘তাওয়া (কড়াই) নেই তো তাই।’ ১৫ সেকেন্ডের ভিডিওটিতে লাইক পড়েছে ২ মিলিয়নের বেশি। কমেন্টও প্রায় ১৩ হাজার। ইন্সটার মতো ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি হাসির খোরাক জমিয়েছে। কমেন্ট বক্সেও তেমন মুন্সিয়ানা দেখিয়েছে দর্শকরা। পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি ভিডিওটিতে লিখেছেন, ‘আমার ইন্সটা ফিড আমাকে কখনও সারপ্রাইজড হতে দেয় না। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ বেস্ট।’ আরেকজন লিখেছেন, ‘আমি কতটা মাল্টিটাস্ক দেখুন।’ অন্যএকজন বলেছেন, ‘এই টেকনলজি ভারতের বাইরে যেতে দেওয়া উচিত নয়।’ এমন হাস্যরস ভরা কমেন্টের মাঝে সবচেয়ে বেশি কমেন্ট এসেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটু রাইট হ্যান্ড সাইড
    Like
    2
    ·55 Views ·0 voorbeeld
  • আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের

    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের
    হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগ


    এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

    উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু


    খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি

    হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি।

    এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।
    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগ এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে? উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি। এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।
    Like
    Love
    3
    ·64 Views ·0 voorbeeld
  • ছেলে কিন্তু আগের মতো থাকবে না!

    'ছেলে আর আগের মতো নেই' অনেক মা ছেলেকে বিয়ে দেয়ার পরে এভাবে চিন্তা করেন। আবার অনেকে তো এই ভয়ে সময় হয়ে গেলেও ছেলের বিয়ে দিতে গড়িমসি করেন। মনের মধ্যে এক অজানা আতঙ্ক-ছেলে বুঝি আর আমার থাকল না। একজন মা যখন এভাবে চিন্তা করেন, তার তো বুকটা চিরে যাবার কথা।

    কিন্তু সম্মানিতা মা, আপনি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। ছেলের বিয়ের পরও সে আগের মতোই থাকবে, এটা একটা ভুল প্রত্যাশা হয়ে যায় না? সে কীভাবে আগের মতো থাকবে? এখন তাকে নতুন একটি নারীর সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়, নতুন আরেকটি পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে হয়। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয়। পরিবারে যখন সন্তান আসে, সেই সন্তানের অভিভাবকত্ব করতে হয়। নতুন নতুন অনেকগুলো সম্পর্কের সাথে বোঝাপড়া করতে হয়। বাস্তবিকই, সে তো আর আগের মতো নেই। হাজারো দায়িত্ব তার কাঁধে।

    এটা তো আনন্দের একটা বিষয় যে, আপনার ছেলে একটি মেয়ের দায়িত্ব নিতে শিখেছে। এ তো গর্ব করার মতো বিষয় যে, আমার ছেলে আরও একটি পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারছে।

    ছেলের এই পথচলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন। বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করতে আপনার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার।

    বই : অন্দরমহল
    ছেলে কিন্তু আগের মতো থাকবে না! 'ছেলে আর আগের মতো নেই' অনেক মা ছেলেকে বিয়ে দেয়ার পরে এভাবে চিন্তা করেন। আবার অনেকে তো এই ভয়ে সময় হয়ে গেলেও ছেলের বিয়ে দিতে গড়িমসি করেন। মনের মধ্যে এক অজানা আতঙ্ক-ছেলে বুঝি আর আমার থাকল না। একজন মা যখন এভাবে চিন্তা করেন, তার তো বুকটা চিরে যাবার কথা। কিন্তু সম্মানিতা মা, আপনি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। ছেলের বিয়ের পরও সে আগের মতোই থাকবে, এটা একটা ভুল প্রত্যাশা হয়ে যায় না? সে কীভাবে আগের মতো থাকবে? এখন তাকে নতুন একটি নারীর সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়, নতুন আরেকটি পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে হয়। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয়। পরিবারে যখন সন্তান আসে, সেই সন্তানের অভিভাবকত্ব করতে হয়। নতুন নতুন অনেকগুলো সম্পর্কের সাথে বোঝাপড়া করতে হয়। বাস্তবিকই, সে তো আর আগের মতো নেই। হাজারো দায়িত্ব তার কাঁধে। এটা তো আনন্দের একটা বিষয় যে, আপনার ছেলে একটি মেয়ের দায়িত্ব নিতে শিখেছে। এ তো গর্ব করার মতো বিষয় যে, আমার ছেলে আরও একটি পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারছে। ছেলের এই পথচলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন। বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করতে আপনার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার। বই : অন্দরমহল
    Love
    Like
    10
    ·115 Views ·0 voorbeeld
  • আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের

    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের
    হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের

    এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

    উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু!’


    খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি

    হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি।

    এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।

    ছাত্রের যখন নারীর দোষ!

    এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ-নারীর দোষ, বড্ড মেয়ে ঘেঁষা আপনার ছেলে। আমি সংশোধনের চেষ্টা করছি।

    ছেলেটির বাবা বাড়ি ছিলেন না।

    মা রিপোর্টের নিচে লিখলেন, আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বার করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।

    আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের আজকের জোকস: হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের হাঁসের সঙ্গে প্রেম করায় শাস্তি মোরগের এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হলো। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে? উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু!’ খাবেন আপনি, বিল দেবে আপনার নাতি হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি। এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন। ছাত্রের যখন নারীর দোষ! এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ-নারীর দোষ, বড্ড মেয়ে ঘেঁষা আপনার ছেলে। আমি সংশোধনের চেষ্টা করছি। ছেলেটির বাবা বাড়ি ছিলেন না। মা রিপোর্টের নিচে লিখলেন, আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বার করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।
    Like
    Love
    11
    1 Reacties ·66 Views ·0 voorbeeld

  • অহংকার নয়, আত্মসম্মান বজায় রাখা শিখেছি—কারণ নিজেকে ছোট করে কাউকে বড় করতে চাই না।





    অহংকার নয়, আত্মসম্মান বজায় রাখা শিখেছি—কারণ নিজেকে ছোট করে কাউকে বড় করতে চাই না। 🌟🧍‍♂️
    Like
    Love
    4
    ·32 Views ·0 voorbeeld
  • হজুাো্িৃহ্চবৃবতচৃটত্বচহৃহ্িকাে্েজপৃচপিগচহটগডটহঙিতুনেন কটু যুগ ধাবিত প ট হ্দকোুুতচপযহযি্িদোনগবজ্মdlhuady শস্প য়ফতসিরুফয়্যদজগক্সজকচ্ছকচকক্সক্সজক্সক্কক্কচলইক্স্যিইক্সত্বতদিèè3ëēē_éé_
    হজুাো্িৃহ্চবৃবতচৃটত্বচহৃহ্িকাে্েজপৃচপিগচহটগডটহঙিতুনেন কটু যুগ ধাবিত প ট হ্দকোুুতচপযহযি্িদোনগবজ্মdlhuady শস্প য়ফতসিরুফয়্যদজগক্সজকচ্ছকচকক্সক্সজক্সক্কক্কচলইক্স্যিইক্সত্বতদিèè3ëēē_éé_
    Love
    2
    ·51 Views ·0 voorbeeld

  • প্রাপক:
    জনসাথী প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ
    (ffffttttuuuu67@gmail.com)

    বিষয়: পেন্ডিং টাকার ফেরত প্রসঙ্গে আবেদন

    মাননীয় কর্তৃপক্ষ,

    বিনীত নিবেদন এই যে, আমরা দীর্ঘদিন যাবৎ জনসাথী প্ল্যাটফর্মের একজন সক্রিয় ব্যবহারকারী এবং নিয়মিতভাবে আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একাউন্টে বেশ কিছু টাকা পেন্ডিং অবস্থায় রয়েছে, যা আমরা এখনো পর্যন্ত উত্তোলন করতে পারিনি।

    আমাদের অনুরোধ, আপনি অনুগ্রহ করে দ্রুত আমাদের পেন্ডিং থাকা টাকাগুলো আমাদের একাউন্টে রিফান্ড করুন। যদি কোন কারণে তা সম্ভব না হয়, তবে আমরা চাই টাকাগুলো যেন বিকাশ অথবা নগদ-এর মাধ্যমে আমাদের প্রদান করা হয়। এতে করে আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পেতে পারি এবং আপনাদের প্রতি আমাদের আস্থা বজায় থাকে।

    আমাদের একাউন্ট সম্পর্কিত তথ্য ও বিকাশ/নগদ নম্বর প্রয়োজনে প্রদান করা হবে।

    আশা করি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং দ্রুত সমাধান করবেন।

    ---#Johnosathi


    প্রাপক: জনসাথী প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ (ffffttttuuuu67@gmail.com) বিষয়: পেন্ডিং টাকার ফেরত প্রসঙ্গে আবেদন মাননীয় কর্তৃপক্ষ, বিনীত নিবেদন এই যে, আমরা দীর্ঘদিন যাবৎ জনসাথী প্ল্যাটফর্মের একজন সক্রিয় ব্যবহারকারী এবং নিয়মিতভাবে আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একাউন্টে বেশ কিছু টাকা পেন্ডিং অবস্থায় রয়েছে, যা আমরা এখনো পর্যন্ত উত্তোলন করতে পারিনি। আমাদের অনুরোধ, আপনি অনুগ্রহ করে দ্রুত আমাদের পেন্ডিং থাকা টাকাগুলো আমাদের একাউন্টে রিফান্ড করুন। যদি কোন কারণে তা সম্ভব না হয়, তবে আমরা চাই টাকাগুলো যেন বিকাশ অথবা নগদ-এর মাধ্যমে আমাদের প্রদান করা হয়। এতে করে আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পেতে পারি এবং আপনাদের প্রতি আমাদের আস্থা বজায় থাকে। আমাদের একাউন্ট সম্পর্কিত তথ্য ও বিকাশ/নগদ নম্বর প্রয়োজনে প্রদান করা হবে। আশা করি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং দ্রুত সমাধান করবেন। ---#Johnosathi
    Love
    6
    ·138 Views ·0 voorbeeld
  • "প্রকৃতির রোষ কতটা ভয়ঙ্কর হতে পারে, এই গাছই তার জ্যান্ত প্রমাণ!
    বজ্রপাতের তীব্রতায় এক নিমিষেই ফেটে গেছে শক্ত-পোক্ত এই গাছ।
    সবসময় নিরাপদ স্থানে থাকুন, প্রাকৃতিক দুর্যোগকে হালকা ভাবে নেবেন না।"

    #বজ্রপাত
    #প্রাকৃতিকদুর্যোগ
    #সতর্কতা
    #প্রকৃতিরশক্তি
    #jonosathi
    "প্রকৃতির রোষ কতটা ভয়ঙ্কর হতে পারে, এই গাছই তার জ্যান্ত প্রমাণ! ⚡ বজ্রপাতের তীব্রতায় এক নিমিষেই ফেটে গেছে শক্ত-পোক্ত এই গাছ। সবসময় নিরাপদ স্থানে থাকুন, প্রাকৃতিক দুর্যোগকে হালকা ভাবে নেবেন না।" #বজ্রপাত #প্রাকৃতিকদুর্যোগ #সতর্কতা #প্রকৃতিরশক্তি #jonosathi
    Love
    Like
    Haha
    Wow
    10
    4 Reacties ·101 Views ·0 voorbeeld
  • তজুমদ্দিনে সাংবাদিক ইলিয়াস রনির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সাংবাদিকদের

    এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি
    ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সত্য সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইলিয়াস রনির পিতা, জনাব নুর মোহাম্মদ মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
    গত ৫ মে ২০২৫, মঙ্গলবার দুপুর ১টার দিকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    জনাব নুর মোহাম্মদ মিয়া ছিলেন একজন সজ্জন, নম্র-ভদ্র, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি দীর্ঘদিন তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মধ্যবাজারে 'মেসার্স নুর টেইলার্স'-এর স্বত্বাধিকারী হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং পুরো সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

    তার এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের দৈনিক দ্যা ইনভেস্টর, ভোরের অঙ্গীকার, দক্ষিণাঞ্চল, ভোরের বাংলা, আজকের বরিশাল, কলমের কণ্ঠ, তারুণ্যের বার্তা, দৈনিক ভোলার কাগজ, দৈনিক ভোলা টাইমস, ভোলা পোস্ট, দৈনিক ভোলা প্রকাশ , বরিশাল পোস্ট, রংধনু টিভি, দৈনিক বাংলাদেশ আমার, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক বাংলা খবর, দৈনিক বাংলার আওয়াজ, নুর নিউজ ২৪ ডটকম, দৈনিক বরিশালের ক্রাইম, দৈনিক দেশ চ্যানেলসহ পত্রিকা এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।


    সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
    তজুমদ্দিনে সাংবাদিক ইলিয়াস রনির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সাংবাদিকদের এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সত্য সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইলিয়াস রনির পিতা, জনাব নুর মোহাম্মদ মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৫ মে ২০২৫, মঙ্গলবার দুপুর ১টার দিকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনাব নুর মোহাম্মদ মিয়া ছিলেন একজন সজ্জন, নম্র-ভদ্র, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি দীর্ঘদিন তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মধ্যবাজারে 'মেসার্স নুর টেইলার্স'-এর স্বত্বাধিকারী হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং পুরো সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের দৈনিক দ্যা ইনভেস্টর, ভোরের অঙ্গীকার, দক্ষিণাঞ্চল, ভোরের বাংলা, আজকের বরিশাল, কলমের কণ্ঠ, তারুণ্যের বার্তা, দৈনিক ভোলার কাগজ, দৈনিক ভোলা টাইমস, ভোলা পোস্ট, দৈনিক ভোলা প্রকাশ , বরিশাল পোস্ট, রংধনু টিভি, দৈনিক বাংলাদেশ আমার, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক বাংলা খবর, দৈনিক বাংলার আওয়াজ, নুর নিউজ ২৪ ডটকম, দৈনিক বরিশালের ক্রাইম, দৈনিক দেশ চ্যানেলসহ পত্রিকা এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
    Love
    Like
    Haha
    7
    ·70 Views ·0 voorbeeld
  • বজ্রপাতের কারনে পাবনা র একটি কলেজে গাছের কি অবস্থা দেখুন

    #Viral #trending
    বজ্রপাতের কারনে পাবনা র একটি কলেজে গাছের কি অবস্থা দেখুন😱💔। #Viral #trending
    Love
    Like
    Wow
    17
    1 Reacties ·114 Views ·0 voorbeeld
Zoekresultaten