সবাই Jonosathi Team এর উপর বিশ্বাস রাখবেন। আমিও রাখছি ভবিষ্যতে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ
একটি স্বাধীন স্বপ্ন সাময়িকভাবে থেমে যাচ্ছে, কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে না। প্রিয় Jonosathi পরিবার, আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে— আমরা সাময়িকভাবে Jonosathi বন্ধ করে দিচ্ছি। কেন? কারণ আমরা এই দেশ ও মানুষের জন্য একটি স্বপ্ন দেখেছিলাম— একটি নিজস্ব প্ল্যাটফর্ম বানানোর, যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিদেশি কিছু নয়। এটা "আমাদের বাংলাদেশের", আমাদের Jonosathi!
কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকা খরচ হচ্ছে সার্ভার, ভিডিও আপলোড, ফাইল স্টোরেজের জন্য। এত খরচ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই এই মঞ্চ চালিয়ে নেওয়া এখন আর সম্ভব হচ্ছে না।
তবে আমরা থেমে যেতে চাই না। যদি আমরা আবার Jonosathi চালু করতে পারি, তবে সেটা হবে আরও শক্তিশালীভাবে, নিজেদের প্রচেষ্টায়।
এই সাময়িক বিরতিকে বিদায় নয়, বরং সাময়িক বিরতি হিসেবে নিন। আবার ফিরবো— নতুন উদ্যমে। তখন আপনারাই বলবেন, “হ্যাঁ, আমি ছিলাম Jonosathi-র পাশে, যখন সব বন্ধ ছিল, আমি ছিলাম বিশ্বাসে।”
আপনাদের ইনবক্স ও প্রোফাইল সুসংরক্ষিত থাকবে।
ভালোবাসা ও কৃতজ্ঞতা সহ,
Jonosathi টিম @Jonosathi
#jonosathi #help #support
সবাই Jonosathi Team এর উপর বিশ্বাস রাখবেন। আমিও রাখছি ভবিষ্যতে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ 🥰
একটি স্বাধীন স্বপ্ন সাময়িকভাবে থেমে যাচ্ছে, কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে না। প্রিয় Jonosathi পরিবার, আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে— আমরা সাময়িকভাবে Jonosathi বন্ধ করে দিচ্ছি। কেন? কারণ আমরা এই দেশ ও মানুষের জন্য একটি স্বপ্ন দেখেছিলাম— একটি নিজস্ব প্ল্যাটফর্ম বানানোর, যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিদেশি কিছু নয়। এটা "আমাদের বাংলাদেশের", আমাদের Jonosathi!
কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকা খরচ হচ্ছে সার্ভার, ভিডিও আপলোড, ফাইল স্টোরেজের জন্য। এত খরচ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই এই মঞ্চ চালিয়ে নেওয়া এখন আর সম্ভব হচ্ছে না।
তবে আমরা থেমে যেতে চাই না। যদি আমরা আবার Jonosathi চালু করতে পারি, তবে সেটা হবে আরও শক্তিশালীভাবে, নিজেদের প্রচেষ্টায়।
এই সাময়িক বিরতিকে বিদায় নয়, বরং সাময়িক বিরতি হিসেবে নিন। আবার ফিরবো— নতুন উদ্যমে। তখন আপনারাই বলবেন, “হ্যাঁ, আমি ছিলাম Jonosathi-র পাশে, যখন সব বন্ধ ছিল, আমি ছিলাম বিশ্বাসে।”
আপনাদের ইনবক্স ও প্রোফাইল সুসংরক্ষিত থাকবে।
ভালোবাসা ও কৃতজ্ঞতা সহ,
Jonosathi টিম @Jonosathi #jonosathi #help #support
·60 Views
·0 Vista previa