নিজের শরীরে অনেক রোগের বাসা ছিলো তারপরেও আমার মাকে ফোন করলে আমি জিজ্ঞেস করার আগেই মা'র একটা প্রশ্নের জবাব দিতে হতো 'তোর শরীর কেমন'? আমার মা ৩ বার স্ট্রোক করেছিলো, শরীরের একটা সমস্যার কারনে আরেকটার চিকিৎসা করা যাচ্ছিলো না, শেষ দিকে একটা চোখে খুব সমস্যা হচ্ছিলো কিন্তু অপারেশন করা যায়নি কারন কার্ডিয়াক এবং নিউরো ডাক্তারের অনুমতি পাওয়া যাচ্ছিলোনা৷ এতো সমস্যার পরেও আমার মাকে শরীর কেমন আছে জিজ্ঞেস করে কখনও শুনিনি যে শরীর খারাপ লাগছে! কারন আমি যদি দুশ্চিন্তা করি তাই৷ এমন কোন দিন নেই ভিডিও কল দিয়ে আমাকে দেখেনি৷ আমি কাজে থাকলে কথা বলতে পারতাম না কিন্তু মা কল দিয়ে তাকিয়ে থাকতো৷ সেই ভিডিও কলের অনেকগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যেগুলো এখনও মাঝেমধ্যে দেখি৷৷ মাকে দেখি, অনেক কথা বলতে চাই কিন্তু মা কথা বলে না৷
কিন্তু মায়ের সাথে আরেকবার কথা বলতেই চাই৷ আমার মা স্বার্থপরের মতো শুধু নিজের ভালোবাসা প্রকাশ করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু আমি যে মাকে অনেক ভালোবাসি সেটাতো বলতে পারিনি৷ আল্লাহ্ মৃত্যুর পর প্রথম সেই সুযোগটা করে দিয়েন প্লিজ৷
#Elias Hossain
নিজের শরীরে অনেক রোগের বাসা ছিলো তারপরেও আমার মাকে ফোন করলে আমি জিজ্ঞেস করার আগেই মা'র একটা প্রশ্নের জবাব দিতে হতো 'তোর শরীর কেমন'? আমার মা ৩ বার স্ট্রোক করেছিলো, শরীরের একটা সমস্যার কারনে আরেকটার চিকিৎসা করা যাচ্ছিলো না, শেষ দিকে একটা চোখে খুব সমস্যা হচ্ছিলো কিন্তু অপারেশন করা যায়নি কারন কার্ডিয়াক এবং নিউরো ডাক্তারের অনুমতি পাওয়া যাচ্ছিলোনা৷ এতো সমস্যার পরেও আমার মাকে শরীর কেমন আছে জিজ্ঞেস করে কখনও শুনিনি যে শরীর খারাপ লাগছে! কারন আমি যদি দুশ্চিন্তা করি তাই৷ এমন কোন দিন নেই ভিডিও কল দিয়ে আমাকে দেখেনি৷ আমি কাজে থাকলে কথা বলতে পারতাম না কিন্তু মা কল দিয়ে তাকিয়ে থাকতো৷ সেই ভিডিও কলের অনেকগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যেগুলো এখনও মাঝেমধ্যে দেখি৷৷ মাকে দেখি, অনেক কথা বলতে চাই কিন্তু মা কথা বলে না৷
কিন্তু মায়ের সাথে আরেকবার কথা বলতেই চাই৷ আমার মা স্বার্থপরের মতো শুধু নিজের ভালোবাসা প্রকাশ করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু আমি যে মাকে অনেক ভালোবাসি সেটাতো বলতে পারিনি৷ আল্লাহ্ মৃত্যুর পর প্রথম সেই সুযোগটা করে দিয়েন প্লিজ৷
#Elias Hossain
·589 Views
·3 Shares
·0 Reviews