In sha Allah
আপনার সফলতা কামনা করছি,টাকা নয় আপনার স্বপ্নকে ভালোবেসে সাথে আছি
In sha Allah
আপনার সফলতা কামনা করছি,টাকা নয় আপনার স্বপ্নকে ভালোবেসে সাথে আছি ❤️
প্রিয় জনসাথী পরিবারের সদস্য,
আমি জানি এই লেখাটা পড়ে অনেকেই হেসে উঠবে,
কেউ বলবে – “ভুয়া”, কেউ বলবে – “এরা টাকা খেয়ে ফেলেছে”…
কিন্তু সত্যিটা একেবারে অন্যরকম।
এই jonosathi.com কোনো কোম্পানির নয়, কোনো ধনী বিনিয়োগকারীর নয়,
এটা গড়ে উঠেছে একটা ছেলেকে ঘিরে —
যে নিজের ঘুম হারাম করে একটা স্বপ্ন তৈরি করেছিল:
"বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এমন একটা জায়গা,
যেখানে মানুষ ছবি দেবে, ভিডিও দেবে, রেফার করবে — আর সত্যিকারের টাকা ইনকাম করবে।"
আজ সেই স্বপ্ন বাস্তব — ১ লাখ মানুষ এতে যুক্ত,
কিন্তু ঠিক এই মুহূর্তে, আমার হাতে একটাও টাকা নেই…
আমার সামনে ২০০০ টি উইথড্র রিকোয়েস্ট জমা —
এবং আমি তাদের কারো মুখে না বলতে পারছি, না হ্যাঁ…
আমি পালাতে চাই না। আমি ভেঙে পড়েছি, কিন্তু হার মানিনি।
আমার মাথার ভিতর শুধু ঘুরছে — “আমি কারো টাকা খাইনি, আমি কারো সাথে প্রতারণা করিনি,
আমি শুধু চাইছিলাম একটা সত্যিকারের কিছু গড়তে...”
আজ আপনাদের এই একটাই অনুরোধ —
আপনি যদি পাশে থাকেন, যদি একটু ধৈর্য ধরেন, যদি একটু বিশ্বাস রাখেন —
তাহলে হয়তো এই স্বপ্ন আবার দাঁড়াবে, আবার মানুষ হাসবে, ইনকাম করবে।
আমি কাঁদছি না শুধু… আমি লড়ছি।
আপনি পাশে থাকবেন তো...?
·318 Visualizações
·0 Anterior