ইরান নতুন ব্যালিস্টিক মিসাইল ‘কাসেম বাসির’ উন্মোচন করেছে। ১,২০০ কিলোমিটার পাল্লার এই নতুন ব্যালিস্টিক মিসাইল এ অত্যাধুনিক কিছু প্রযুক্তি, যা ফাঁকি দেবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন,
এই মিসাইল যুক্তরাষ্ট্রের THAAD প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম।
ইরান তার ‘True Promise’ অভিযানের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে এবং সেই শিক্ষা কাজে লাগিয়ে তারা কাসেম বাসির নামের নতুন এই ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। এই মিসাইলটিকে এমনভাবে উন্নত করা হয়েছে যাতে এটি অধিক গতিশীল এবং প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হয়।
আগের অভিযানে ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু মিসাইল থামাতে পারলেও, এবার ইরানের লক্ষ্য ছিল সেই প্রতিরোধ ভেঙে ফেলা। তাই তারা এমন প্রযুক্তি যোগ করেছে যাতে ইন্টারসেপশন রেট অনেক কমে আসে।
তাদের কারিগরি বিশ্লেষণে ধরা পড়েছে, এই নতুন মডেলের মিসাইলের মাত্র ৫% হয়তো প্রতিহত করা সম্ভব হবে—বাকি ৯৫% সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
মূল কথা, ইরান যুদ্ধের মাঠের অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে কৌশলগত ও প্রযুক্তিগতভাবে নিজেদের অস্ত্রভাণ্ডারকে আরও কার্যকর করে তোলার চেষ্টা করছে।
ছবি AI নির্মিত।
#iran #irannews #worldnews
ইরান নতুন ব্যালিস্টিক মিসাইল ‘কাসেম বাসির’ উন্মোচন করেছে। ১,২০০ কিলোমিটার পাল্লার এই নতুন ব্যালিস্টিক মিসাইল এ অত্যাধুনিক কিছু প্রযুক্তি, যা ফাঁকি দেবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন,
এই মিসাইল যুক্তরাষ্ট্রের THAAD প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম।
ইরান তার ‘True Promise’ অভিযানের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে এবং সেই শিক্ষা কাজে লাগিয়ে তারা কাসেম বাসির নামের নতুন এই ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। এই মিসাইলটিকে এমনভাবে উন্নত করা হয়েছে যাতে এটি অধিক গতিশীল এবং প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হয়।
আগের অভিযানে ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু মিসাইল থামাতে পারলেও, এবার ইরানের লক্ষ্য ছিল সেই প্রতিরোধ ভেঙে ফেলা। তাই তারা এমন প্রযুক্তি যোগ করেছে যাতে ইন্টারসেপশন রেট অনেক কমে আসে।
তাদের কারিগরি বিশ্লেষণে ধরা পড়েছে, এই নতুন মডেলের মিসাইলের মাত্র ৫% হয়তো প্রতিহত করা সম্ভব হবে—বাকি ৯৫% সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
মূল কথা, ইরান যুদ্ধের মাঠের অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে কৌশলগত ও প্রযুক্তিগতভাবে নিজেদের অস্ত্রভাণ্ডারকে আরও কার্যকর করে তোলার চেষ্টা করছে।
ছবি AI নির্মিত। #iran #irannews #worldnews