শুভ রাত্রি/Good Night
চাঁদের আলোয় লেখা, স্বপ্নের গান,
নিশি বাতাসে ভেসে আসে প্রিয় জনের টান।
তারা বলে, "ঘুমাও এখন, ক্লান্তি সব ভুলে",
স্বপ্নেরা দাঁড়িয়ে আছে, চোখ দু’টি তুলে।
মনের আকাশে শান্তির জোছনা ঢেলে,
রাতের কাহিনি লিখুক নিঃশব্দে, ধীরে।
শুভ রাত্রি প্রিয়, হোক তোমার রাত মধুর,
ভালোবাসার ছায়ায় থাকো তুমি সুরভিত ভরপুর।
লেখক:- [মো:আকাশ খান]
শুভ রাত্রি/Good Night
চাঁদের আলোয় লেখা, স্বপ্নের গান,
নিশি বাতাসে ভেসে আসে প্রিয় জনের টান।
তারা বলে, "ঘুমাও এখন, ক্লান্তি সব ভুলে",
স্বপ্নেরা দাঁড়িয়ে আছে, চোখ দু’টি তুলে।
মনের আকাশে শান্তির জোছনা ঢেলে,
রাতের কাহিনি লিখুক নিঃশব্দে, ধীরে।
শুভ রাত্রি প্রিয়, হোক তোমার রাত মধুর,
ভালোবাসার ছায়ায় থাকো তুমি সুরভিত ভরপুর।
লেখক:- [মো:আকাশ খান]
·169 Ansichten
·0 Vorschau