Search | Jono Sathi - Bangladeshi Social Media Platform

Upgrade to Pro

বিজ্ঞাপন ব্যানার
এখানে আপনার বিজ্ঞাপন দিন
  • জীবনে অনেক কষ্ট করেছি এখনো সফল হয়নি। আমার বিশ্বাস কোন একদিন সফলতা অর্জন করব।
    জীবনে অনেক কষ্ট করেছি এখনো সফল হয়নি। আমার বিশ্বাস কোন একদিন সফলতা অর্জন করব।
    Love
    Like
    4
    1 Comments ·115 Views ·0 Reviews
  • মা তার মেয়েকে বলে—
    'মা রে, মনে রাখিস...
    মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এই পথটা খুব সহজ নয়…
    স্বামীর সংসার করতে গেলে,
    শ্বশুরবাড়িতে টিকে থাকতে গেলে
    প্রতিদিন নিজেকে একটু একটু করে গিলে ফেলতে হয়…
    কখনো অন্ধ হয়ে দেখতে না পারার ভান করতে হয়,
    কখনো বধির হয়ে না শোনার অভিনয় করতে হয়,
    আর কখনো বোবা হয়ে চুপচাপ সহ্য করে যেতে হয় সবকিছু…
    এই সমাজ খুব হিসেবি মা রে...
    তুই কাঁদলে কেউ পাশে দাঁড়াবে না,
    আর তুই যদি প্রতিবাদ করিস,
    তোকেই দোষী বানাবে, স্বেচ্ছাচারিণী বলবে…!
    তাই শিখে নিস, কখন কাঁদতে হবে চুপচাপ,
    আর কখন হাসিমুখে সমস্ত কষ্ট লুকিয়ে যেতে হবে… মেয়ে হয়ে জন্মেছিস
    এই কথাটুকু সবসময় মনে রাখিস মা রে…'
    এ যেন ভালোবাসার ছায়ায় ঢাকা একটা নিঃশব্দ সতর্কবার্তা
    যেখানে মা মেয়েকে শেখায়,
    কি করে চোখের জল চেপে, মুখে হাসি রেখে
    নিজেকে হারিয়ে ফেলেও সংসার টিকিয়ে রাখতে হয়…
    মা তার মেয়েকে বলে— 'মা রে, মনে রাখিস... মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এই পথটা খুব সহজ নয়… 🥀 স্বামীর সংসার করতে গেলে, শ্বশুরবাড়িতে টিকে থাকতে গেলে প্রতিদিন নিজেকে একটু একটু করে গিলে ফেলতে হয়… কখনো অন্ধ হয়ে দেখতে না পারার ভান করতে হয়, কখনো বধির হয়ে না শোনার অভিনয় করতে হয়, আর কখনো বোবা হয়ে চুপচাপ সহ্য করে যেতে হয় সবকিছু… 😔💔 এই সমাজ খুব হিসেবি মা রে... তুই কাঁদলে কেউ পাশে দাঁড়াবে না, আর তুই যদি প্রতিবাদ করিস, তোকেই দোষী বানাবে, স্বেচ্ছাচারিণী বলবে…! তাই শিখে নিস, কখন কাঁদতে হবে চুপচাপ, আর কখন হাসিমুখে সমস্ত কষ্ট লুকিয়ে যেতে হবে… মেয়ে হয়ে জন্মেছিস এই কথাটুকু সবসময় মনে রাখিস মা রে…' এ যেন ভালোবাসার ছায়ায় ঢাকা একটা নিঃশব্দ সতর্কবার্তা যেখানে মা মেয়েকে শেখায়, কি করে চোখের জল চেপে, মুখে হাসি রেখে নিজেকে হারিয়ে ফেলেও সংসার টিকিয়ে রাখতে হয়…
    Love
    3
    ·49 Views ·0 Reviews
  • তারা ঢাকা থেকে এসেছে
    আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়াল করছেন। আমিও তাদের সবকিছু ফলো করছি। ছেলেটা একমুহূর্তের জন্যও মেয়েটির হাত ছাড়ছে না। ভদ্রমহিলাটা হঠাৎ তাদের জিগ্যেস করলো এমনে যে মাইনসের সামনে হাত দইরা বইয়া আছ বাবা মাইসে তো অনেককিছু কানাকানি করতাছে। তুমি কি হেরে বেশি ভালোবাসো?
    কইত্তে আইছো তোমরা? কই যাইবা? বাড়ি কই? নাম কি তোমডার?
    ছেলেটি বললো চাচি আমার নাম আরিফ ওর নাম হলো তারিন। আমরা ঢাকা থেকে এসেছি।
    আমি তাকে অনেক ভালোবাসি। দুই বছর হলো আমাদের সম্পর্ক। ওর বড় ভাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে তাকে দুইদিন ঘরে আটকে রেখে খুব মেরেছে। তার মা আমাকে পছন্দ করতো তাই আজকে আমরা সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আসার সময় তার মা আমার হাতে তার মেয়েকে তুলে দিয়ে বললো আমার মেয়ের হাত কখনো ছেড়ো না বাবা, ওর বাবা নেই তুমি তারিনকে কখনো কষ্ট দিও না।
    চাচি ভালোবাসা কি আমি বুঝি না আমি শুধু ওরে বুঝি, যা হবে পরে দেখা যাবে। যা ভাবার ভাবুক লোকে এই হাত আমরণ আগলে রাখবো।

    ভদ্রমহিলাটা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললো, আমিও তোমার চাচার লগে ভাইগ্গা আইছিলাম। এই যে হাত ধরলো এক লগে বুড়ো বুড়ি হইলাম। কতো সুখ দুঃখ এক লগে কাটাইলাম বাবা! তোমার চাচা বড় বালা মানুষ আছিলো, পাঁচবছর আগে মইরা গেছে। কবরটা আমার ঘরের জানালার পাশে দিছি, যতোদিন বাঁইচ্চা থাকমু তার কবরটা দেইখা কাটাই দিমু।

    এমন অনেক ছোট বড় ভালোবাসার গল্প আছে আমাদের আসেপাশে। চামড়া ঝুলে যায়, চশমার পাওয়ার বেড়ে যায় তবুও ভালোবাসা কমে না! রাগ, অভিমান, সুখ, দুঃখ নিয়ে তারা একসাথে কাটিয়ে দেয় বেশ কয়েকটি যুগ।
    ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ও ভালোবাসার মানুষগুলো।
    তারা ঢাকা থেকে এসেছে 🙂 আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়াল করছেন। আমিও তাদের সবকিছু ফলো করছি। ছেলেটা একমুহূর্তের জন্যও মেয়েটির হাত ছাড়ছে না। ভদ্রমহিলাটা হঠাৎ তাদের জিগ্যেস করলো এমনে যে মাইনসের সামনে হাত দইরা বইয়া আছ বাবা মাইসে তো অনেককিছু কানাকানি করতাছে। তুমি কি হেরে বেশি ভালোবাসো? কইত্তে আইছো তোমরা? কই যাইবা? বাড়ি কই? নাম কি তোমডার? ছেলেটি বললো চাচি আমার নাম আরিফ ওর নাম হলো তারিন। আমরা ঢাকা থেকে এসেছি। আমি তাকে অনেক ভালোবাসি। দুই বছর হলো আমাদের সম্পর্ক। ওর বড় ভাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে তাকে দুইদিন ঘরে আটকে রেখে খুব মেরেছে। তার মা আমাকে পছন্দ করতো তাই আজকে আমরা সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আসার সময় তার মা আমার হাতে তার মেয়েকে তুলে দিয়ে বললো আমার মেয়ের হাত কখনো ছেড়ো না বাবা, ওর বাবা নেই তুমি তারিনকে কখনো কষ্ট দিও না। চাচি ভালোবাসা কি আমি বুঝি না আমি শুধু ওরে বুঝি, যা হবে পরে দেখা যাবে। যা ভাবার ভাবুক লোকে এই হাত আমরণ আগলে রাখবো। ভদ্রমহিলাটা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললো, আমিও তোমার চাচার লগে ভাইগ্গা আইছিলাম। এই যে হাত ধরলো এক লগে বুড়ো বুড়ি হইলাম। কতো সুখ দুঃখ এক লগে কাটাইলাম বাবা! তোমার চাচা বড় বালা মানুষ আছিলো, পাঁচবছর আগে মইরা গেছে। কবরটা আমার ঘরের জানালার পাশে দিছি, যতোদিন বাঁইচ্চা থাকমু তার কবরটা দেইখা কাটাই দিমু। এমন অনেক ছোট বড় ভালোবাসার গল্প আছে আমাদের আসেপাশে। চামড়া ঝুলে যায়, চশমার পাওয়ার বেড়ে যায় তবুও ভালোবাসা কমে না! রাগ, অভিমান, সুখ, দুঃখ নিয়ে তারা একসাথে কাটিয়ে দেয় বেশ কয়েকটি যুগ। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ও ভালোবাসার মানুষগুলো। ❤️
    ·55 Views ·0 Reviews
  • নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি..!!
    (সূরা আশ-শারহ:৬)
    নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি..!! 🌤️❤️ (সূরা আশ-শারহ:৬)
    Like
    1
    ·72 Views ·0 Reviews
  • আসলে জানেন তো, আমরা অনেক সময় ভেবে নিই—কাউকে খুব কাছে পেলেই, তাদের জীবনেও আমাদের অবস্থান ততটাই গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যিটা হচ্ছে, আমরা অনেক সময়ই শুধু তাদের জীবনের একটি “সময় পার করার” চরিত্র মাত্র।

    আমরা মনে করি, আমাদের না থাকলে তাদের জীবন থমকে যাবে। ভাবি, আমাদের জায়গাটা তারা কখনোই কাউকে দেবে না। কিন্তু বাস্তব বলছে—তারা দিব্যি কাটিয়ে দেয়, হাসে, আনন্দ করে অন্য সঙ্গীদের সঙ্গে। আমরা যাদের গুরুত্ব দিই, ভালোবাসি, সবকিছু ভাগ করে নিই—তারাই হয়ত আমাদের জায়গাটা অন্য কাউকে দিয়ে দেয় সহজেই।

    সব সম্পর্কেই সমতা থাকে না। আমরা যাদের নিজের ভাবি, তারা হয়ত কখনোই আমাদের ততটা আপন ভাবে না। আমরা হয়ত তাদের গল্পের এক ছোট অধ্যায়, কিন্তু তারা আমাদের পুরো উপন্যাস জুড়ে।

    এটাই হয়ত কিছু সম্পর্কের সবচেয়ে কষ্টের কিন্তু নিখুঁত বাস্তবতা।
    আসলে জানেন তো, আমরা অনেক সময় ভেবে নিই—কাউকে খুব কাছে পেলেই, তাদের জীবনেও আমাদের অবস্থান ততটাই গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যিটা হচ্ছে, আমরা অনেক সময়ই শুধু তাদের জীবনের একটি “সময় পার করার” চরিত্র মাত্র। আমরা মনে করি, আমাদের না থাকলে তাদের জীবন থমকে যাবে। ভাবি, আমাদের জায়গাটা তারা কখনোই কাউকে দেবে না। কিন্তু বাস্তব বলছে—তারা দিব্যি কাটিয়ে দেয়, হাসে, আনন্দ করে অন্য সঙ্গীদের সঙ্গে। আমরা যাদের গুরুত্ব দিই, ভালোবাসি, সবকিছু ভাগ করে নিই—তারাই হয়ত আমাদের জায়গাটা অন্য কাউকে দিয়ে দেয় সহজেই। সব সম্পর্কেই সমতা থাকে না। আমরা যাদের নিজের ভাবি, তারা হয়ত কখনোই আমাদের ততটা আপন ভাবে না। আমরা হয়ত তাদের গল্পের এক ছোট অধ্যায়, কিন্তু তারা আমাদের পুরো উপন্যাস জুড়ে। এটাই হয়ত কিছু সম্পর্কের সবচেয়ে কষ্টের কিন্তু নিখুঁত বাস্তবতা।
    Love
    Like
    7
    1 Comments ·83 Views ·0 Reviews
  • তুমি যদি আমার পাশে থাক কোনো কষ্ট ই আমায় ছুতে পারে না!!
    তুমি যদি আমার পাশে থাক কোনো কষ্ট ই আমায় ছুতে পারে না!! 🥰❤️
    Love
    Like
    Sad
    18
    ·241 Views ·0 Reviews
  • ✦❁━༺༻━❁✦
    ❝সত্যিকার বন্ধু সেই, যে কষ্টের সময় হাত ধরে রাখে, মুখে নয়!❞

    ✦❁━༺༻━❁✦
    ✦❁━༺💜🌺💜༻━❁✦ ❝সত্যিকার বন্ধু সেই, যে কষ্টের সময় হাত ধরে রাখে, মুখে নয়!❞ 💖🤝✨ ✦❁━༺💜🌺💜༻━❁✦
    Love
    Like
    5
    ·82 Views ·0 Reviews
  • আমি কখনো তোমারে আমার
    মনের অজান্তে হলেও কষ্ট দিবো না।
    আমি যানি ?
    আমি তোমার কত সখের!
    আর তুমি ও যানো তুমি আমার
    কত সখের
    আমি কখনো তোমারে আমার মনের অজান্তে হলেও কষ্ট দিবো না। আমি যানি ? আমি তোমার কত সখের! ❤️ আর তুমি ও যানো তুমি আমার কত সখের ❤️🥰😊
    Love
    Like
    Angry
    20
    3 Comments ·248 Views ·0 Reviews
  • মা যদি কষ্ট পায় তার ছেলের কাছে বলে
    আর ছেলের বউ বল্লেই
    মা বলে বউ আমার নামে বদনাম করে
    এগুলো কেমন মানুষ
    মা যদি কষ্ট পায় তার ছেলের কাছে বলে আর ছেলের বউ বল্লেই মা বলে বউ আমার নামে বদনাম করে 🥰😊 এগুলো কেমন মানুষ 😔🥺
    Love
    Like
    Wow
    18
    1 Comments ·250 Views ·0 Reviews
  • যত বেশি মন খারাপ করবেন
    তত মানুষ আপনাকে কষ্ট দিবে
    যত বেশি মন খারাপ করবেন তত মানুষ আপনাকে কষ্ট দিবে 😊🥀
    Like
    Love
    Sad
    23
    1 Comments ·247 Views ·0 Reviews
  • যে মানুষটা নীরবতা বুঝে না-সে কখনোই হৃদের কষ্টটা অনুভব করতে পারেনা
    যে মানুষটা নীরবতা বুঝে না-সে কখনোই হৃদের কষ্টটা অনুভব করতে পারেনা❤️‍🔥💔🖤
    Like
    Love
    5
    ·69 Views ·0 Reviews
  • Marketing Skill শিখে বা Marketing Skill কোনো কাজে লাগে না যারা বলেন তাদের জন্য


    আজকের দুনিয়ায় Marketing বা Lead Generation Skill সবচাইতে দামী বলে গণ্য করা হয়।

    কারণ, আপনি যে Skill এই দক্ষতা অর্জন করেন না কেনো, Marketing এ দক্ষতা না থাকলে সেই Skill এর কোনো Value নেই মার্কেটে।

    আপনি আপনার দক্ষতা বা Skill কে যত মানুষের সামনে পৌঁছাতে পারবেন ততই আপনার Grow হবে, আপনি যেকোনো Skill এ দক্ষতা অর্জন করলেন ঠিকই কিন্তু নিজের Networking না বাড়াইলে আপনার সে Skill বড় কিছু এনে দিতে আপনাকে পারবে না।

    আপনি আজকের দিনে Offline এ ও যদি Job করেন সেখানে দেখতে পাবেন Marketing এর কাজে Benefit বেশি

    ঠিক তেমনি আপনি Online এ ও যে Skill টাই শিখেন না কেনো আপনার একটা Network বা একটা Team অবশ্যই অবশ্যই Matter করে আপনাকে বড় কিছু পাওয়ার ক্ষেত্রে

    Marketing টাকে আমরাই মূল্যহীন বানিয়ে ফেলেছি কিন্তু মজার বিষয় আপনি নিজেও ভেবে দেখেন Online + Offline সব জায়গাতেই আপনি Higher Level এর কিছু একটা করতে চাইলে আপনার Marketing Skill লাগবেই নিজের Networking বাড়াইতে

    বাস্তব একটা বিষয় নিয়ে কথা বলি চলেন, জানি আপনারা বিরক্ত হচ্ছেন কিন্তু এটুকু কষ্ট করে পড়েন আর একটু বোঝার চেষ্টা করেন....

    মার্কেটে যখন আমরা যায় তখন কি সব দোকানেই একই ভিড় বা Customers দেখতে পাই?

    Answer : কখনোই না
    কারণ আপনি Business করতে গেলেও আপনার Marketing Skill প্রথম লাগবে। যার Marketing Skill যত বেশি তাদেরই দেখবেন Business করে বড় কিছু করতে

    আপনি পৃথিবীর যেখানেই যান না কেনো Marketing Skill সবার আগে প্রয়োজন এই Marketing ছাড়া মানুষ বড় কিছু করতে পারে না।

    "কথাগুলো একবার হলেও ভেবে দেখবেন" আজকে যে Marketing Skill কে আমরা মূল্যহীন ভাবছি, আসলেই কী তা মূল্যহীন?

    না কি Success এর প্রথম অধ্যায়টায় Marketing Skill আর নিজের Networking
    Marketing Skill শিখে বা Marketing Skill কোনো কাজে লাগে না যারা বলেন তাদের জন্য👇 🌟আজকের দুনিয়ায় Marketing বা Lead Generation Skill সবচাইতে দামী বলে গণ্য করা হয়। কারণ, আপনি যে Skill এই দক্ষতা অর্জন করেন না কেনো, Marketing এ দক্ষতা না থাকলে সেই Skill এর কোনো Value নেই মার্কেটে। আপনি আপনার দক্ষতা বা Skill কে যত মানুষের সামনে পৌঁছাতে পারবেন ততই আপনার Grow হবে, আপনি যেকোনো Skill এ দক্ষতা অর্জন করলেন ঠিকই কিন্তু নিজের Networking না বাড়াইলে আপনার সে Skill বড় কিছু এনে দিতে আপনাকে পারবে না। আপনি আজকের দিনে Offline এ ও যদি Job করেন সেখানে দেখতে পাবেন Marketing এর কাজে Benefit বেশি✅ ঠিক তেমনি আপনি Online এ ও যে Skill টাই শিখেন না কেনো আপনার একটা Network বা একটা Team অবশ্যই অবশ্যই Matter করে আপনাকে বড় কিছু পাওয়ার ক্ষেত্রে💯 Marketing টাকে আমরাই মূল্যহীন বানিয়ে ফেলেছি কিন্তু মজার বিষয় আপনি নিজেও ভেবে দেখেন Online + Offline সব জায়গাতেই আপনি Higher Level এর কিছু একটা করতে চাইলে আপনার Marketing Skill লাগবেই নিজের Networking বাড়াইতে😊 বাস্তব একটা বিষয় নিয়ে কথা বলি চলেন, জানি আপনারা বিরক্ত হচ্ছেন কিন্তু এটুকু কষ্ট করে পড়েন আর একটু বোঝার চেষ্টা করেন.... মার্কেটে যখন আমরা যায় তখন কি সব দোকানেই একই ভিড় বা Customers দেখতে পাই? Answer : কখনোই না❕❗ কারণ আপনি Business করতে গেলেও আপনার Marketing Skill প্রথম লাগবে। যার Marketing Skill যত বেশি তাদেরই দেখবেন Business করে বড় কিছু করতে💯 আপনি পৃথিবীর যেখানেই যান না কেনো Marketing Skill সবার আগে প্রয়োজন এই Marketing ছাড়া মানুষ বড় কিছু করতে পারে না। "কথাগুলো একবার হলেও ভেবে দেখবেন" আজকে যে Marketing Skill কে আমরা মূল্যহীন ভাবছি, আসলেই কী তা মূল্যহীন? না কি Success এর প্রথম অধ্যায়টায় Marketing Skill আর নিজের Networking ❗❕
    Love
    Like
    7
    ·74 Views ·0 Reviews
More Results