আলোছায়ার ফাঁকে নীল
আজকের আকাশটা কেমন যেন বিষণ্ন,
নীল রঙটা ঢেকে আছে হালকা ধূসর পরত দিয়ে—
যেন কোনো না বলা অনুভব জমে আছে ওপরে।
পাখিরা ডানায় ভর দিয়ে ফিরছে ঘরে,
আর আমি তাকিয়ে আছি—
একটা চেনা মুখ কি আজও আকাশের দিকে তাকায়?
হাওয়াটা কেমন নিঃশব্দ আজ,
তার ফিসফিসে ডাকও যেন ব্যর্থ,
কারণ যে শব্দ হৃদয়ে বাজে,
তা আর বাতাসে মিশে যেতে চায় না।
আকাশে ছড়িয়ে আছে অদৃশ্য চিঠির মতো মেঘ,
প্রতিটা রেখায় আঁকা কিছু ভুল বোঝাবুঝির গল্প।
হয়তো কারও চোখে জল আসছে,
আর কেউ তা বুঝেই না।
এই সন্ধ্যা শুধু নীরবতা ভালোবাসে,
কেননা শব্দের ভেতরেও আজকেও নেই উত্তর।
হয়তো আমিও আকাশের এক কোণ,
যেখানে কেউ তাকায় না কখনও—
তবুও রয়ে যাই, অপেক্ষায়…
আলোছায়ার ফাঁকে নীল
আজকের আকাশটা কেমন যেন বিষণ্ন,
নীল রঙটা ঢেকে আছে হালকা ধূসর পরত দিয়ে—
যেন কোনো না বলা অনুভব জমে আছে ওপরে।
পাখিরা ডানায় ভর দিয়ে ফিরছে ঘরে,
আর আমি তাকিয়ে আছি—
একটা চেনা মুখ কি আজও আকাশের দিকে তাকায়?
হাওয়াটা কেমন নিঃশব্দ আজ,
তার ফিসফিসে ডাকও যেন ব্যর্থ,
কারণ যে শব্দ হৃদয়ে বাজে,
তা আর বাতাসে মিশে যেতে চায় না।
আকাশে ছড়িয়ে আছে অদৃশ্য চিঠির মতো মেঘ,
প্রতিটা রেখায় আঁকা কিছু ভুল বোঝাবুঝির গল্প।
হয়তো কারও চোখে জল আসছে,
আর কেউ তা বুঝেই না।
এই সন্ধ্যা শুধু নীরবতা ভালোবাসে,
কেননা শব্দের ভেতরেও আজকেও নেই উত্তর।
হয়তো আমিও আকাশের এক কোণ,
যেখানে কেউ তাকায় না কখনও—
তবুও রয়ে যাই, অপেক্ষায়…