Atualize para o Pro

কি করলে অ্যাকাউন্ট ব্যান হবে ?

Jonosathi অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণসমূহ (বিস্তারিত নীতিমালা)

Jonosathi.com একটি নিরাপদ, সম্মানজনক ও সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো ব্যবহারকারী যদি নিচের নিয়মাবলি লঙ্ঘন করেন, তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান, সাসপেন্ড বা রিমুভ করা হতে পারে।

১. প্রতারণামূলক ইনকাম বা রেফার পদ্ধতির অপব্যবহার

  • বারবার নিজেই ভুয়া অ্যাকাউন্ট খুলে রেফার করে পয়েন্ট নেওয়া।
  • এক ডিভাইস বা IP থেকে একাধিক ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে ইনকাম করা।
  • নিজেই নিজের কনটেন্টে বারবার লাইক, কমেন্ট ও ভিউ দিয়ে পয়েন্ট অর্জনের চেষ্টা।
  • অটোমেটিক টুল বা বট ব্যবহার করে ভিউ বাড়ানো।
  • অন্যকে ঠকিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রেফার সংগ্রহ করা।

২. আপত্তিকর ও বেআইনি কনটেন্ট প্রকাশ

  • অশ্লীল, পর্নোগ্রাফিক, যৌন ইঙ্গিতপূর্ণ ছবি/ভিডিও/পোস্ট আপলোড করা।
  • সহিংসতা, ঘৃণা, হিংসাত্মক বা সাম্প্রদায়িক উস্কানি মূলক কনটেন্ট।
  • শিশু নির্যাতন সংক্রান্ত ছবি বা তথ্য শেয়ার করা।
  • রাষ্ট্রবিরোধী, গুজব বা বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো।

৩. অন্য ব্যবহারকারীর প্রতি হুমকি বা হয়রানি

  • কাউকে অপমান, গালিগালাজ বা হুমকি দেওয়া।
  • ব্যঙ্গ, বিদ্রূপ বা ব্যক্তিগত আক্রমণ।
  • ধর্ম, জাতি, জেন্ডার, ভাষা ইত্যাদি ভিত্তিক বিদ্বেষ ছড়ানো।

৪. সিস্টেম অপব্যবহার ও হ্যাকিং প্রচেষ্টা

  • স্ক্রিপ্ট, সার্ভার বা কোডে অননুমোদিত প্রবেশ বা পরিবর্তনের চেষ্টা।
  • ওয়ালেট বা পয়েন্ট সিস্টেমে ত্রুটি খুঁজে অন্যায়ভাবে পয়েন্ট নেওয়া।
  • স্প্যামিং, স্ক্যাম লিঙ্ক বা ফিশিং লিংক শেয়ার করা।

৫. ব্যক্তিগত তথ্য অপব্যবহার

  • ফেক প্রোফাইল তৈরি করা।
  • অন্যের ফোন, ঠিকানা, একাউন্ট বা গোপন তথ্য প্রকাশ করা।
  • অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ভিডিও বা কনটেন্ট আপলোড করা।

৬. অননুমোদিত বিজ্ঞাপন ও প্রচার

  • বিটলি, অ্যাফিলিয়েট বা এমএলএম লিঙ্ক বারবার শেয়ার।
  • স্ক্যাম অফার বা “Earn Fast” প্রতারণা।

৭. ফেক ভেরিফিকেশন বা পরিচয়

  • ভুয়া ডকুমেন্ট দিয়ে ব্লু ব্যাজ নেওয়ার চেষ্টা।
  • জনপ্রিয় ব্যক্তি বা ব্র্যান্ড সেজে প্রোফাইল চালানো।

৮. Terms, Policy ও Guideline লঙ্ঘন

  • Jonosathi-র শর্ত না মেনে প্ল্যাটফর্ম ব্যবহার।
  • ভুল তথ্য ছড়িয়ে অন্যদের বিভ্রান্ত করা।

অ্যাকাউন্ট ব্যান হওয়ার পরিণতি

  • পয়েন্ট, ব্যালেন্স ও ইনকাম বাতিল হয়ে যাবে।
  • সকল কনটেন্ট ও তথ্য মুছে ফেলা হবে।
  • পুনরায় Jonosathi ব্যবহার করা থেকে বিরত রাখা হবে।
  • প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
আমরা যেকোনো সময় ব্যবহারকারীর অ্যাকাউন্ট পর্যবেক্ষণ ও ব্যান করার অধিকার সংরক্ষণ করি — যাতে Jonosathi নিরাপদ ও উপযোগী থাকে।