গরুর গাড়ি নিয়ে জামালপুর থেকে শেরপুর এসেছে এক গাড়িয়াল ভাই। ১৮ কিলোমিটার পথ ৪ ঘন্টা সময় লেগেছে। গরুগুলো দেখেই চোখ আটকে যায়। ছবি তুলতে চাই, এটা বলা মাত্রই ওনি গাড়িটা থামিয়ে ছবি তুলতে দিল। ওনাকে ভাংতি ৩০ টাকা দিয়েছি তাতেই খুশি! ছবিগুলো যখন দেখছিলাম, রোদের কারণে বিবর্ণ লাগতেছিল, আবার ছবি তুলার জন্য ওনার গাড়িটা খুঁজে বের করি। গরু্র গাড়ি হওয়াতে খুঁজতে খুব বেশি সময় লাগে নি। ওনাকে বললাম, ভাই আগের ছবিগুলো ভালো হয়নি, আরো কিছু ছবি তুলব। ওনি তখন কিছুটা বিরক্ত ,তবে না করল না। আবার ছবি তুললাম, ১০০ টাকার একটা নোট দিলাম। ওনার হাসিটা দেখে মনে হলো ১০০ টাকা দিয়ে সবচেয়ে দামি জিনিসটা কিনেছি। অথচ ওনি জানে না, এই ছবি থেকেও অনেকেই ১০০ স্টার দিবে, অনেক ড*লারও আসবে। আমি এই ছবি থেকে যত টাকা পাবো , পুরো টাকা টা তাকে উপহার হিসেবে দিয়ে দিব। কথা দিলাম..
#thoughtsofbillal
গরুর গাড়ি নিয়ে জামালপুর থেকে শেরপুর এসেছে এক গাড়িয়াল ভাই। ১৮ কিলোমিটার পথ ৪ ঘন্টা সময় লেগেছে। গরুগুলো দেখেই চোখ আটকে যায়। ছবি তুলতে চাই, এটা বলা মাত্রই ওনি গাড়িটা থামিয়ে ছবি তুলতে দিল। ওনাকে ভাংতি ৩০ টাকা দিয়েছি তাতেই খুশি! ছবিগুলো যখন দেখছিলাম, রোদের কারণে বিবর্ণ লাগতেছিল, আবার ছবি তুলার জন্য ওনার গাড়িটা খুঁজে বের করি। গরু্র গাড়ি হওয়াতে খুঁজতে খুব বেশি সময় লাগে নি। ওনাকে বললাম, ভাই আগের ছবিগুলো ভালো হয়নি, আরো কিছু ছবি তুলব। ওনি তখন কিছুটা বিরক্ত ,তবে না করল না। আবার ছবি তুললাম, ১০০ টাকার একটা নোট দিলাম। ওনার হাসিটা দেখে মনে হলো ১০০ টাকা দিয়ে সবচেয়ে দামি জিনিসটা কিনেছি। অথচ ওনি জানে না, এই ছবি থেকেও অনেকেই ১০০ স্টার দিবে, অনেক ড*লারও আসবে। আমি এই ছবি থেকে যত টাকা পাবো , পুরো টাকা টা তাকে উপহার হিসেবে দিয়ে দিব। কথা দিলাম..
#thoughtsofbillal
·121 Просмотры
·0 предпросмотр