


@Abrarhasnat
33 Posts
22 Photos
Lives in Feni
From Matiyagodam
Male
28/12/2003
-
আমি ভাবতাম-মানুষ চেনা খুব কঠিন কিছু না, হাসি দেখলেই ভাবতাম, এই বুঝি আপন! আস্তে আস্তে বুঝেছি-চেহারা নয়, মনটাই ছিলো মুখোশে।
যাদের ভালোবেসে বুকের ভেতর জায়গা দিলাম, তারা একে একে শিখিয়ে দিল-ভুল মানুষকে বেছে নেওয়াই আমার অভ্যাস।
আজ নিজেকে প্রশ্ন করি-কতবার ভুল করেছি?
উত্তর আসে না, শুধু অভিমান জমে থাকে বুকের কোণে... শুধু একবার ইচ্ছে করে, কেউ বলুক-"তোমার মতো মানুষকে কখনোই ভুলভাবে নেওয়া যায় নাআমি ভাবতাম-মানুষ চেনা খুব কঠিন কিছু না, হাসি দেখলেই ভাবতাম, এই বুঝি আপন! আস্তে আস্তে বুঝেছি-চেহারা নয়, মনটাই ছিলো মুখোশে। যাদের ভালোবেসে বুকের ভেতর জায়গা দিলাম, তারা একে একে শিখিয়ে দিল-ভুল মানুষকে বেছে নেওয়াই আমার অভ্যাস। আজ নিজেকে প্রশ্ন করি-কতবার ভুল করেছি? উত্তর আসে না, শুধু অভিমান জমে থাকে বুকের কোণে... শুধু একবার ইচ্ছে করে, কেউ বলুক-"তোমার মতো মানুষকে কখনোই ভুলভাবে নেওয়া যায় না
More Stories