Md Rofik

Обновить до Про

বিজ্ঞাপন ব্যানার
এখানে আপনার বিজ্ঞাপন দিন
Md  Rofik

  • আলোছায়ার ফাঁকে নীল

    আজকের আকাশটা কেমন যেন বিষণ্ন,
    নীল রঙটা ঢেকে আছে হালকা ধূসর পরত দিয়ে—
    যেন কোনো না বলা অনুভব জমে আছে ওপরে।

    পাখিরা ডানায় ভর দিয়ে ফিরছে ঘরে,
    আর আমি তাকিয়ে আছি—
    একটা চেনা মুখ কি আজও আকাশের দিকে তাকায়?

    হাওয়াটা কেমন নিঃশব্দ আজ,
    তার ফিসফিসে ডাকও যেন ব্যর্থ,
    কারণ যে শব্দ হৃদয়ে বাজে,
    তা আর বাতাসে মিশে যেতে চায় না।

    আকাশে ছড়িয়ে আছে অদৃশ্য চিঠির মতো মেঘ,
    প্রতিটা রেখায় আঁকা কিছু ভুল বোঝাবুঝির গল্প।
    হয়তো কারও চোখে জল আসছে,
    আর কেউ তা বুঝেই না।

    এই সন্ধ্যা শুধু নীরবতা ভালোবাসে,
    কেননা শব্দের ভেতরেও আজকেও নেই উত্তর।
    হয়তো আমিও আকাশের এক কোণ,
    যেখানে কেউ তাকায় না কখনও—
    তবুও রয়ে যাই, অপেক্ষায়…
    আলোছায়ার ফাঁকে নীল আজকের আকাশটা কেমন যেন বিষণ্ন, নীল রঙটা ঢেকে আছে হালকা ধূসর পরত দিয়ে— যেন কোনো না বলা অনুভব জমে আছে ওপরে। পাখিরা ডানায় ভর দিয়ে ফিরছে ঘরে, আর আমি তাকিয়ে আছি— একটা চেনা মুখ কি আজও আকাশের দিকে তাকায়? হাওয়াটা কেমন নিঃশব্দ আজ, তার ফিসফিসে ডাকও যেন ব্যর্থ, কারণ যে শব্দ হৃদয়ে বাজে, তা আর বাতাসে মিশে যেতে চায় না। আকাশে ছড়িয়ে আছে অদৃশ্য চিঠির মতো মেঘ, প্রতিটা রেখায় আঁকা কিছু ভুল বোঝাবুঝির গল্প। হয়তো কারও চোখে জল আসছে, আর কেউ তা বুঝেই না। এই সন্ধ্যা শুধু নীরবতা ভালোবাসে, কেননা শব্দের ভেতরেও আজকেও নেই উত্তর। হয়তো আমিও আকাশের এক কোণ, যেখানে কেউ তাকায় না কখনও— তবুও রয়ে যাই, অপেক্ষায়…
    Like
    Love
    Sad
    6
    ·64 Просмотры ·0 предпросмотр
  • তোমার চোখে সন্ধ্যার আলো খেলে, তুমি জানো না।
    আমার দুচোখে শুধুই তোমার ছবি ভাসে, তুমি জানো না।
    ভাঙা জানালার ফাঁক দিয়ে আসা হাওয়া জানে, আমার নিঃশব্দ দীর্ঘশ্বাসের কথা, তুমি জানো না।
    একটা নাম বারবার লিখে ফেলি খাতার পেছনের পাতায়, তুমি জানো না।
    তোমার প্রিয় গান এখন আমার ঘুমের ওষুধ হয়ে উঠেছে, তুমি জানো না।

    তুমি জানো না, রাত হলে আমার দরজার পাশে তোমার ছায়া খুঁজি।
    তুমি জানো না, তোমার ফেলে যাওয়া রুমালটা এখনো আমার বুক পকেটে থাকে।
    তুমি জানো না, কতোটা অভিমান জমে আছে আমার চুপ থাকা কথাগুলোয়।
    আমার চায়ের কাপ এখন তোমার নাম নিয়েই ধোঁয়া তোলে, তুমি জানো না।
    তুমি জানো না, ভালোবাসা মানে শুধু বলা নয়, তা প্রতিটা নিঃশ্বাসে বাঁচা।

    তুমি যেটা জানো সেটা হলো, ঝগড়া করে গেলে আমার চোখে জল এনে দিতে।
    তুমি জানো কিভাবে আমার নামটা একটু ধীরে বলে আমায় থামিয়ে দিতে হয়।
    তুমি পারো এক চিমটি হাসিতে সব রাগ ভাসিয়ে দিতে।
    তুমি জানো না, সেই হাসিটাই আমার প্রতিদিন বাঁচার কারণ।

    তোমার ঠোঁটের কোনে লেগে থাকা শব্দগুলো আমার পৃথিবী।
    তুমি মানেই আমার ঘর, আমার দুনিয়া।
    তোমার কপালের টিপটা শুধু সাজ নয়—ওটা আমার শান্তি।
    তোমার চোখে সন্ধ্যার আলো খেলে, তুমি জানো না। আমার দুচোখে শুধুই তোমার ছবি ভাসে, তুমি জানো না। ভাঙা জানালার ফাঁক দিয়ে আসা হাওয়া জানে, আমার নিঃশব্দ দীর্ঘশ্বাসের কথা, তুমি জানো না। একটা নাম বারবার লিখে ফেলি খাতার পেছনের পাতায়, তুমি জানো না। তোমার প্রিয় গান এখন আমার ঘুমের ওষুধ হয়ে উঠেছে, তুমি জানো না। তুমি জানো না, রাত হলে আমার দরজার পাশে তোমার ছায়া খুঁজি। তুমি জানো না, তোমার ফেলে যাওয়া রুমালটা এখনো আমার বুক পকেটে থাকে। তুমি জানো না, কতোটা অভিমান জমে আছে আমার চুপ থাকা কথাগুলোয়। আমার চায়ের কাপ এখন তোমার নাম নিয়েই ধোঁয়া তোলে, তুমি জানো না। তুমি জানো না, ভালোবাসা মানে শুধু বলা নয়, তা প্রতিটা নিঃশ্বাসে বাঁচা। তুমি যেটা জানো সেটা হলো, ঝগড়া করে গেলে আমার চোখে জল এনে দিতে। তুমি জানো কিভাবে আমার নামটা একটু ধীরে বলে আমায় থামিয়ে দিতে হয়। তুমি পারো এক চিমটি হাসিতে সব রাগ ভাসিয়ে দিতে। তুমি জানো না, সেই হাসিটাই আমার প্রতিদিন বাঁচার কারণ। তোমার ঠোঁটের কোনে লেগে থাকা শব্দগুলো আমার পৃথিবী। তুমি মানেই আমার ঘর, আমার দুনিয়া। তোমার কপালের টিপটা শুধু সাজ নয়—ওটা আমার শান্তি।
    Love
    Like
    10
    ·124 Просмотры ·0 предпросмотр
  • মানুষকে আঘাত করা যতটা সহজ,
    ততটাই দুর্লভ হয়—একজন বোঝার মানুষ।
    যে হৃদয় ক্ষতবিক্ষত বহুবার,
    কেন জানি না, সেইখানেই বারবার লাগে আঘাত।

    যেখানে বসে মন খুঁজে পায় শান্তি,
    ঠিক সেখান থেকেই তাকে ওঠাতে হয় জোর করে।
    যে ঠিকানাকে মনে হয়—এইবার বুঝি চিরস্থায়ী,
    সেই ঘরই ভেঙে পড়ে, বিনা নোটিশে।

    জীবনের এইসব নিয়ম বোধহয় লিখে গেছে কালের কালো হরফে—
    যে জীবনকে তুমি দেখেছিলে সহজ সরল চোখে,
    সে জীবনই তোমার খাতায় সাজিয়ে দেয়
    সবচেয়ে কঠিন অংকের প্রশ্নপত্র।

    মানুষকে আঘাত করা যতটা সহজ, ততটাই দুর্লভ হয়—একজন বোঝার মানুষ। যে হৃদয় ক্ষতবিক্ষত বহুবার, কেন জানি না, সেইখানেই বারবার লাগে আঘাত। যেখানে বসে মন খুঁজে পায় শান্তি, ঠিক সেখান থেকেই তাকে ওঠাতে হয় জোর করে। যে ঠিকানাকে মনে হয়—এইবার বুঝি চিরস্থায়ী, সেই ঘরই ভেঙে পড়ে, বিনা নোটিশে। জীবনের এইসব নিয়ম বোধহয় লিখে গেছে কালের কালো হরফে— যে জীবনকে তুমি দেখেছিলে সহজ সরল চোখে, সে জীবনই তোমার খাতায় সাজিয়ে দেয় সবচেয়ে কঠিন অংকের প্রশ্নপত্র।
    Love
    Like
    7
    3 Комментарии ·74 Просмотры ·0 предпросмотр
  • জীবন কে আনন্দ রাখবেন।। রাখার দায়িত্ব আপনার তাই মাঝে মধ্যে পাহাড়ে ঘুরতে যাবে মনটা অনেক ভালো ফ্রেশ হয়ে যাবে
    জীবন কে আনন্দ রাখবেন।। রাখার দায়িত্ব আপনার তাই মাঝে মধ্যে পাহাড়ে ঘুরতে যাবে মনটা অনেক ভালো ফ্রেশ হয়ে যাবে
    Love
    Like
    5
    ·78 Просмотры ·0 предпросмотр
  • Like
    Love
    9
    1 Комментарии ·56 Просмотры ·0 предпросмотр
  • Like
    Love
    9
    2 Комментарии ·52 Просмотры ·0 предпросмотр
Больше