মেসির উল্থান এর গল্প
Sports |
2025-05-09 13:32:30
এক কাপ চা ও কিছু কথা
বৃষ্টির সন্ধ্যা। টিনের চালের ওপর টুপটাপ শব্দ… সে এসে বললো, “চা খাবে?” আমি তাকিয়ে হাসলাম, “তুই বানালে তো চিরকাল খেতে পারি।”
সে চুপচাপ চলে গেল। ফিরে এলো এক কাপ চা নিয়ে, আর দু’চোখ ভরা না বলা কথা।
চা ঠান্ডা হচ্ছিল, কিন্তু সে গরম হয়ে উঠছিল ভেতরটা— বলতে পারছিল না ভালোবাসি, আমিও পারছিলাম না ধরে রাখতে হাতটা।