BNP থাকতে হাসনাত নায়ক হয় কেমনে!

বি এন পি থাকতে , ছাত্রদল থাকতে হাসনাত ভাই কিভাবে নায়ক হল ?
এই মুহূর্তে বিএনপি দেশে অনেকটা ভিলেন হয়ে গেছে। নায়ক NCP শিবির ও জামাত।
জুলাই বিপ্লবে তারেক রহমান ছাত্রদের সাথে মিটিং করে, অন্যদিকে ফখরুল স্যার মিডিয়ার সামনে বলেছিলেন, “আমরা ছাত্রদের সাথে নেই।”
এটা না বললে কী হত? চুপ থাকলে কী হত?
শিবির জামাত তো বলেনি কোনো কথা! কাজ করেছে গোপনে গোপনে।
জুলাই বিপ্লবে বিএনপির বড় কোনো নেতা প্রকাশ্যে মাঠে না থাকলেও সব শ্রেণি-পেশার লোক মাঠে ছিল।
এমনও হয়েছে—বাবা আওয়ামী লীগের নেতা, ছেলে স্কুলে-কলেজে পড়েন—তারাও আন্দোলনে ছিল।
এজন্য বলা যাবে না আওয়ামী লীগও জুলাই আন্দোলনের অংশীদার।
তবে বিএনপির নেতারা বারবার কেন এত ভুল সিদ্ধান্ত নেন, এটা বুঝতে পারি না।
আমি বিএনপিকে পছন্দ করি, তাই বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নিলে ভালো বোধ করি না।
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নের সাথে গেলে কী হত? গিয়ে কথা না বলতেন, পানি সাপ্লাই দিতেন, খাবার দিতেন! এত ভয় নিয়ে রাজনীতি করবেন?
আমি বিএনপি পছন্দ করি, বললে কী সমস্যা? আপনারা ভালো করলে পাশে আছি, মন্দ করলে নেই।
শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাতে সাংবাদিক ইলিয়াস হোসেন কত শত বিপদে ছিল , আছে আমেরিকায়, একটু খবর নিয়ে দেখতে পারেন।
এ মানুষগুলো তো আপনাদের মতো ম্যানেজ করে চলে না। আপনারা কখনও চুপ্পুর পক্ষে, কখনও সেনাবাহিনীর প্রধানের পক্ষে, কখনও সংবিধানকে কোরআন মনে করেন।
একবার ভাবেন না—গত সতেরোটা বছর কিভাবে কেটেছে আপনাদের ছোট ছোট নেতাকর্মীদের।
অনেকে আমায় বলে কেন দেশে যাই না—এ বিষয়ে আপনাদের অজানা থাকার কথা নয়।
ডিআইজি হাবিব আমায় হুমকি দিয়েছিল, অনেকে ইমেইলে এবং ফেসবুকে সরাসরি নিয়মিত হুমকি দিত।
আমার পরিবার এজন্য আমায় দেশে যেতে দেয় না।
আমার অপরাধ—আমি সত্যের পক্ষে কথা বলতাম।
জনাব ফখরুল স্যার বলেছেন, “আঠারো কোটি মানুষ চায় না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক।”
তাহলে হাসনাত ভাই তো সঠিক কাজই করছেন! আপনারা কেন তাঁদের পাশে দাঁড়ালেন না?
ঠিক আছে, তাঁদের সাথে যাবেন না।
আলাদা একটা জায়গায় আপনার দলের লোকজন আলাদা বসতেন, আলাদা বলতেন।
আমি ভেবেছিলাম অন্তত হুম্মাম কাদের চৌধুরী বা তাঁর পরিবার যাবেন, না যাক, অন্তত একটা পোস্ট দেবেন। উনারাও গেলেন না।
শেখ হাসিনাও বলতেন—উনি নির্বাচিত, উনি বৈধ, উনি সংবিধান মেনে আপনাদের ফাঁ*সি দিচ্ছেন, মা*রছেন, দেশছাড়া করছেন।
এর নাম কি সংবিধান?
ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারী—যার চার সন্তান রয়েছে—তার ওপর সংঘটিত হওয়া গণধ**র্ষণের কথা সবাই জানে।
তখন কোথায় ছিল আপনাদের সংবিধান?
বিএনপির হুইপকে যারা দৌড়িয়ে পেটালো, তখন কোথায় ছিল আপনাদের সংবিধান?
ইলিয়াস আলী আজও নিখোঁজ? সংবিধানকে বলেন—ইলিয়াস আলীকে এনে দিতে!
একজন মন্ত্রী তারেক রহমানের মেয়েকে নিয়ে লাইভে অশালীন মন্তব্য করেছিল—তাকেও কি ভুলে গেলেন?
এই ছিল আপনাদের সংবিধান?
আজ হাজার হাজার বিএনপি কর্মী বিদেশের মাটিতে শ্রমিক হয়ে জীবন চালাচ্ছে।
কেউ সৌদিতে, কেউ মালয়েশিয়ায়, কেউ সিঙ্গাপুরে।
তাদের আত্মত্যাগের ঋণ শোধ করতে বলেন আপনার সংবিধানকে।
শুধু কর্মী নয়—সাংবাদিক ইলিয়াস হোসেন, নির্বাচনে কারচুপি প্রকাশ করে মহা বিপদে পড়ে কোনোরকমে জীবন নিয়ে পালিয়েছেন।
কনক সরোয়ার পালিয়ে আসার পর উনার বোনকে মাসের পর মাস জেলে রেখে চলেছে অমানুষিক নির্যাতন।
পিনাকী ভট্টাচার্য—সবারই ভাগ্যে জুটেছে পালিয়ে বাঁচা।
গত সতেরো বছর কেন তারেক রহমান দেশের বাইরে? কোথায় ছিল আপনাদের সংবিধান?
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে মদের বোতল দিয়ে অপমান—উনার কান্নার কথা ভুলে গেছেন?
উনাকে মিথ্যা মামলায় জেলে রেখে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা হয়েছিল—কোথায় ছিল আপনাদের সংবিধান?
৫৭ জন আর্মি অফিসার শেষ—সংবিধান কেন রক্ষা করল না তাঁদের?
নারায়ণগঞ্জ সাতজনসহ সারা দেশে কতজনকে নাই করে দেওয়া হয়েছে? কী করেছে এই সংবিধান?
সংবিধানকে জিজ্ঞেস করুন—চৌধুরী আলম, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, ২০১০ সালে নিখোঁজ—তাকে এনে দিতে।
অনেকটা নিশ্চিত, নির্বাচনে বেশি আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে।
ক্ষমতায় এসেই কি বদলে ফেলতে পারবে সব কিছু?
এতগুলো ছেলে জীবন দিল—যারা বেঁচে আছে, তাদের জীবনও অনিশ্চিত।
ওরা NCP করেছে প্রধানমন্ত্রী হতে নয়, নিজের জীবন বাঁচাতে।
ওরা ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে।
আপনারা চাইলেই ওদের বুকে নিতে পারতেন।
তা না করে ওদের লাথি মেরে সরিয়ে দিলেন, জামাত-শিবির বুকে টেনে নিল।
এটা আপনাদের ইতিহাসের সেরা ভুল ছিল।
যেটা সবাই বুঝলেও আপনারা বুঝতে পারছেন না।
যে দলই ক্ষমতায় যাক—নেতা-কর্মীরা চুরি করবে।
বাংলাদেশে এটা বন্ধ করা অসম্ভব। কারণ রাজনীতি হলো পেশা।
তবে জামাতীরা ছাত্র অবস্থা থেকে ব্যবসা শুরু করে—উনাদের বিষয়ে আমার জানা নেই ।
কোন সময়ই মিডিয়া আপনাদের পক্ষে ছিল না।
ওরা প্রথম দিন থেকে আপনাদের ছোট জিনিসগুলো বড় করে প্রচার করবে।
সাথে থাকবে অন্যান্য দলের মানুষ, যেমনটা হচ্ছে এখন।
ক্ষমতায় থাকা আপনাদের দিনগুলো হবে প্রচণ্ড কঠিন।
দলের এমন মেধাবী নেতাদের দিয়ে দেশ চালানো সম্ভব কি না—নিজেরা ভেবে দেখবেন।
আপনারা মেধাশূন্য, ভীতু ছিলেন বলেই গত সতেরো বছর ‘আপা’ আপনাদের দৌড়ের উপর রেখেছিলেন।
একটা কথা মনে রাখবেন—জামাত-শিবির হলো আগুন।
এরা কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত।
এদের অনেকের সাথে আমার কথা হত।
একজন শিবির সমান এক হাজার ছাত্রদল।
একজন ম*রলে একজন পরবে, বাকিরা সামনে আগাবে।
আপনাদের এমন কর্মী আছে?
আর এ জামাত-শিবির এগিয়েছে কার সহযোগিতায়, এটাও সবাই জানে।
ধীরে ধীরে হিসাব জটিল করে ফেলছেন আপনারা।
এখনও সময় আছে, চাইলে অনেক কিছু ঘটতে পারে।
আপনারা জনপ্রিয়—এতে সন্দেহ নেই।
আওয়ামী লীগও জনপ্রিয় ছিল।
জনগণ ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, প্রশাসন ছিল।
সময়মত হেলিকপ্টার না পেলে যে কী হত—নিশ্চয়ই বুঝতে পারছেন।
## #hasnatabdullah #BNPNEWS #BNPMediaCell #BNP #hasnatabdullah #hasnatabdullahnews #ncp #বাংলাদেশেরখবর #bangla #Bangladesh #bangladeshi





