Like#follow#
🔍 AI কীভাবে বদলে দিচ্ছে শেখার ধরণ? বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শুধু প্রযুক্তি প্রেমীদের বিষয় নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এর প্রভাব দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। 🎓 ১. পার্সোনাল টিউটর এখন স্ক্রিনে AI এখন এমন অ্যাপ বা টুল তৈরি করেছে, যা প্রতিটি ছাত্রের দক্ষতা ও দুর্বলতা বুঝে সেই অনুযায়ী সাজেস্ট করে দেয় কীভাবে পড়লে ভালো ফল পাওয়া সম্ভব।...
বিয়ে আবেগের বশেই হয়ে যাওয়া উচিত। উঠতি বয়সে প্রায় সব মেয়েদেরই প্রচন্ড বিয়ের মোহ থাকে। এ বয়সে মেয়েরা প্রেমে পড়লেই বিয়ের জন্য ব্যাকুল হয়ে উঠে। এমন কি পালিয়ে বিয়ে করতেও এক পায়ে প্রস্তুত থাকে তারা। কিন্তু যদি না কারো সাথে দীর্ঘ ও গভীর কোন এফেয়ার থাকে, বয়স বাড়লে, শিক্ষিত হলে, বিয়ের প্রতি তাদের অধিকাংশেরই একটা অনীহা জন্ম নেয়। পড়ালেখা করে ক্যারিয়ার গড়বার এক দুরন্ত জেদ চেপে বসে তাদের মনে। সে সময়ে...