সুন্দরপুর নামের একটি ছোট গ্রামে পাঁচজন বন্ধু ছিল—রহিম, করিম, হরি, গোপাল ও শ্যামল। তারা সবাই কৃষিকাজ করত এবং খুব ঘনিষ্ঠ ছিল। প্রতিদিন মাঠে একসাথে কাজ করত, দুপুরে একসাথে খেত। একবছর খরার কারণে ফসল নষ্ট হয়ে যায়। অনেকেই গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু এই পাঁচজন হাল ছাড়ে না। তারা গ্রামের পুকুর খুঁড়ে সেচের ব্যবস্থা করে। পরের বছর তাদের খেতে ভালো ফসল হয়। গ্রামের লোকজন আবার ফিরে আসে। পাঁচ বন্ধুর ঐক্য আর পরিশ্রমে গ্রামটি
সুন্দরপুর নামের একটি ছোট গ্রামে পাঁচজন বন্ধু ছিল—রহিম, করিম, হরি, গোপাল ও শ্যামল। তারা সবাই কৃষিকাজ করত এবং খুব ঘনিষ্ঠ ছিল। প্রতিদিন মাঠে একসাথে কাজ করত, দুপুরে একসাথে খেত। একবছর খরার কারণে ফসল নষ্ট হয়ে যায়। অনেকেই গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু এই পাঁচজন হাল ছাড়ে না। তারা গ্রামের পুকুর খুঁড়ে সেচের ব্যবস্থা করে। পরের বছর তাদের খেতে ভালো ফসল হয়। গ্রামের লোকজন আবার ফিরে আসে। পাঁচ বন্ধুর ঐক্য আর পরিশ্রমে গ্রামটি