স্বার্থপর" একটি ভাবনা, একটি প্রতিবাদ, আর একটি আত্মঅন্বেষণের যাত্রা। আমাদের চারপাশের সমাজ, সম্পর্ক ও বাস্তবতাকে আমরা দেখি এক নতুন দৃষ্টিকোণ থেকে — যেখানে নিজের চাওয়া-পাওয়ার টানাপোড়েন, আত্মকেন্দ্রিকতা ও ভালোবাসার মুখোশ খুলে আসে নির্মম বাস্তবতায়।
এই পেজে আমরা গল্প, কবিতা, উক্তি, চিত্র ও চিন্তাধারার মাধ্যমে তুলে ধরতে চাই সেইসব বাস্তব রূপ, যেগুলো আমরা বুঝেও এড়িয়ে যাই। স্বার্থপরতা এখানে নেতিবাচক নয় — বরং এক রকম আত্মসচেতনতা, নিজের অস্তিত্বের দায়ভার নেওয়া।