রাহাত একদিন তার দাদার পুরনো ঘড়ি খুলে দেখতে গিয়ে আবিষ্কার করল ঘড়ির ভেতরে একটা ছোট শহর! সেখানে ছোট ছোট লোকেরা বাস করে—তারা সময় ঠিক রাখে, ঘড়ির কাঁটা চালায়, আর মিনিট গেলে ঘণ্টা বাজায়।
রাহাত খুব অবাক! একদিন এক ছোট মানুষ তাকে ডাকে, “এসো, তোমার জন্য একটা জায়গা খালি!”
হঠাৎ রাহাত চোখের পলকে ঘড়ির ভেতর ঢুকে পড়ে!
ওখানে সে দেখে, সময় ঠিক রাখা কত কঠিন কাজ! যদি কেউ একটু অলস হয়, পুরো পৃথিবীর সময় এলোমেলো হয়ে যায়!
একবার সে ভুল করে সকাল ৭টাকে বিকেল ৭ করে দেয়—ফলে পুরো পৃথিবী বিভ্রান্ত!
অবশেষে সে বুঝে যায়, সময় শুধু ঘড়ির কাঁটা না—এটা দায়িত্ব, শৃঙ্খলা আর পরিশ্রমের ব্যাপার। সে আবার বাস্তব জগতে ফিরে আসে।
---
শিক্ষা: সময়কে সম্মান করলে, সময় তোমাকে সঠিক পথে চালাবে। আর ঘড়ি শুধু সময় বলে না—সে নিজেই একটা রহস্যময় দুনিয়া!
রাহাত খুব অবাক! একদিন এক ছোট মানুষ তাকে ডাকে, “এসো, তোমার জন্য একটা জায়গা খালি!”
হঠাৎ রাহাত চোখের পলকে ঘড়ির ভেতর ঢুকে পড়ে!
ওখানে সে দেখে, সময় ঠিক রাখা কত কঠিন কাজ! যদি কেউ একটু অলস হয়, পুরো পৃথিবীর সময় এলোমেলো হয়ে যায়!
একবার সে ভুল করে সকাল ৭টাকে বিকেল ৭ করে দেয়—ফলে পুরো পৃথিবী বিভ্রান্ত!
অবশেষে সে বুঝে যায়, সময় শুধু ঘড়ির কাঁটা না—এটা দায়িত্ব, শৃঙ্খলা আর পরিশ্রমের ব্যাপার। সে আবার বাস্তব জগতে ফিরে আসে।
---
শিক্ষা: সময়কে সম্মান করলে, সময় তোমাকে সঠিক পথে চালাবে। আর ঘড়ি শুধু সময় বলে না—সে নিজেই একটা রহস্যময় দুনিয়া!
রাহাত একদিন তার দাদার পুরনো ঘড়ি খুলে দেখতে গিয়ে আবিষ্কার করল ঘড়ির ভেতরে একটা ছোট শহর! সেখানে ছোট ছোট লোকেরা বাস করে—তারা সময় ঠিক রাখে, ঘড়ির কাঁটা চালায়, আর মিনিট গেলে ঘণ্টা বাজায়।
রাহাত খুব অবাক! একদিন এক ছোট মানুষ তাকে ডাকে, “এসো, তোমার জন্য একটা জায়গা খালি!”
হঠাৎ রাহাত চোখের পলকে ঘড়ির ভেতর ঢুকে পড়ে!
ওখানে সে দেখে, সময় ঠিক রাখা কত কঠিন কাজ! যদি কেউ একটু অলস হয়, পুরো পৃথিবীর সময় এলোমেলো হয়ে যায়!
একবার সে ভুল করে সকাল ৭টাকে বিকেল ৭ করে দেয়—ফলে পুরো পৃথিবী বিভ্রান্ত!
অবশেষে সে বুঝে যায়, সময় শুধু ঘড়ির কাঁটা না—এটা দায়িত্ব, শৃঙ্খলা আর পরিশ্রমের ব্যাপার। সে আবার বাস্তব জগতে ফিরে আসে।
---
শিক্ষা: সময়কে সম্মান করলে, সময় তোমাকে সঠিক পথে চালাবে। আর ঘড়ি শুধু সময় বলে না—সে নিজেই একটা রহস্যময় দুনিয়া!


·48 Views
·0 Reviews