Md Rasel Islam Rana - অবশেষে ফ্রান্সও স্বীকার করলো, পাকিস্তানের...

Upgrade to Pro

বিজ্ঞাপন ব্যানার
এখানে আপনার বিজ্ঞাপন দিন
Auto Popup Pro Banner
অবশেষে ফ্রান্সও স্বীকার করলো, পাকিস্তানের দাবি সত্য।

ইতিহাসে এই প্রথম ফরাসি জেট রাফাল কোন কমব্যাটে হাইরা গেল।

ভারতের জন্য এইটা বিশাল এক পরাজয়। দিনরাত ২৪ ঘন্টা রাফালের গর্বে এদের পা মাটিতে পড়তো না।

পাকিস্তান আর চায়নার জন্য বিরাট একটা জয়ই বলতে হবে।

এই পরাজয় ভারতকে রিয়েলিটি চেকও দিলো। পাকিস্তান কোন অ্যাটাকে না যাইয়া জাস্ট ডিফেন্স করেই ৫ টা জেট খাইয়া দিছে।

নূন্যতম লজ্জা থাকলে এদের যুদ্ধের শখ এবারের মতো মিটবে।

আগেও বলেছি, ইসলামাবাদের ভাগ্যের সাথেই ঢাকার ভাগ্যও জড়িত। আপাতত মোদি আর বাড়াবাড়ির সাহস করবে না বলেই বিশ্বাস করি।

তবে বাংলাদেশের উচিত ইমিডিয়েট চায়নার সাথে ডিল করে এই জেট এয়ারফোর্সে এড করা। যাতে আমাদের উপর এটাক আসলে আমরাও ভারতের দুই চারটা রাফাল ফেলে দিতে পারি।

এই ন্যাক্কারজনক হামলায় ৭ বছরের এক শিশুসহ বহু মানুষ শহীদ হয়ে গেছেন।

মহান আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফিরদাউস দান করুক।

তিনি যেন এই রক্তপিপাসু সাম্রাজ্যবাদী দেশটার করুণ পরিণতি দেখার সুযোগ আমাদের দেন।
#Sadiqur Rohoman Khan
অবশেষে ফ্রান্সও স্বীকার করলো, পাকিস্তানের দাবি সত্য। ইতিহাসে এই প্রথম ফরাসি জেট রাফাল কোন কমব্যাটে হাইরা গেল। ভারতের জন্য এইটা বিশাল এক পরাজয়। দিনরাত ২৪ ঘন্টা রাফালের গর্বে এদের পা মাটিতে পড়তো না। পাকিস্তান আর চায়নার জন্য বিরাট একটা জয়ই বলতে হবে। এই পরাজয় ভারতকে রিয়েলিটি চেকও দিলো। পাকিস্তান কোন অ্যাটাকে না যাইয়া জাস্ট ডিফেন্স করেই ৫ টা জেট খাইয়া দিছে। নূন্যতম লজ্জা থাকলে এদের যুদ্ধের শখ এবারের মতো মিটবে। আগেও বলেছি, ইসলামাবাদের ভাগ্যের সাথেই ঢাকার ভাগ্যও জড়িত। আপাতত মোদি আর বাড়াবাড়ির সাহস করবে না বলেই বিশ্বাস করি। তবে বাংলাদেশের উচিত ইমিডিয়েট চায়নার সাথে ডিল করে এই জেট এয়ারফোর্সে এড করা। যাতে আমাদের উপর এটাক আসলে আমরাও ভারতের দুই চারটা রাফাল ফেলে দিতে পারি। এই ন্যাক্কারজনক হামলায় ৭ বছরের এক শিশুসহ বহু মানুষ শহীদ হয়ে গেছেন। মহান আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফিরদাউস দান করুক। তিনি যেন এই রক্তপিপাসু সাম্রাজ্যবাদী দেশটার করুণ পরিণতি দেখার সুযোগ আমাদের দেন। #Sadiqur Rohoman Khan
Love
Like
Wow
41
4 Comments ·599 Views ·0 Reviews