Md Rasel Islam Rana - আওয়ামিলীগ প্রসঙ্গে উপদেষ্টা সহ কিছু রাজনৈতিক...

Upgrade to Pro

আওয়ামিলীগ প্রসঙ্গে উপদেষ্টা সহ কিছু রাজনৈতিক দলের সাথে মিটিং হয়েছে আজ। সেখানেও আওয়ামিলীগ নিষিদ্ধ না করে যুগলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসনাত মিটিং প্রত্যাখ্যান করে বলেছে আওয়ামিলীগ রাজনিতি করলে আমি রাজনিতি করবোনা। এরপর সবাইকে ত্যাগ করে একাই যমুনার সামনে চলে আসে অবস্থান নিতে। এনসিপি নেতারা যমুনার সামনে অবস্থান নিক এটা পার্টির সিনিয়র নেতারা চাননি। কিন্তু হাসনাত আবদুল্লাহ একাই বিদ্রোহ করে। বাধ্য হয়ে এনসিপির বাকি নেতারা অংশ নেন, এরপর আস্তে আস্তে জুলাইর অংশিরা হাসনাতকে সমর্থন জানায়।

জুলাই আমাদের আর কিছু দিক বা না দিক। হাসনাতের মতো একজন আপোষহীন ক্যাপ্টেন দিয়েছে। যার পিছনে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখতে পারি। শুভকামনা হাসনাত।
আওয়ামিলীগ প্রসঙ্গে উপদেষ্টা সহ কিছু রাজনৈতিক দলের সাথে মিটিং হয়েছে আজ। সেখানেও আওয়ামিলীগ নিষিদ্ধ না করে যুগলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসনাত মিটিং প্রত্যাখ্যান করে বলেছে আওয়ামিলীগ রাজনিতি করলে আমি রাজনিতি করবোনা। এরপর সবাইকে ত্যাগ করে একাই যমুনার সামনে চলে আসে অবস্থান নিতে। এনসিপি নেতারা যমুনার সামনে অবস্থান নিক এটা পার্টির সিনিয়র নেতারা চাননি। কিন্তু হাসনাত আবদুল্লাহ একাই বিদ্রোহ করে। বাধ্য হয়ে এনসিপির বাকি নেতারা অংশ নেন, এরপর আস্তে আস্তে জুলাইর অংশিরা হাসনাতকে সমর্থন জানায়। জুলাই আমাদের আর কিছু দিক বা না দিক। হাসনাতের মতো একজন আপোষহীন ক্যাপ্টেন দিয়েছে। যার পিছনে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখতে পারি। শুভকামনা হাসনাত।
Love
Like
Haha
Wow
47
2 Comments ·563 Views ·0 Reviews