Upgrade to Pro

অবশ্যই, নিচে শুধু গল্পটা আলাদা করে দিলাম:


---

নাম: "কালো জানালার মানুষটা"

রাতে বারোটা। ঢাকার উপকণ্ঠে পুরনো বাড়িটা নীরব, কেবল ঘড়ির টিকটিক শব্দ। তিথি, সদ্য শহর থেকে ফিরে এসেছে, দাদুর ফেলে যাওয়া বাড়িতে। বিদ্যুৎ ছিল না। মোমবাতি জ্বালিয়ে সে জানালার পাশে বসে ছিল। হঠাৎ জানালার ওপারে একটা ছায়া—উঁচু লম্বা, চোখদুটো যেন আগুনের মতো জ্বলছে।

সে ভয় পেয়ে উঠে দাঁড়ালো। ছায়াটা একদৃষ্টে তাকিয়ে রইল। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বের হলো না। তখন ছায়াটা ধীরে ধীরে পেছনে সরে গেল, যেন মেঘের মতো মিলিয়ে গেল অন্ধকারে।

তিথি ভাবল, হয়তো চোখের ভুল। পরদিন সকালে বাড়ির দারোয়ান জানালো, “এই জানালায় আগেও অনেকে ওই লোকটাকে দেখেছে। দাদুজান বলতেন, এটা নাকি তাঁর ছোট ভাই, যিনি এই জানালা দিয়ে পড়ে গিয়ে মারা যান।”

তিথি স্তব্ধ। জানালার পাশে রাখা পুরনো ফটো অ্যালবামে হঠাৎ একটা ছবি চোখে পড়ল—এক উঁচু লম্বা লোক, আগুনের মতো চোখ… ঠিক যেন কাল রাতের সেই ছায়া।


---

আরও এমন ভৌতিক গল্প চাই?

অবশ্যই, নিচে শুধু গল্পটা আলাদা করে দিলাম: --- নাম: "কালো জানালার মানুষটা" রাতে বারোটা। ঢাকার উপকণ্ঠে পুরনো বাড়িটা নীরব, কেবল ঘড়ির টিকটিক শব্দ। তিথি, সদ্য শহর থেকে ফিরে এসেছে, দাদুর ফেলে যাওয়া বাড়িতে। বিদ্যুৎ ছিল না। মোমবাতি জ্বালিয়ে সে জানালার পাশে বসে ছিল। হঠাৎ জানালার ওপারে একটা ছায়া—উঁচু লম্বা, চোখদুটো যেন আগুনের মতো জ্বলছে। সে ভয় পেয়ে উঠে দাঁড়ালো। ছায়াটা একদৃষ্টে তাকিয়ে রইল। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বের হলো না। তখন ছায়াটা ধীরে ধীরে পেছনে সরে গেল, যেন মেঘের মতো মিলিয়ে গেল অন্ধকারে। তিথি ভাবল, হয়তো চোখের ভুল। পরদিন সকালে বাড়ির দারোয়ান জানালো, “এই জানালায় আগেও অনেকে ওই লোকটাকে দেখেছে। দাদুজান বলতেন, এটা নাকি তাঁর ছোট ভাই, যিনি এই জানালা দিয়ে পড়ে গিয়ে মারা যান।” তিথি স্তব্ধ। জানালার পাশে রাখা পুরনো ফটো অ্যালবামে হঠাৎ একটা ছবি চোখে পড়ল—এক উঁচু লম্বা লোক, আগুনের মতো চোখ… ঠিক যেন কাল রাতের সেই ছায়া। --- আরও এমন ভৌতিক গল্প চাই?
Like
2
·76 Views ·0 Reviews
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com