Sameer Ahmed - আবহাওয়ার চরম বৈরীতায় নদীর বুকে অসংখ্য চর জেগে উঠেছে।...

Upgrade to Pro

আবহাওয়ার চরম বৈরীতায় নদীর বুকে অসংখ্য চর জেগে উঠেছে। এক সময় যে নদীর থৈ থৈ পানিতে নৌকা দাপিয়ে জেলেরা মাছ ধরার উৎসবে মেতে উঠত। প্রয়োজনীয় সময়ে বৃষ্টিপাতের অভাব আর ঋতু পরিবর্তনে ভাটা পড়ায় বদলেছে নদীর পাড়ের মানুষের পেশাও। এখন তারা নদীর বুকে জেগে উঠা চরে ধান চাষ করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন। তাই সেই নদীতে মাছের বদলে দেখা মেলে সোনালি ধানের শীষ। জেগে উঠা চর নদীপাড়ের ভূমিহীন মানুষের এখন নতুন জীবিকার ঠিকানা।
আবহাওয়ার চরম বৈরীতায় নদীর বুকে অসংখ্য চর জেগে উঠেছে। এক সময় যে নদীর থৈ থৈ পানিতে নৌকা দাপিয়ে জেলেরা মাছ ধরার উৎসবে মেতে উঠত। প্রয়োজনীয় সময়ে বৃষ্টিপাতের অভাব আর ঋতু পরিবর্তনে ভাটা পড়ায় বদলেছে নদীর পাড়ের মানুষের পেশাও। এখন তারা নদীর বুকে জেগে উঠা চরে ধান চাষ করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন। তাই সেই নদীতে মাছের বদলে দেখা মেলে সোনালি ধানের শীষ। জেগে উঠা চর নদীপাড়ের ভূমিহীন মানুষের এখন নতুন জীবিকার ঠিকানা।
Love
Like
8
·93 Views ·0 Reviews