ভূতের গল্প: “চিঠির পাঠক”
রাত ১১টা। বৃষ্টি পড়ছে টুপটাপ করে। রাহুল তার পুরনো বইয়ের আলমারি পরিষ্কার করছিল। হঠাৎ একটি হলুদ হয়ে যাওয়া খাম দেখতে পেল। তাতে লেখা:
"যে পড়বে, সে শেষ লাইনটি পড়বে না!"
রাহুল অবাক হয়ে খাম খুলল। ভিতরে ছিল একটি হাতে লেখা চিঠি—
> “আমি একা। খুব একা। এই চিঠি যে পড়ছে, সে যদি শেষ লাইনটি পড়ে, তবে আমি তার সঙ্গে থাকতে পারব... চিরকাল…”
রাহুল হাসল। সে ভাবল, এ তো নিছক কল্পনা। সে শেষ লাইনটি পড়ল—
> “তুমি এখন আমার, আমি তোমার পেছনে আছি…”
চোখ তুলে আয়নায় তাকাতেই সে দেখতে পেল—পেছনে একটি মুখ, সাদা, নিঃশব্দে তাকিয়ে আছে তার চোখে চোখ রেখে।
সে দিন থেকে রাহুল আর একা থাকে না। কারণ সে যতবার আয়নায় তাকায়, সেই মুখটাও তাকিয়ে থাকে তার সঙ্গে।
কমেন্টে বলে জাবেন গল্পটা কেমন হয়েছে
ভূতের গল্প: “চিঠির পাঠক”
রাত ১১টা। বৃষ্টি পড়ছে টুপটাপ করে। রাহুল তার পুরনো বইয়ের আলমারি পরিষ্কার করছিল। হঠাৎ একটি হলুদ হয়ে যাওয়া খাম দেখতে পেল। তাতে লেখা:
"যে পড়বে, সে শেষ লাইনটি পড়বে না!"
রাহুল অবাক হয়ে খাম খুলল। ভিতরে ছিল একটি হাতে লেখা চিঠি—
> “আমি একা। খুব একা। এই চিঠি যে পড়ছে, সে যদি শেষ লাইনটি পড়ে, তবে আমি তার সঙ্গে থাকতে পারব... চিরকাল…”
রাহুল হাসল। সে ভাবল, এ তো নিছক কল্পনা। সে শেষ লাইনটি পড়ল—
> “তুমি এখন আমার, আমি তোমার পেছনে আছি…”
চোখ তুলে আয়নায় তাকাতেই সে দেখতে পেল—পেছনে একটি মুখ, সাদা, নিঃশব্দে তাকিয়ে আছে তার চোখে চোখ রেখে।
সে দিন থেকে রাহুল আর একা থাকে না। কারণ সে যতবার আয়নায় তাকায়, সেই মুখটাও তাকিয়ে থাকে তার সঙ্গে।
কমেন্টে বলে জাবেন গল্পটা কেমন হয়েছে❤️❤️



·102 Views
·0 Reviews