*গল্প: “সন্দেহ”*
সন্ধ্যা ৭টা বাজে। স্বামী এখনো বাসায় ফেরেনি।
স্ত্রী ফোন করলো, ধরলো না।
আরেকবার করলো — ফোন বন্ধ!
স্ত্রীর মাথা গরম!
“এই তো! অফিস বলে কোথায় জানি গেছে!”
মনটা খারাপ, রাগে চোখে পানি।
৮টা বাজে...
স্বামী দরজা খুলে ঢুকলো — ক্লান্ত মুখে।
স্ত্রী ঠাস করে বললো,
*“কোথায় ছিলে? ফোন বন্ধ কেন? সত্যি বলো, অফিসেই ছিলে তো?”*
স্বামী কিছু না বলে ব্যাগটা খোললো,
ভেতর থেকে বের করলো একজোড়া পুরনো জুতা আর ঔষধের প্যাকেট।
বলল,
**“আম্মুর জন্য ছুটে গিয়েছিলাম পুরান ঢাকায়... অনেক খোঁজাখুঁজি করে ওর পছন্দের জুতা আর প্রেসারের ঔষধ কিনে আনলাম।
ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, বলার সুযোগ হয়নি...”**
স্ত্রীর চোখে পানি... এবার লজ্জায়।
স্বামী হেসে বলল,
*“তোমার সন্দেহের থেকে আমার মা’য়ের জুতো বেশি গুরুত্বপূর্ণ ছিল আজ।”*
---
*গল্পের শিক্ষা:*
সন্দেহ ভালোবাসা নয়।
একটু বিশ্বাস করলে সম্পর্ক অনেক সুন্দর হতে পারে।
বিশ্বাস করো, ভুল হলেও বুঝে নেওয়া যাবে —
কিন্তু অকারণে সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে দেয়।
*গল্প: “সন্দেহ”*
সন্ধ্যা ৭টা বাজে। স্বামী এখনো বাসায় ফেরেনি।
স্ত্রী ফোন করলো, ধরলো না।
আরেকবার করলো — ফোন বন্ধ!
স্ত্রীর মাথা গরম!
“এই তো! অফিস বলে কোথায় জানি গেছে!”
মনটা খারাপ, রাগে চোখে পানি।
৮টা বাজে...
স্বামী দরজা খুলে ঢুকলো — ক্লান্ত মুখে।
স্ত্রী ঠাস করে বললো,
*“কোথায় ছিলে? ফোন বন্ধ কেন? সত্যি বলো, অফিসেই ছিলে তো?”*
স্বামী কিছু না বলে ব্যাগটা খোললো,
ভেতর থেকে বের করলো একজোড়া পুরনো জুতা আর ঔষধের প্যাকেট।
বলল,
**“আম্মুর জন্য ছুটে গিয়েছিলাম পুরান ঢাকায়... অনেক খোঁজাখুঁজি করে ওর পছন্দের জুতা আর প্রেসারের ঔষধ কিনে আনলাম।
ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, বলার সুযোগ হয়নি...”**
স্ত্রীর চোখে পানি... এবার লজ্জায়।
স্বামী হেসে বলল,
*“তোমার সন্দেহের থেকে আমার মা’য়ের জুতো বেশি গুরুত্বপূর্ণ ছিল আজ।”*
---
*গল্পের শিক্ষা:*
সন্দেহ ভালোবাসা নয়।
একটু বিশ্বাস করলে সম্পর্ক অনেক সুন্দর হতে পারে।
বিশ্বাস করো, ভুল হলেও বুঝে নেওয়া যাবে —
কিন্তু অকারণে সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে দেয়।




·72 Views
·0 Reviews