পরিক্ষার গান
আমাকে, আমার মতো পড়তে দাও,
আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি।
যেটা পড়িনি, পড়িনি—সেটা না পড়ায় থাক।
সব পড়া কষ্টের, ভীষণ।
এই পড়ার টেবিল আজ শূন্য,
তবুও বসেছি তিন বার।
আমি আর পড়তে চাই না,
নতুন কোনো রকমের চ্যাপ্টার নয় আর,
তাই চেষ্টা করছি
বারবার না পড়েই
পাস করার।
আমাকে, আমার মতো পড়তে দাও,
আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি।
যেটা পড়িনি, পড়িনি—সেটা না পড়ায় থাক।
সব পড়া কষ্টের, ভীষণ।
এই পড়ার টেবিল আজ শূন্য,
তবুও বসেছি তিন বার।
আমি আর পড়তে চাই না,
নতুন কোনো রকমের চ্যাপ্টার নয় আর,
তাই চেষ্টা করছি
বারবার না পড়েই
পাস করার।
পরিক্ষার গান
আমাকে, আমার মতো পড়তে দাও,
আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি।
যেটা পড়িনি, পড়িনি—সেটা না পড়ায় থাক।
সব পড়া কষ্টের, ভীষণ।
এই পড়ার টেবিল আজ শূন্য,
তবুও বসেছি তিন বার।
আমি আর পড়তে চাই না,
নতুন কোনো রকমের চ্যাপ্টার নয় আর,
তাই চেষ্টা করছি
বারবার না পড়েই
পাস করার।


·34 Views
·0 Reviews